Defragmentation মানে অখন্ডায়ন; অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটারের ডিস্কে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইলগুলোকে একত্রিত করে থাকে। এতে করে কম্পিউটার আরো ভালভাবে এবং পূর্ণ দক্ষতার সাথে চালানো যায়।

১. পিসির ডিস্ক ড্রাইভগুলো ডিফ্র্যাগমেন্ট করতে হলে আপনাকে প্রথমে This PC (My Computer) – তে গিয়ে Local Disk (C:) এর উপর রাইট ক্লিক করে Properties সিলেক্ট করুন।


২. এবার, Open হওয়া Window-এর উপরের Tools ট্যাবটি নির্বাচন করুন।


এরপর, “Optimize and defragment Drive” -এই সেক্টরের আন্ডারে “Optimize” বাটনটিতে ক্লিক করুন।

৩. এখন, Optimize drives নামে একটি নতুন উইন্ডো Open হবে। এতে আপনার পিসির হার্ডডিস্কের সবগুলো ড্রাইভের লিস্ট এবং ফ্র্যাগমেন্টেশন স্ট্যাটাস দেখাবে।


আপনি যেকোন ডিস্ক সিলেক্ট করে নিচের “Optimize” বাটন চেপে ডিফ্র্যাগমেন্টেশন আরম্ভ করতে পারেন।

তবে, একটি একটি করে সিলেক্ট করে Optimize করতে পারেন।
আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ড্রাইভ ডিফ্র্যাগমেন্টের সময় কম্পিউটারে কোন প্রকার কাজ করবেন না। এমনকি কপি-পেস্টও না।
হার্ডডিস্কের সাইজ অনুযায়ী সময়ের পরিমাণও পার্টিশনভেদে ভিন্ন হতে পারে। সাধারণত ৩০-৪০ মিনিটের ভেতরই কমপ্লিট হয়ে যায় এবং এরপর লেখা আসবে “0% Fragmented”. এখন, সকল উইন্ডোগুলো ক্লোজ করে দিন।
All Done!.. আপনি ইতোমধ্যেই আপনার পিসিটি সফলতার সাথে ডিফ্র্যাগমেন্ট করে ফেলেছেন!
এভাবে, আপনার পিসি নিয়মিত ডিফ্র্যাগমেন্ট করুন এবং অপারেট করুন সবসময় সদ্য কেনা কম্পিউটারের মতই!

ফেসবুকে আমি।

17 thoughts on "যেভাবে পিসির ড্রাইভগুলো ডিফ্র্যাগমেন্ট বা অপটিমাইজ করবেন"

  1. Md Yousuf Ctg Author says:
    pc te ss kibabe na…
    1. ALAMIN Contributor says:
      Win koto?
    2. ALAMIN Contributor says:
      use sleeping tool or lightshot exe….
    3. Abdullah Al Faruque Author Post Creator says:
      Press “Print Screen SysRq” button on Keyboard when you want to take a screenshot of running display and paste the screenshot into any photo editing app such as Paint, Adobe Photoshop or Illustrator etc. & finally Save it!..
    4. Neel572 Contributor says:
      Apnar windows 10?
  2. ALAMIN Contributor says:
    ডিফ্র্যাগমেন্ট ki bro?
    1. Abdullah Al Faruque Author Post Creator says:
      ফ্র্যাগমেন্ট মানে খন্ড, টুকরা। আর, ডিফ্র্যাগমেন্ট মানে অখন্ডায়ন। পিসির হার্ড ডিস্কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত ফাইলগুলোকে একত্রিত বা পুনঃসজ্জিত করার প্রক্রিয়াকে ডিফ্র্যাগমেন্ট বলে।
  3. Barua Dibbho Contributor says:
    Bro apnar pc Windows koto?? And the post was really awesome…..Trainer req den must apnake author baniye dibe….Best of luck
    1. Abdullah Al Faruque Author Post Creator says:
      উইন্ডোজ ১০ প্রো, ৬৪ বিট। … কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! .. আর, এডমিন প্যানেলে ট্রেইনার রিকোয়েস্ট সাবমিট করেছি। এখন, অপেক্ষায় রয়েছি… আশা করি, ইনশাআল্লাহ, উনারা আবেদন গ্রহণ করবেন।
    2. Barua Dibbho Contributor says:
      Asha kori apni trainer Hoben….Hm…Amaro Ekta post publish koreche but amake trainer kora hoyni…
    3. Abdullah Al Faruque Author Post Creator says:
      ইনশাআল্লাহ। … আমি চারটা পোস্ট করেছিলাম। কিন্তু, পাবলিশ হয়েছে মাত্র দুইটা। অথচ, এর চেয়ে কম মানের পোস্ট লিখে অনেক অথর-ই লেখা পাবলিশ করছেন। আর, আমার নোটিশ এসেছে –
      Notice: Sorry! We couldn’t accept your Trainer Request right now. Please improve your post quality. Make another 3 posts. You will be able to apply for Trainer request after a month. – এরকমটা আসলেই খুব দুঃখজনক। যাই হোক, ইনশাআল্লাহ, আমি আবারো ট্রেইনার রিকোয়েস্টের জন্য এর চেয়ে ভালো পোস্ট লেখার চেষ্টা করবো।
    4. Barua Dibbho Contributor says:
      Amaro eki problem bro
  4. Abdullah Al Faruque Author Post Creator says:
    So sad..! ?
  5. friendstv99 Contributor says:
    উপকৃত হলাম bro ??
    1. Abdullah Al Faruque Author Post Creator says:
      আপনাদের উপকার হলেই তো আমার পোস্টের সার্থকতা!.. 🙂

Leave a Reply