Hello friends,
অনেক দিন পরে আবার আমি পোস্ট লিখতে বসলাম কারণ আমি আশা করি অনেকেই আমার মতো windows 10 V_1803 computer এ setup দেয়ার পর সমস্যায় পরেছেন/ পরেছিলেন। অনেকেই online থেকে video দেখে আমার মতো সমাধান করার চেষ্টা করেছেন।অনেকে সমাধান করতে পেরেছেন অথবা পারেননি । যারা online এ খুজেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সমস্যার সমাধান খুজে পাওয়া কতটা কঠিন। তাই সবার সুবিধার্থে আমি এই পোস্ট করছি। কারণ এই মাধ্যমে আমার computer এর সমস্যা সমাধান হয়েছে।
চলুন শুরু করা যাক।
প্রথমে আপনার computer এর control panel এ যান। তারপর সবুজ রং এ লেখা system and security তে click করুন।
তারপর power options এ click করুন।
তারপর choose what the power button do এ click করুন।
তারপর change settings that are currently unavailable এ click করুন।
তারপর turn on fast startup এর টিক mark তুলে দিন। এবং sleep এর টিক mark তুলে দিন।
তারপর back দিন। তারপর change plan settings এ click করুন।
তারপর change advance power settings এ click করুন।
তারপর PCI express তারপর link state power management এ ক্লিক করুন।
তারপর on battery and pluggd in কে off করে দিন।
তারপর apply এ ক্লিক করুন।
তারপর নিচ থেকে “Add AHCI link power management” “Remove AHCI link power management” download করে নিন।
Add AHCI link power management file link
Remove AHCI link power management link
তারপর Add AHCI link power management file টা run করান। Yes এ ক্লিক করুন। আবার আপনার computer এর control panel এ যান। তারপর সবুজ রং এ লেখা system and security তে click করুন।তারপর power options এ click করুন।তারপর change plan settings এ click করুন।তারপর change advance power settings এ click করুন। তারপর hard disk এর (+) এ ক্লিক করুন।
তারপর AHCI link power management এর (+) এ ক্লিক করুন। তারপর on battery and plugged in কে active করে দিন।
তারপর apply এ ক্লিক করুন।
ব্যাস আপনার computer আশাকরি আর সমস্যা করবে না। (কারণ আমার computer আর সমস্যা করতেছে না।)
এখন আপনাদের জন্য একটা bonus রয়েছে আমার পোস্ট টা কষ্ট করে পড়ার জন্য। সেটা হয়ত অনেকেই খুজেছেন অনেকেই খুঁজে পেয়েছেন অনেকেই পাননি। নিচের লিঙ্ক থেকে .bat file টি download করে নিন। computer চালানর সময় সবার computer এ কিছু অপ্রয়োজনীয় file তৈরি হয় যা কষ্ট করে আর delete করতে হবে না। computer চালানর যেকোনো সময় .bat file টা run করালেই temp file,%tem%,prefetch সব একসাথে delete হয়ে যাবে।
আর যেকোনো ধরনের website বানানো শেখার জন্য visit করুন আমার friend এর YOUTUBE channel“WIKIBN”
. Video ভালো লাগলে channel subscribe + একটা like দিয়েন।
আর আমার আজকের পোস্ট আপনাদের সামান্য পরিমানে উপকারে আসলে তবেই পোস্ট এ like দিবেন নাহলে দয়াকরে like দিবেন না কারণ আপনাদের দেয়া like ই প্রমান দিবে যে এই পোস্টের মাধ্যমে কেউ উপকৃত হয়েছে যা অন্যদেরকে উৎসাহ জাগাবে try করার জন্য।
আপনি লিখলেন পিসি ফ্রিজ হয়ে গেলে কিভাবে ঠিক করতে হয়। আর আমি এখন পোস্টে লিখছি কিভাবে ভাইরাস দিয়ে পিসি ফ্রিজ করে ফেলা যায়।। পোস্ট লিখতে লিখতেই এটা দেখলাম।।
আপনি হইলেন নায়ক, আর আমি ভিলেন??