আসসালামু আলাইকুম।
অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকে আমার পোস্টের বিষয় হলো- উইন্ডোজ পিসিতে কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার না করে যেকোনো ফাইল বা ফোল্ডার অন্যের হাত থেকে লুকানোর উপায়। এটি প্রথম পর্ব, কেননা এবিষয়ে আরও দুইটি উপায় আমি আগামী দুই পর্বে আলোচনা করব। আমার জানামতে কোনো সফটওয়্যারের ব্যবহার না করে ফাইল বা ফোল্ডার লুকানোর জন্য এ কয়টি উপায়-ই রয়েছে।
আজকের পর্বে যেই উপায়টি থাকছে তা অনেকেরই জানা, কারণ এটি উইন্ডোজে কোনো কিছু লুকানোর উইন্ডোজের বেসিক পদ্ধতি। দ্বিতীয় পর্বে যে উপায়টি উল্লেখ করব সেটাকে পুরোপুরি লুকানো না বলে আড়াল করা বললে ভালো হবে; কারণ এতে ফাইল বা ফোল্ডার স্বাভাবিকভাবে দেখা যাবে না যদি না তার উপরে মাউসের কার্সর আনা হয়। আর তৃতীয় বা শেষ পর্বে যে পদ্ধতিটি থাকবে সেটি একরকম বলা যায় আমারই উদ্ভাবন, অন্য কোথাও এ সম্বন্ধে কিছু দেখিনি বা শুনিনি; এতে একটি ব্যাচ (Windows Batch) ফাইলের মাধ্যমে লুকাতে হয় যার কোড একরকমভাবে বললে আমার নিজস্বই লেখা। যাই হোক, আজকের বিষয়ের কার্যক্রম পদ্ধতিতে চলে যাই।
কার্যধারাঃ
১. প্রথমে যে ফাইল/ফোল্ডারটি hide বা লুকাতে চান সেটিতে ডান ক্লিক করে সর্বনিম্মে Properties মেনুতে ক্লিক করুন।
২. দেখুন একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। উইন্ডোটির উপর থেকে General ট্যাবটিতে ক্লিক করে সামনে আনুন (যদি সামনে আনা না থাকে)। এবারে নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে Hidden নামে, এটির বাম পাশে অবস্থিত বক্সে ক্লিক করে টিক দিন। এরপরে প্রথমে Apply ও পরে OK-তে ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করে দেখুন আপনার ফাইল/ফোল্ডারটি গায়েব হয়ে গেছে।
৩. এখন আপনার প্রশ্ন হল- ফাইল/ফোল্ডার তো গায়েব করা হয়ে গেলো, এবারে পুনরায় কিভাবে সেটিকে আপনি দেখবেন!
৪. নতুন ওপেন হওয়া উইন্ডোটির উপর থেকে View ট্যাবে ক্লিক করে ট্যাবটি ওপেন করুন। এখানে Advanced settings এর নিচে বক্সে দেখুন একজায়গায় লেখা আছে Hidden files and folders, আবার এর নিচে দুইটি অপশন আছে রেডিও বাটনসহ। এখানে দেখবেন প্রথম অপশনটি, অর্থাৎ Don’t show hidden files, folders, or drives. সিলেক্ট করা আছে। আপনার কাজ হল এর নিচের অপশনটি, অর্থাৎ Show hidden files, folders, or drives.-টি সিলেক্ট করে Apply→OK করা।
৫. এখন দেখুন আপনার ফাইল বা ফোল্ডারটি আগের জায়গায় অস্পষ্টভাবে বিদ্যমান: যা আপনি আপনার প্রয়োজনমত ব্যবহার করতে পারবেন।
৬. এবারে আপনার ফাইলটি পুনরায় লুকাতে চাইলে আবার ধাপঃ ৩ থেকে অনুসরণ করুন। এই পর্যায়ে আপনাকে পূর্বে যে অপশনটি সিলেক্ট করা ছিল, সেই অপশনটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আবার সেই Don’t show hidden files, folders, or drives. সিলেক্ট করে Apply→OK করুন।
৭. আপনার ফাইল/ফোল্ডারটি পুনরায় স্পষ্ট স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যথাক্রমে ধাপঃ ৩ ও ৪ অনুসরণ করুন।
এরপর আবার যথাক্রমে ধাপঃ ১ ও ২ অনুসরণ করুন, কিন্তু এবারে Hidden এর বাম পাশের টিক চিহ্নটি উঠিয়ে Apply→OK করুন।
ব্যস, আপনার ফাইল/ফোল্ডারটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
এ উপায়ে আপনি যেকোনো ড্রাইভ-ও লুকাতে পারবেন, কিন্তু এ উপায়ে কোনো ড্রাইভ না লুকাতেই বলছি আমি। আগামী পর্বে অন্য পদ্ধতি নিয়ে আলোচনা করার জন্য আসছি।
পোস্টটি ভালো না লাগলে দুঃখিত। কোনো ভুল পেলে দয়া করে জানাবেন, আমি অতি শীঘ্র তা সংশোধন করতে চেষ্টা করব; শুধু-শুধু কমেন্টে নিন্দনীয় ভাষা ব্যবহার করে নিজের বংশ সম্বন্ধে অন্যদেরকে খারাপ কিছু ভাবনার সুযোগ দিবেন না।
ধন্যবাদ।।।
কিন্তু একদম নতুনদের জন্য।
টপিকের সাথে পোষ্টের ধরণটা ঠিক মানানসই হয়নি।
ভালো লিখেছেন তবে।
এখনতো টিবি তে পিসি পোষ্ট হয় ই না।
je din ami mouse hate nisi oi din tekhe jani, but ( ami ata karo tekhe sekhi nai, nije nije peyeci ) ar amar master ami nije 😉
মাফ করবেন, আপনার কমেন্ট অনুযায়ী রিপ্লাই দিলাম।
Hide korte jantam.
But show korte jantamna.
Thanks….