সকলকে রমজানের শুভেচ্ছা।
দোয়া করি এই রমজান আমাদের সকলের জিবনে হেদায়েত বয়ে আনুক।
টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কি সম্পর্কে এই পোস্ট।
আমি খেয়াল করছি, ট্রিকবিডি এখন আর কম্পিউটার ইউজার দের জন্য নেই।
আমরা কম্পিউটার ইউজার রা তেমন পোস্ট ই করি না।
সকলেই চেষ্টা করবো পোস্ট করার জন্য।
সকলের কম্পিউটারেই তো ভালো একটা না একটা সফটওয়্যার আছে, তা দিয়েই একটা পোস্ট করুন।
সেই বিষয় টা হয়তো আমি জানি না।
তাই পোস্ট করুন প্লিজ।
এবার আসি এই পোস্টের মূল আলোচনায় ।
প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার পর আপনি একটা .zip ফাইল পাবেন, সেটা Extract করুন।
Extract করার পরেই সফটওয়্যার টি পাবেন।
যে ফাইল টি পেলাম, সেটা ইন্সটল দিন।
ইন্সটল শেষ হলে সফটওয়্যার টি ওপেন করেন।
কম্পিউটারে ডিভিডি প্রবেশ করান।
নিচের দেখানো ছবিতে ক্লিক করে ডিভিডি সিলেক্ট করুন।
নিচের দেখানো ছবিতে ক্লিক করে লোকেশন সিলেক্ট করুন।
মানে ডিভিডি এর ফাইল গুলো কম্পিউটারের কোন জায়গায় iso করে রাখতে চান, সেটা সিলেক্ট করুন।
তারপর নিচের ছবিতে দেখানো Create এ ক্লিক করুন।
দেখুন কাজ শুরু হয়ে গেছে।
কাজ শেষ হয়ে গেলে নোটিফিকেশন পেয়ে জাবেন।
এবার লোকেশনে যেয়ে দেখুন iso কমপ্লিট।
তাহলে আর কি?
এতটুকুই ।
ভুলত্রুটি মার্জনা করবেন।
পোস্ট টা সবার ভালো না ও লাগতে পারে।
- যদি ভালো না লাগে তাহলে কোনো বাজে কম্মেন্ট না করে পোস্ট টি এড়িয়ে যান।
- আর ভালো লাগলে কষ্ট করে পোস্ট টি তে লাইক দিয়ে আপনার মন্তব্য টা জানিয়ে দিবেন প্লিজ।
৬৫+ ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল
come here :- https://www.youtube.com/watch?v=dr4bgQbNVCo