আজ আমি আপনাদের শেখাবো কিভবে যেকনো Corrupted পেনড্রাইভ বা মেমোরি কার্ড কে ঠিক করতে পারবেন।
বর্তমানে MicroSD Card বা Pendrive ব্যাবহার করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। এবং এসব ব্যাবহার করতে গিয়ে সমস্যায় পড়েন নি এমন লোক ও খুজে পাওয়া দুষ্কর। অনেক সময় দেখা যায় যে মেমোরী কার্ড/পেনড্রাইভ সহজে Format হতে চায় না। আবার অনেক সময় মেমোরী/পেনড্রাইভ Write Protected হয়ে যায়। আবার অনেক সময় এমন ও দেখা যায় যে মেমোরি/পেনড্রাইভ ১৬ জিবির অথচ সেটি দেখাচ্ছে যে ২ জিবি ব্যাবহারযোগ্য এবং বাকিটা Unallocated হয়ে থাকে। মূলত পেনড্রাইভ/মেমরি Bootable করলে বা ভাইরাস আক্রমন করলে এই অবস্থা তৈরী হয়। এমতাবস্থায় আমরা সব সমস্যা সমাধান করতে Format দেয়ার চেষ্ট করি। কিন্তু যখন সেটিও বিফলে যায় তখন আমরা উক্ত মেমোরি/পেনড্রাইভ কে অকেজো হিসেবে ফেলে দেই। তো আজ আমি এতা শিখাবো যে কিভাবে এসব মেমোরি Format করতে হয় এবং Write Protected/Data Corrupt/Size Corrupt ঠিক করতে হয়। এটি করতে শুধু Windows Operating System ওয়ালা কম্পিউটার ছাড়া আর কোনো সফটওয়্যার এর প্রয়োজন হবে না।
যারা আমার গত পোস্ট টি থেকে পেনড্রাইভ বূটেবল করেছেন বা করা শিখছেন এবং মেমোরী / পেনড্রাইভ পুর্বের অবস্থায় ফিরিইয়ে আনতে চান বা ফিরিয়ে আনা শিখতে চান তারা এই পোস্টটির মাধ্যমে সাহায্য পেতে পারেন।
সুতুরাং এখন নিয়ম গুলো ফলো করুন এবং লেখা বুঝতে অসুবিধা হলে স্ক্রিনশট ফলো করুনঃ
সঠিক নিয়ম মানলে অবশ্যই আপনার কাজ হবে যেহেতু আমার হয়েছে। আর হ্যা। দয়া করে “৫” নম্বর নিয়ম টি মনোযোগ দিয়ে পড়বেন এবং সঠিক ডিস্ক টি সিলেক্ট করবেন। আশা করি এই ট্রিকটি আপনাদের কাজে লাগবে।
পোস্টে কোনোপ্রকার ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। ভূল গুলো ধরিয়ে দিলে খুবই খুশি হব।
ব্যুটেবল করেছিলাম। এখন কপাল চাপড়াচ্ছি।
Twinmos 32 GB. ??
আবার সব ফিরে আসে।
কি করে ঠিক করা যাবে?
কোন সোলুশান থাকলে বলেন…???
ektao kaj hoy nai….