স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম 

ভুলক্রমে আপনার PC Hard Disk অথবা Memory Card থেকে File Delete করে ফেলেছেন 

কিন্তু এখন আফসোস করছেন তাহলে আসুন শেষ উপায় কি হতে পারে দেখে নেওয়া যাক

 
 

আমরা আমাদের দৈনন্দিক জীবনের অনেক দরকারী ও মূল্যবান ফাইল , ডকুমেন্ট , ছবি , ভিডিও , অডিও ইত্যাদি ফাইলগুলো সংরক্ষন করার জন্য বেছে নেই Pen Drive , Memory Card , Hard Disk ইত্যাদি জিনিসগুলোকে।

এর মূল কারন হলো দরকারী জিনিসগুলো যাতে হারিয়ে না যায়। বিপত্তি ঘটে তখন যখন তা ভুলে Delete করে দেই।

এক চাপে হয়তো না ভেবে মুছে ফেলি সব কিন্তু যখন মনে পড়ে যে সেখানে সব থেকে মূল্যবান জিনিসটি ছিলো তখন হায় হায় করি আর নিজেকে গালাগাল করে থাকি ( গালাগাল টা হয়তো সবার জন্য প্রযোজ্য নয় ) হয়তো এটা এমন এক পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায় যার কারনে চলে যেতে পারে চাকুরী , প্রেমিকার শেষ স্মৃতি অথবা না ফেরার দেশে চলে যাওয়া কারো শেষ স্মৃতি, আবার হতে পারে তা কোন দরকারী ডকুমেন্ট ( যেমন Sallery Sheet) চাইলে তো এমন হাজারো কারন দেখানো যাবে তাই টালে না গিয়ে তালে ফিরে আসি।

 

 

 

আমরা সাধারনত পিসিতে ফাইল মুছে ফেললে তা Recycle Bin এ গিয়ে জমা হয় আবার Recycle Bin  থেকে মুছে ফেললে একবারে বেপাত্তা হয়ে যায় আর Android এর কথা বলতে গেলে সেখানে এরকম Recycle Bin প্রাথমিক ভাবে থাকেনা যদি না নিজে Third Party এপ ইন্সটল দিয়ে থাকেন। 

 

 

 

আর অন্যদিকে দেখা যায় অনেক সময় Pendrive/Hard Disk/Memory card Corrupt হয়ে যায় যার কারনে অনেক মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

 

 

আবার হয়তো অনেকে আছেন যে পুরো Hard Disk এর একটি পার্টিশন ডিলেট করে দিয়েছন ভুলক্রমে।আবার অনেকে আছেন যারা মেমোরী কার্ড Format করতে গিয়ে একটি ড্রাইভ Format করে দিয়েছেন।

 

যাই হোক আজকের টিউনে আমি আপনাদের উপরে উল্লেখিত সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায় তার ট্রিক টি এখন উপস্থাপন করছি।

 

 

এর জন্য আপনাকে ডাউনলোড করতে হবে iCare Data Recovery Pro 8.1.4.0 যার Technician ভার্সনের মূল্য 499$ ডলার। এখন ভাবছেন কোথায় পাবেন চিন্তা কিসের এটাও তো ট্রিকের একটি অংশ এটা ছাড়া কি আর টিউন সম্পূর্ন হয় আপনারাই বলুন।

 

 

iCare Data Recovery Pro 8.1.4.0 এর মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া ফাইলগুলো থেকে ৯০% ফাইল Recover করতে পারবেন তবে এর জন্য অবশ্যই এর Paid ভার্সন টি লাগবে কারন ফ্রি ভার্সনে 2GB এর উপর আপনাকে সাপোর্ট দিবেনা। 

 

 

প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংক পোষ্টের নিচে সংযুক্ত আছে।

 

 

 

ডাউনলোড হয়ে গেলে উপরের মত একটি ফাইল দেখতে পারবেন ডাবল ক্লিক করে Open করুন।

 

 

Accept বাটনে ক্লিক করুন

 

 

Extract বাটনে ক্লিক করুন।

 

 

এবার আপনার কাছে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিন www.cyberdl.ga

 

 

এই রইলো আপনার মূল ফাইল এখন আপনি ইন্টারনেট কানেকশন বন্ধ করে ইন্সটল করে ফেলুন।

ইন্সটল হয়ে গেলে Keygen থেকে Key Generate করে ফুল ভার্সন করে ফেলুন।

 

এবার আসি মূল কাজে  iCare Data Recovery Pro 8.1.4.0 সফটওয়্যার টি Open করুন।

 

 

 

উপরের মত দেখতে পাবেন এখন যদি আপনি হারানো ফাইল ফিরে পেতে চান তবে Deleted File Recovery অথবা Deep Scan File Recovery তে প্রবেশ করুন। তবে আমার মতে সময় বেশী নিলেও Deep Scan File Recovery টা ভাল হবে। আর যদি আপনি আপনার Hard Drive পার্টিশনের ফাইল খুজে পেতে চান তবে অবশ্যই Lost Partition Recovery তে প্রবেশ করবেন।সবগুলোর কাজ একই তাই আমি Deep Scan Recovery দিয়ে দেখাব।

 

 

উপরের মত আপনার পিসির সকল ড্রাইভ দেখাবে যদি মেমোরী কার্ড অথবা পেন ড্রাইভ সংযুক্ত থাকে তাও Show করবে।এখন আপনি কোন ড্রাইভ থেকে File Recover করতে চান নির্ধারন করুন এবং প্রবেশ করুন।

 

 

এবার Deep Scan হতে সময় লাগবে ধৈর্য ধরে অপেক্ষা করুন যতক্ষন না শেষ হয়।

 

 

Scan হয়ে গেলে উপরের মত কিছু দেখাবে তা নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন।

 

 

আপনি যেখানে Recover ফাইলগুলো সঞ্চয় করতে চান তা দেখিয়ে দিন।

 

 

দেখুন সকল ফাইল দেখাবে আপনার কাজ হবে আপনার মুছে ফেলা ফাইল্গুলোকে নির্বাচন করা এবং Recover বাটনে ক্লিক করা।

 

দেখুন Recover আরম্ভ হয়ে গেছে অপেক্ষা করুন আপনার হারিয়া যাওয়া ফাইল ফিরে পাওয়ার জন্য।

 

 

সব কিছু ঠিকমত হয়ে গেলে উপরের মত আসবে আপনি যেখানে Save রাখার নির্দেশ দিয়েছেন সেখানে গেলে Recover করা সকল ফাইল আপনি পেয়ে যাবেন।

 

 

যদি মনে করেন সফটওয়্যার টি আপনার কাজে লাগতে পারে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

 

Download BDupload Link

 

 

 

যদি ফুল ভার্সন করতে এরপরও কোন সমস্যা থাকে তবে নিচের ভিডিও টি দেখে নিতে পারেন।

 

 

 

মুছে ফেলা ফাইল Recover কিভাবে করতে হয় না জেনে থাকলে নিচের ভিডিও টি দেখে নিতে পারেন।

 

 

 

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

 

সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং CyberDL

39 thoughts on "ভুলক্রমে আপনার PC Hard Disk অথবা Memory Card থেকে File Delete করে ফেলেছেন কিন্তু এখন আফসোস করছেন তাহলে আসুন শেষ উপায় কি হতে পারে দেখে নেওয়া যাক আর সাথে 499$ ডলারের সফটওয়্যার তো আছেই"

  1. Mdaltuf Contributor says:
    Valo post
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ ভাই @ Mdaltuf
  2. Mdaltuf Contributor says:
    ভাই আমি এটা Android phone এ করা যাবে এবং একই নিয়মে
    1. Cyber Prince Author Post Creator says:
      জি ভাই Android মোবাইল এর Storage যদি দেখায় তবে অবশ্যই হবে @ Mdaltuf ভাই
  3. sarderrasel Contributor says:
    Recover করতে ডাটা লাগবে নাকি
    1. Cyber Prince Author Post Creator says:
      রিকোভার করতে সফটওয়্যার এবং Storage লাগবে ডাটা লাগবেনা কারন পোষ্টে উল্লেখ করেছি অফলাইনে কাজ করার জন্য।
  4. Sabit Ahmad Author says:
    nice post…..
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য @Sabit Ahmad ভাই
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য @ রিয়াদ ভাই
  5. ইমরুজ Legend Author says:
    GooD Post.
    কিন্তু স্ক্রিনশট এ সাইটের লিংক।
    1. Cyber Prince Author Post Creator says:
      ভাই ss এর দিকে নজর ছিলনা আর যদি ডাউনলোড করে থাকেন তবে অবশ্যই ss কেন এরকম বুঝে পাবেন।
      ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য @ ইমরুজ
    2. ইমরুজ Legend Author says:
      Hmmm….
  6. মামুন Author says:
    Memory card format দেওয়ার files delete হচ্ছে না কি করব
    1. Cyber Prince Author Post Creator says:
      মামুন ভাই আপনি SD Card Formatter দিয়ে চেষ্টা করে দেখতে পারেন গুগল সার্চ করলে পেয়ে যাবেন।
  7. rabby Author says:
    Vai DU speed meter (pc) full version pabo ki?
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য DU যদিও আমি ব্যবহার করিনা তবে চেষ্টা করবো খুজে বের করে শেয়ার করার।
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ Azizur Rahman ভাই
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ IttehadIslamAntor ভাই
  8. Md Jahid Contributor says:
    এটা কি প্রো ভার্সন না…..? আর কত এমবি…?
    1. Cyber Prince Author Post Creator says:
      ভাই মনে হয় টাইটেল পোষ্ট ভাল করে পড়েন নি?
  9. Labib Author says:
    Good Post… ভালো হয়েছে।
    আর এটি কি ১-২ বছর আগের ফাইল Recovery করতে পারবে?
    1. Cyber Prince Author Post Creator says:
      যদি আপনি ১ বারের বেশী Format না দিয়ে থাকেন তবে চেষ্টা একটা দিয়ে দেখতে পারেন। @ Labib ভাই
    2. Labib Author says:
      না, ডিলেট করা ফাইল? হার্ডডিস্ক এর?
    3. Cyber Prince Author Post Creator says:
      পাওয়া যেতে পারে তবে রিকোভার হবে কিনা সন্দেহ আছে তবুও একবার চেষ্টা করে দেখুন।
  10. My_idiea Contributor says:
    ভালো…
  11. IttehadIslamAntor Contributor says:
    Great post. drive link dite parben?amr bdupload theke download korte problem hochche.
  12. HollowMan Author says:
    Android theke delete howoa file ay app install kore recover kora jabe kii??
    1. Cyber Prince Author Post Creator says:
      এই সফটওয়্যার দিয়ে রিকোভার করা যাবে Android যদি Storage শো করে।
    2. kingoptimus Contributor says:
      vai computer/laptop e theme duchen kikore ektavpost korte parben ei niye?specially for windows 7&10
  13. kingoptimus Contributor says:
    sorry duchen na dichen hobe
  14. Mojahid Author says:
    সুন্দর পোস্ট
    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ @ Mojahid ভাই
    2. Mojahid Author says:
      স্বাগতম
  15. Topu Paul Contributor says:
    আমি আপনার দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারছি না। ভিতরে যাওয়ার পর কোথা থেকে ডাউনলোড করবো।। শুধু ১০ সেকেন্ড দেখানোর পর আর কিছু পাওয়া যাচ্ছে না।। প্লিজ হেল্প করবেন।।
  16. Himaloy Himu Author says:
    ধন্যবাদ ভাইয়া ?
    অনেক উপকৃত হলাম।
    1. Cyber Prince Author Post Creator says:
      Wellcome always

Leave a Reply