আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে ভালোই আছেন।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ স্টোরের (উইন্ডোজ ১০ ওএস-এ) এক বা একাধিক অ্যাপ কোনক্রমেই ওপেন না হলে বা বারবার ওপেন হওয়ার পর ক্রাশড হয়ে গেলে কিভাবে এটা সলভ করবেন।

তো, চলুন শুরু করা যাক!

১. কীবোর্ডের Windows Key + Q চাপুন; অথবা, “সার্চবক্সে” যান।

২. টাইপ করুন ”powershell” এবং সার্চ রেজাল্ট থেকে “Windows PowerShell” –এ রাইট ক্লিক করে “Run as administrator” নির্বাচন করুন।

[জেনে রাখা ভালো, পাওয়ারশেল হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য ডিজাইন করা একটি কমান্ড লাইন বেইজড শেল।  উইন্ডোজ পাওয়ারশেলে একটি ইন্টারঅ্যাক্টিভ প্রম্পট এবং স্ক্রিপটিং ইনভাইরনমেন্ট রয়েছে; যেগুলো একত্রে কাজ করতে পারে এবং পৃথক পৃথক ভাবেও কাজ করে।  উইন্ডোজ পাওয়ারশেল অ্যাপটি মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক এবং এরই আওতাভূক্ত কমন ল্যাঙ্গুয়েজ রানটাইমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

উইন্ডোজের সিএমডি বা কমান্ড প্রম্পটের অনেক কমান্ডই পাওয়ারশেলে রান হয়। ]

৩. প্রোগ্রামটি পুরোপুরি চালু হতে ৫-৬ সেকেন্ড সময় লাগতে পারে।  (Windows PowerShell. Copyright (C) Microsoft Corporation. All rights reserved. PS C:\WINDOWS\system32> লেখা আসতে আসতে!) ততক্ষণ কষ্ট করে একটু অপেক্ষা করুন। (!)

৪. পাওয়ারশেল-এর উইন্ডো ওপেন হলে নিচের কমান্ডটি কপি করে পেস্ট করে দিন এবং কীবোর্ডে “Enter” চাপুন।

Get-AppXPackage | Foreach {Add-AppxPackage -DisableDevelopmentMode -Register “$($_.InstallLocation)\AppXManifest.xml”}

৫. কমান্ডটি রান হওয়ার জন্য কিছু সময় লাগতে পারে।  ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট করে ধৈর্যধারণ করুন! কমান্ডটি পরিপূর্ণভাবে এক্সিকিউটেড হওয়ার পর পাওয়ারশেল উইন্ডো-টি ক্লোজ করে দিন।

৬. এবার আপনার পিসি রিস্টার্ট দিন এবং উইন্ডোজ স্টোর অ্যাপ-টি ওপেন করে দেখুন- ইনশাআল্লাহ্‌ আর ক্রাশড হবে না!

ফেসবুকে আমিঃ http://www.facebook.com/aalfaruque1

আমার ওয়েবসাইটঃ http://onusahitya.blogspot.com/

মহান আল্লাহ্‌ পাক সবাইকে ভালো রাখুন।।

মা’আসসালাম।

 

Leave a Reply