আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের টিউটোরিয়াল।

দিন দিন আপডেট হচ্ছে প্রযুক্তি। আপডেটেড প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হয় আমাদের। কিন্তু পুরোনো জিনিসেই যে আমরা অভ্যস্ত হয়ে যাই। এই পোস্ট এ আপনার আগমনে আমি ধরে নিচ্ছি যে আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী। হোক সেটা ডেস্কটপ কিংবা ল্যাপটপ। যুগের সাথে তাল মিলিয়ে আপনার কম্পিটারটাকেও হয়তো আপডেট ভার্সনে অপারেট করছেন অথবা পুরোনো সংস্করনেই রেখে দিয়েছেন। যাই হোক, যারা আপডেট করেছি তারা হয়তো আগের পরিবেশেই অভ্যস্থ হয়ে গেছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে windows এর এক ভার্সনে থেকে অন্য ভার্সনের start screen, taskbar ব্যবহার করুবেন।

তার জন্য প্রথমে StartIsBack patched অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।

Visit the download page.

এটি খুবই সিম্পল একটি অ্যাপ। এই অ্যাপ দিয়ে উইন্ডোজ এর যেকোনো ভার্সনের স্টার্ট এবং টাস্কবার ব্যবহার করতে পারবেন। তাছাড়া স্টার্ট এবং টাস্কবার অপাসিটি কন্ট্রোল, কাস্টম কালারিং সহ অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন।

ডাউনলোড করে অ্যাপটি ইনস্টল করার পর সাদামাটা ইন্টারফেস দেখতে পাবেন।

এখানে start icon, start screen, taskbar setting otions পেয়ে যাবেন। এখান থেকে স্টারট মেনু অপাসিটি এবং টাস্কবার অপাসিটিও নির্ধারন করে দিতে পারবেন। এছাড়া আরও অনেক কাস্টমাইজিং টুল পাবেন এই অ্যাপটিতে।

আশাকরি অ্যাপটি আপনাদের কাছে ভালো লাগবে।

আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের উপর।খোদা হাফেয।

5 thoughts on "StartIsBack- windows এ ব্যবহার করুন অন্যান্য ভার্সনের Start Screen"

  1. MaSuMBD420 Contributor says:
    download link koi???
    1. Sakil Ahmed Author Post Creator says:
      Please recheck the article.
  2. JonyKar2 Contributor says:
    Ami kiso doge coin kinte chai. Kew sell korle msg me. https://www.facebook.com/profile.php?id=100027342769956
  3. Cyber Prince Author says:
    নতুন দের কাজে আসবে

Leave a Reply