যারা পিসিতে ব্রডব্যান্ড নেট চালান তারা অনেকেই এই সমস্যাতে হয়তো পড়েসেন,আপনার নেট কানেকশন ঠিক আছে কিন্তু নেট কাজ  করছে না।

 

এইরকম আসলে আপনি যেভাবে বোঝবেন আপানার পিসি প্রক্সি ভাইরাসে আক্রান্ত-

 

1.windows 10 এ  setting>network &  internet>proxy তে যাবেন যদি নিচের লাল দাগের মত দেখেন তাহলে ঐ ভাইরাস দ্বারা আক্রান্ত।

 

2.অন্য windows  এর জন্য chrome>setting>advanced>proxy তে যানঃ

যদি নিচের মত 127.0.0.1 দেখেন তাহলে বুজবেন ভাইরাস দ্বারা আক্রান্ত।

 

কিভাবে দূর করবেন এই ভাইরাস?

এটি দূর করার অনেক উপায় আছে। তবে সবচেয়ে ভাল কাজ করবে নিচের এন্টিম্যালওয়ার সফটওয়ারটি

Zemana antivirus

15 দিনের ফ্রী ট্রায়াল।

 

এর মাধ্যমে scan করে ভাইরাসগুলো রিমুভ করুন।কোন সমস্যা হলে জানাতে পারেন।

 

ফটোশপের বা গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল কাজ  করাতে – http://goo.gl/vT8gLi

9 thoughts on "মারাত্মক পিসির ভাইরাস ‘প্রক্সি ভাইরাস’ সম্পর্কে জেনে নিন"

  1. AmiHolamKabir Contributor says:
    হূম ভাই আমার এই Problem.
    But ইউসি ব্রাউজার দিয়ে চালাইলে Problem hy nah
    1. nahid14 Author Post Creator says:
      antivirus যেটা দিসি ট্রাই করেন
  2. SP Khalad Contributor says:
    proxy option off kore dilei hoy
    1. nahid14 Author Post Creator says:
      virus আবার অন করে দিবে অটো
  3. Naim sdq Author says:
    ধন্যবাদ, আমার ফায়ার ফক্স এ এই সমস্যা দেখা গেছিল অনেকদিন আগে।
    1. shuvo Contributor says:
      firefox er settings e giye manual proxy disable kore din
    2. Naim sdq Author says:
      ধন্যবাদ সুন্দর মন্তব্য-র জন্য। তখন ই ঠিক করেছি।
    3. shuvo Contributor says:
      ?

Leave a Reply