আসসালামুআলাইকুম
T-800
সবাই ভালো আছেন আশা করি ।
আমাদের আজকের পোস্টের বিষয় হচ্ছে ইউটিউব সহ অন্যান্য ওয়েবসাইটের বিরক্তিকর অ্যাড রিমুভ করবেন কিভাবে ।
একটি কথা –
বাংলাদেশে ত এত অ্যাড দেখা যায় না , একবার ভিপিএন দিয়ে লোকেশানটা চেঞ্জ করে দেইখেন অ্যাড কি জিনিস ।
যাইহোক বাঙালি শান্তিপ্রিয় জাতি তাদের বিরক্তি সহ্য হয় না – তাই আমরা আজকে দেখব কিভাবে এই সামান্য অ্যাডগুলোও ব্লক করা যায়।
আমি পিসির জন্য দেখাচ্ছি । মোবাইলে হতেও পারে ।
মজিলা ফায়ারফক্স দিয়েই দেখাচ্ছি — অন্যান্য ব্রাউজার যেমন ক্রোমেও একই সিস্টেম । আর অপেরাতে বিল্ট-ইন ভাবেই অ্যাড ব্লকার দেওয়া থাকে ।
চলুন শুরু করি —
মজিলা ওপেন করুন –
ডানপাশের Open menu আইকন থেকে Add-ons এ ক্লিক করুন অথবা সরাসরি কিবোর্ড থেকে Ctrl+Shift+A চাপুন —
বামপাশের Get Add-ons থেকে Find More Add-ons এ ক্লিক করুন – –
নতুন একটা ট্যাব ওপেন হবে- ডানপাশের Find Add-ons সার্চবক্সে adblock plus লিখে সার্চ করুন – এটাই সবচেয়ে বেশি ব্যাবহৃত এবং কার্যকরী অ্যাডব্লকার – প্রথমটাতে ক্লিক করুন —
Adblock Plus এ ক্লিক করার পর Add to Firefox এ ক্লিক করুন–
তারপর Add , তারপর Ok, তারপর Ok
তারপর ওকে ।
Add হয়ে গেলে এরকম একটা ট্যাব ওপেন হবে ।
অ্যাড হয়ে গেলে উপরে Adblock Plus এর আইকন পাবেন । এটাতে ক্লিক করলে কতগুলো অ্যাড রিমুভ করে এই পেজ থেকে এবং টুটালি কতগুলো রিমুভ করেছে তা দেখাবে ।
গুগল ক্রোমেও একই সিস্টেম । শুধু Ad Block Plus নামের Extension টা অ্যাড করে দিবেন । তাহলেই হল – আমার ক্রোম থেকে দেখুন কতগুলো অ্যাড রিমুভ করা হয়েছে —
কোন কোন ওয়েবসাইট আছে যেগুলো অ্যাডব্লকার ধরে ফেলে এবং যতক্ষণ না আপনি অ্যাডব্লকার ডিজেবল করছেন ততক্ষন আপনাকে ওয়েবসাইট এক্সেস করতে দিবে না । এর সহজ সমাধান হচ্ছে যে ওয়েবসাইটে অ্যাডব্লকার ধরে ফেলে সেটাতে গিয়ে Adblock plus আইকনটাতে ক্লিক করুন তারপর Enable on this site ক্লিক করুন তাহলে Disable হয়ে যাবে ।তারপর পেজটা রিফ্রেশ করুন, ওকে । এবং পরবর্তীতে আপনি যখন আবার ঐ ওয়েবসাইট ব্রাউজ করবেন তখন আর ডিজেবল করতে হবে না অটোমেটিক হয়ে যাবে ।
আগে থেকে জানা থাকলে ধন্যবাদ ।
নতুন শিখলেও ধন্যবাদ ।
আজকে এ পর্যন্তই ।
আগামী পোস্টে আবার দেখা হবে ।
–আল্লাহ হাফেজ–
kono ads ai show korbe na apnar phone a
mail address :- [email protected]
সুন্দর পদ্ধতি।