আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এমনিতেও ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে। আজকের পোস্ট এ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার সার্ভার এ custom ডোমেইন অ্যাড করবেন। আমরা যখন সার্ভার রান করি তখন সার্ভার এ অ্যাক্সেস করতে ব্রাউজার এ গিয়ে localhost টাইপ করতে হয়। কিন্তু সেটা মোটেও ভালো লাগে না। তো এবার আমরা localhost এর পাশাপাশি custom ডোমেইন অ্যাড করব। মানে আপনার সার্ভার localhost লিখে অ্যাক্সেস করা যাবে আর আপনার কাস্টম ডোমেইন দিয়েও অ্যাক্সেস করা যাবে।

Example: trickbd.com

আর এই ডোমেইন অ্যাড করতে কোনো টাকা পয়সা লাগবে না। কারণ এটা আপনার সার্ভার আপনি ইচ্ছামত ডোমেইন অ্যাড করতে পারেন। তো অনেক কথা বললাম চলুন পোস্ট শুরু করি।

প্রথমে আপনার xampp control panel থেকে apache সার্ভার টি স্টপ করে নিন।

তারপর C:\Windows\System32\drivers\etc এই লোকেশন এ গেলে hosts নামে একটা iCalender File দেখতে পাবেন।

সেই ফাইলটা এডিটর এ ওপেন করুন। আমি notepad++ ইউজ করছি।

তারপর ফাইলটির একেবারে নিচে কোডটি পেস্ট করুন।

127.0.0.1 localhost
127.0.0.1 www.mysite.com

উল্লেখ্য এখানে mysite.com এর যায়গায় আপনি আপনার সার্ভার এ যে ডোমেইন ব্যাবহার করতে চান সেটা লিখুন।

তারপর ফাইলটি সেভ করুন। অবশ্যই administrator মোড এ সেভ করবেন।

তারপর যারা xampp ইউজ করে তারা install location\xampp\apache\conf এ গিয়ে httpd.conf ফাইলটি এডিট করুন।

আর xampp lite ইউজাররা install location\xampplite\apache\conf এ গিয়ে httpd.conf ফাইলটি এডিট করুন।

ফাইলটির একেবারে নিচে এই কোডটি পেস্ট করুন।
NameVirtualHost 127.0.0.1

DocumentRoot “C:/xampp/htdocs”
ServerName localhost

ServerName www.mysite.com
ServerAlias mysite.com
DocumentRoot “C:/xampp/htdocs/mysite”

এখানে আপনার সার্ভার এর htdocs ফাইল এর লোকেশান দিন। আর mysite.com কেটে আপনার ডোমেইন এর নাম লিখুন। তারপর ফাইলটি সেভ করুন।




তারপর xampp এর control panel এ গিয়ে apache রান করুন।

তারপর ব্রাউজার এ গিয়ে আপনার ডোমেইন লিখে সার্চ দিন। (অবশ্যই নেট কানেকশন অফ করে নিবেন।)

দেখুন আমার ওয়েবসাইট রান হচ্ছে আমার অ্যাড করা ডোমেইন এ।

তো কোনো script install করার সময় যদি database host অপশন আশে তাহলে সেখানে আপনার ডোমেইন এর নাম ইউজ করবেন। ডিফল্টভাবে সেখানে localhost লেখা থাকবে।

এখন দেখুন cfmhackers.com লেখার পর আমার ওয়েবসাইট রান হচ্ছে।

আবার localhost লেখার পরও আমার ওয়েবসাইট রান হচ্ছে। এভাবে আপনি আনলিমিটেড ডোমেইন এবং হোস্টিং নিতে পারবেন।

কোড গুলো কাজ না করলে এখানে ক্লিক করে কোড গুলো ডাউনলোড করে নিন।

আশা করি আপনাদের পোস্টটি ভালো লেগেছে। দেখা হবে আবার পরবর্তি পোস্ট এ। ততোক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির পাশে থাকুন।

খোদা হাফেজ

10 thoughts on "আপনার ওয়েব সার্ভার এ কাস্টম ডোমেইন অ্যাড করুন xampp দিয়ে। (only for pc users)"

  1. Sakil Ahmed Author says:
    Osadharon…keep it up
    1. SA.RIDOM Author Post Creator says:
      Thanks
  2. Mir Mohit Champ Author says:
    Valo laglo…❤
  3. bappi banik Author says:
    আমি সেরকম কিছুই বুজলাম না ভাই।
  4. Sakil Ahmed Author says:
    ei article er script ta localhost e kivabe install korbo seta niye ekta article likhle upokrito hotam..
  5. Redoy420 Contributor says:
    Repto থেকে আমি একটি ভিডিও কোর্স শিখতে চাই।
    এটি Affiliate Marketing এর ৩২ ঘন্টার ভিডিও৷তাই আমার ক্রেডিট বা কয়েন দরকার।একটা ID খুলে phone number verify করে আমাকে সাহায্য করুন Please. http://Www.bit.ly/redoy45
    Please ভাইসব মাএ ২ মিনিট লাগবে,,,আপনাদেরও উপকার আসবে
  6. zahiddj Contributor says:
    Amr post gula ki review hobe na??? Sorry for spam but baddho hoay spam korchi coz aj prai 1month 15 moto hoa galo trainer req daoa but mail,post comment,group post kono ta korao admin review korcha na…
    N.B: trickbd k khub valobashi but aytar por maybe amk ban kora hobe….
    1. SA.RIDOM Author Post Creator says:
      Thanks

Leave a Reply