কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কারণ ট্রিকবিডির (TrickBD) সাথে যারা থাকে তারা সকলেই ভালোর দলেই । যাই হোক, আমার আজকের টপিক্সটা হলো আসুসের একটি ল্যাপটপ সম্পর্কে । যেটি এখনো রিলিজ হয় নি। সম্পূর্ন টপিক্সটি বাংলায় লেখার চেষ্টা করেছি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই।
Asus ROG Strix Hero II GL504 Laptop Full Specification |
---|
ব্র্যান্ডের নাম | আসুস |
মডেল | জি. এল ৫০৪ |
অপারেটিং সিস্টেম | উইন্ডোজ ১০ |
সিস্টেমের ধরণ | ৬৪ বিট |
ডিসপ্লে
ডিসপ্লে রেজেুলেশন | ১৯২০ x ১০৮০ |
ডিসপ্লের ধরণ | আই পি এস এল. ই. ডি |
ডিসপ্লে টাচ স্কিন | সাপোর্ট নেই |
পারফোমেন্স
প্রসেসর | ইন্টেল কোর এই ৭- ৮৭৫০ এইচ |
জেনারেশন | ৮ |
ক্লক স্পিড | ২.২০ গিগা হার্জ |
গ্রাফিক্স
ব্র্যান্ডের নাম | এনভিআইডিএ |
মডেল | জি ফর্স জি.টি.এক্স ১০৬০ |
গ্রাফিক্স মেমরি | ৬ জিবি |
মেররি বা র্যাম
মেমরির ধারণক্ষমতা | ১৬ জিবি |
র্যামের ধরণ এবং স্পিড | ডিডিআর ৪ এবং ২৬৬৬ মেগাহার্জ |
র্যামের স্লট | ২ |
সর্বোচ্চ ধারণ ক্ষমতা | ৩২ জিবি |
স্টোরেজ
হার্ডডিক্স এর ধারণ ক্ষমতা | ১ টেরাবাইট (সাটা) |
হার্ডডিক্স স্পিড | ৫৪০০ আরপিএম |
নেটওয়ার্কিং
ওয়্যারলেস | ৮০২.১১ এসি |
ব্লটুথ | সাপোটেড( ভার্সন ৫.০) |
12 thoughts on "আসছে Asus ROG Strix Hero নতুন ল্যাপটপ"