কম্পিউটারের ব্যবহারকারী একাধিক হলে অনেক ফোল্ডার লুকিয়ে রাখতে হয়। অাপনি চাইলে ফোল্ডারটি লক করে রাখতে পারেন। এখন এটি করা সম্ভব বেশ কিছু সফওয়্যারের সাহায্যে। কিন্তু আমরা কাজটি সফটওয়্যার দিয়ে করবো না। নিজেরাই করবো। ধরা যাক, আপনার কম্পিউটার D ড্রাইভের একটি ফোল্ডার আপনি লক করে রাখতে চান। ধরি, এই ফোল্ডারটির নাম হলো work। এখন ফোল্ডারটির লক করার জন্য আপনাকে প্রথমে কম্পিউটারের ডেস্কটপে গিয়ে নোটপ্যাড খুলতে হবে। এরপর নোটপ্যাডটিতেren wfork wfork.<br /> {21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}লিখে ফাইলটি lock.bat নামে সেভ করে রাখতে হবে। এবার তৈরি হয়ে গেল কাঙ্ক্ষিত ফোল্ডারের একটি লক ফাইল। এখন আবার আরেকটি নোটপ্যাড ফাইল খুলে তাতে লিখুনren work.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}<br />এবার এই নতুন ফাইলটি সেভ করুন key.bat নামে। এটি কাঙ্ক্ষিত ফোল্ডারের আনলক ফাইল হিসেবে কাজ করবে। এ দুটি ফাইল কাট করে পেস্ট করে দিন কাঙ্ক্ষিত ফোল্ডারটি যে ড্রাইভে রয়েছে, সেই ড্রাইভে। এখন lock.bat নামের ফাইলটিতে ক্লিক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে। অর্থাৎ ফোল্ডারটি আর খোলা যাবে না। এখন ফোল্ডার যদি আবার আনলক করতে চান, তাহলে key.bat নামক ফাইলটিতে ক্লিক করুন। তা হলে আবার আনলক হয়ে যাবে ফোল্ডারটি।work
পূর্বে প্রকাশিতঃ এখানে
ফেসবুকে আমিঃ Ft Farhad
আমার সাইটঃ আমার টিউন্স বিডি
আমার বাংলা গল্পের ব্লগঃ বাংলা গল্প
Share:
2 thoughts on "১ মিনিটে লক করুন ব্যক্তিগত গোপন ফোল্ডার!"