আস্সালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
ভাল থাকবেন , ভাল রাখবেন এটাই প্রত্যাশা।
অনেকদিন পর লিখতে বসলাম। বাংলা লিখতে মোটামোটি ভালই কষ্ট হয়। কারন বাংলাতে আমি এখনও কাচা।
যাইহোক,
আমি একটি Windows Theme নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম।
কিন্তু আমার আগে একজন ট্রিকবিডির ভাই linux theme পিসিতে ইন্সটল নিয়ে আর্টিকেল লিখেছেন।
তাই আমি আর নতুন করে লিখতে যাইনি। যদিও আমার Theme টি উনার থেকে আলাদা।
বিশেষ করে যারা আমার মত কম্পিউটারের সামনে বসে কাজ করতে গিয়ে চোখের জালাতনের স্বিকার হন তাদের জন্য আমার থিমটা অনেক উপকারী এবং অনেক অনেক সুন্দর।
তাও আপনাদের সুবিধার্থে থিমের একটা স্ক্রিনশট দিয়ে যাব, ভাল লাগলে কমেন্ট জানাবেন।
তো আজকের টিউনে ফেরা যাক,
আজ আামি আপনাদের মাঝে ছোট একটা সফটওয়ার শেয়ার করবো।
যেটা দিয়ে আপনারা windows এর লগঅন ব্যাকগ্রাউন্ড চেন্জ করতে পারবেন।
=> ডাউনলোড শেষ হলে Win7LogonBackgroundChanger নামক ফাইলটি রান করুন।
=> রান করে উপরের স্লাইডার থেকে আপনি যে ছবিটি দিতে চান সেটি সিলেক্ট করুন।
=> ডান দিক থেকে ফোল্ডার সিলেক্ট করুন যে ফোল্ডারে আপনার ছবিটি আছে।
=> তারপর ডানদিক থেকে Apply বাটনে ক্লিক করে Apply করুন।
কাজ শেষ। এবার কম্পিউটার Log off করে দেখুন আপনার দেয়া ছবিটি চলে আসছে।
কোন সমস্যা হলে কমেন্ট বক্সটা আপনার জন্যই। Or facebook
আমি যে থিম নিয়ে কথা বলতে চেয়েছিলাম।
আজ আর নয়।
পরবর্তি টিউনে দেখা হবে।
ভাল থাকবেন।
আল্লাহ হাফজ।
Thanks all for staying with me to the entire post.
- [Requested] দেখে নিন কিভাবে Rainbow ও Randome colored টেক্সট অ্যাড করে দৃষ্টিনন্দন করবেন আপনার পোষ্ট। মোডারেটর,অথরসহ সবার দেখার অনুরোধ রইলো।
- [Hot post] এবার আপনি ঘুমালে Facebook ও ঘুমিয়ে পরবে। By KS
- কম্পিউটারের ফাইল/ড্রাইভ লক করুন কোন থার্ড-পার্টি সফ্টওয়ার ছাড়াই।
Amazing post…
notun sikhlam.