———————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
ট্রিকবিডিতে প্রতিনিয়তিই চলছে বিভিন্ন এপেএ রিভিউ, চলছে টিউনের প্রতিযোগিতে। আশা করি ট্রিকবিডি আরও এগিয়ে যাবে সামনের দিকে সবার অনুপ্রেরণায় এবং সবর ক্রিয়েটিভ টিউনেএ মাধ্যমে। যাহোক এবার মূল আলোচনায় চলে যাবো।
আজকে যে বিষয় নিয়ে টিউন লিখতে বসছি সেটা হলো সেরা অডিও ইডিটিং সফটওয়্যার বিষয়ে। এটা শুধু মাত্র কম্পিউটার ব্যবহারকারীদের জন্য।
অনেকেই অনেক ভাবে ভয়েজ রেকর্ড করেন এবং ইউটিউবে টিউবিং করে, তাদের ভয়েজ গুলা সুনতেও দারুণ লাগে। যারা টিউবিং করেন তাদের জন্য প্লাস পয়েন্ট হলো দারুণ তিনটা অডিও ইডিটর দিয়ে পারবেন আশা পূরণ করতে।
তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা তিনটা সফটওয়্যার।

প্রথমেই থাকবে Audacity
Audacity
একটা অসাধারণ সফটওয়্যার, আপনি একদম প্রফেশনাল ভাবে আপনার অডিও গুলো ইডিট করতে পারবেন।

আরো কি কি কাজ করতে পারবেন তার জন্য আলাদা ভাবে ভিডিও বানিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারেন।

ডাউনলোড করতে চাইলে Download Audacity For Computerএখানে ক্লিক করেন

দ্বিতীয়তে আছে Apple Garage Band
Example
অসাধারণ আরেকটা সফটওয়্যার। Audacity’র মতই দারুণ কাজের জিনিষ। এতো এতো বৈশিষ্ঠ্য লিখতে অনেক সময় লাগবে কষ্ট করে ভিডিওতে দেখুন।
আর যদি ডাউনলোড করতে চান তাহলে Download For Mac এখানে ক্লিক করেন।

তৃতীয়তে আছে WavePad
Wavepad আরেকটা অসাধারণ জিনিষ। বিস্তারিত বলবো না ইচ্ছা হলে ডাউনলোড করেন না হলে পস্তান।
Download Wavepad For Computer

কিভাবে কি করতে হবে সেগুলো নিয়ে আগামীতে টিউন করবো ভিডিও টিউটোরিয়াল দিয়ে।
আমার মনে হয় ভিডিও টিউন না করলেও চলবে। কারণ কাজ বেশি কঠিণ নয়! নিজে ট্রাই করলেই বুঝতে পারবেন। যদি সমস্যা হয়েই থাকে তাহলে টিউন প্রকাশ করবো সমস্যা নেই।


তাহলে আজকের মত আল্লাহ হাফেজ।

দেখা হবে আগামী টিউনে সে প্রর্যন্ত ভাল থাকুন, সুস্থ্য থাকুন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

24 thoughts on "সেরা অডিও ইডিটর ২০১৮"

  1. দারুন সফটওয়ার শেয়ার করেছেন ভাই। ধন্যবাদ।
    1. Server Error Author Post Creator says:
      আপ্নাকেও ধন্যবাদ এবং স্বাগতম ভাই
  2. mobile er jonno kono app thakle din, pls
    1. Server Error Author Post Creator says:
      মোবাইলের জন্য আছে Wavepad ট্রাই করতে পারেন ভাই, ধন্যবাদ আপনাকে।
    1. Server Error Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা ভাই।
  3. Example BD Contributor says:
    ভাই কিভাবে m likhon দের মতো ডিজে বানাবো।
    1. Server Error Author Post Creator says:
      ডিজে বানাতে চাইলে এফ এল স্টুডিও ডাউনলোড করুণ, এবং ইউটিউবের যে সকল টিউটোরিয়াল আছে, সেগুলো ফলো করুণ, ইনশাহ আল্লাহ্‌ সফল হবেন, এছাড়া আরও কিছু সফটওয়্যার আছে, আগামী দিনে টিউন করবো। ধন্যবাদ ভাই।
    2. Example BD Contributor says:
      ok
    1. Server Error Author Post Creator says:
      ?
    1. Server Error Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
  4. Server Error Author Post Creator says:
    ধন্যবাদ ভাই
  5. tawfiquebd Contributor says:
    কষ্ট করে ভিডিও দেখতে না বলে এখানেই আরো একটু বলে ফেললে কী এমন ক্ষতি হতো!!! তারপর না হয় ভিডিও লিংক দিতেন৷
    1. Trickbd Support Moderator says:
      এভাবে কেউ বিস্তারিত না লিখে ভিডিও দেখতে বললে রিপোর্ট করবেন।
    2. Server Error Author Post Creator says:
      ধন্যবাদ সাপোর্ট টিম।
    3. Server Error Author Post Creator says:
      এই চিন্তাটা মাথা আসেনি ভাই, ব্যাপার না আগামীতে বিস্তারিত দেবো ইনশাহ আল্লাহ্‌।
    1. Server Error Author Post Creator says:
      Welcome bro
    1. Server Error Author Post Creator says:
      বড় ভাই টেকটিউনসেও আমি নিজেই টিউন করছি আইডি নেইম “মেহেদী হাসান” User ID “TheFireFlash” ধন্যবাদ ভাইজান।

Leave a Reply