Wondershare Filmora একটি জনপ্রিয় ভিডিও এডিটর। এটা দিয়ে আপনি খুব সহজেই যেকোনো ধরণের ভিডিও এডিট করতে পারবেন।আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, এবং আপনি যদি ভিডিও এডিটিং এ নতুন হয়ে থাকেন তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্যই।এটাতে আপনি তিনটি ভিন্ন মোডে ভিডিও এডিট করতে পারবেন। ১/Easy Mode ২/Action Tool Mode ৩/Full featured Mode. এটা Camtasia বা অন্নান্য ভিডিও এডিটর এর চেয়ে তুলনামুলকভাবে Lighweight । মানে এটি Low Configuration এর পিসিতেও ভালোভাবে রান করে।আমি নিজে ব্যাবহার করেও দেখেছি। এটা দিয়ে আপনি ভিডিওতে Lower Thirds,Animated Text,Audio,Elements যোগ করতে পারবেন। তাছাড়াও এটা দিয়ে ভিডিওতে ৩০০+ প্লাস Effect দিতে পারবেন যেমনটা আমরা Picture Editing এ করে থাকি।এটা দিয়ে আপ্খনি পিসি স্ক্রীন রেকর্ডও করতে পারবেন। এখন কথা হচ্ছে এটা ফ্রী সফটওয়্যার না। এটা আপনাকে কিনে ইউজ করতে হবে যদি আপনি লিগেল্লি ইউজ করতে চান। কিন্তু আমাদের এত টাকা নাই, আমরা Crack ব্যাবহার করব।তাও আবার Latest Version.
এই লিঙ্ক এ যান ।
নিচের দিকে Download লিখায় ক্লিক করুন।
পেজটা কিছুক্ষণ লোড হবে তারপর Download Dialogue Box আসবে ।
ডাউনলোড করার পর জিপ ফাইলটি আনজিপ করুন । কিভাবে করতে হয় তা আশা করি বলতে হবে না
তারপর filmora_64bit_full846.exe ফাইলটা ইন্সটল করুন। ইন্সটল করা সহজ তাই দেখালাম না।
তারপর crack Folder এ যান-
Filmora.exe ফাইলটা কপি করুন –
এবার যেই ডিরেক্টরিতে সফটওয়্যারটি ইন্সটল করেছিলেন সেই ফোল্ডার এ ফাইলটি পেস্ট করুন-
ব্যাস এখন আরামসে ভিডিও এডিট করুন।
আর ভিডিও এডিটিং শিখতে সোহাগ ভাইয়ের এই ভিডিওটা দেখতে পারেন-
ধন্যবাদ।
এটা আমার প্রথম পোস্ট-
আগামী পোস্টে আবার দেখা হবে ইনশাল্লাহ-
Keep it.
Bit: 32
Ram: 2GB
Amar SoleNa…..