Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » কম্পিউটারে সফটওয়্যার ছাড়া ফ্রি ভিপিএন ব্যবহার করার নিয়ম । [ Free VPN without software ]

কম্পিউটারে সফটওয়্যার ছাড়া ফ্রি ভিপিএন ব্যবহার করার নিয়ম । [ Free VPN without software ]

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন আমার ব্লগে আপনাদের সবাইকে আবারো স্বাগতম । আমাদের আজকের বিষয় হলো কম্পিউটারে ফ্রি ভিপিএন ব্যবহার করার নিয়ম । আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা বেশির ভাগই জানি ভিপিএন কি ? কি কারণে ব্যবহার করতে হয় আর যদি না জানেন বিস্তারিত এই পোস্ট টি থেকে পড়ে নিন ।

ভিপিএন কি? কেন ভিপিএন ব্যবহার করবেন ?

আমরা জানি কম্পিউটারের ভালো ভিপিএন পেতে হলে অবশ্যই কিনে ব্যবহার করতে হয় এর মধ্যে কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা আমাদের ফ্রি তে ব্যবহার করতে দেয় । আর এই Free VPN ব্যবহার করতে হলে ফ্রি ভিপিএন এর সার্ভার লাগবে তা দিবে একটি সাইট যার নাম https://www.vpngate.net/en/ আমরা এখানে থেকে একটি সার্ভার নিব তা আবার আমাদের কম্পিউটারে ব্যবহার করব । আমাদের কম্পিউটারের আগে থেকে কোন সফটওয়্যার ছাড়া ভিপিএন ব্যবহার করার জন্য অপশন আছে যেটার মাধ্যমে আমরা ঐ ফ্রি ভিপিএন সার্ভারে যুক্ত হবো ।

তো চলুন শুরু করিঃ

আমার কম্পিউটারের অপারেটিং সিস্টেম টি হলো উইন্ডোজ ১০ আর আপনার যদি উইন্ডোজ ৭ হয় তাহলে আমি পোস্টের শেষ একটা ভিডিও দিব ঐ ভিডিও টি দেখে আপনি সেটআপ করে নিবেন । তো আমার উইন্ডোজ ১০ হওয়ায় আমি দেখাব কিভাবে উইন্ডোজ ১০ ফ্রি ভিপিএন ব্যবহার করবেন কোন সফটওয়্যার ছাড়া ।

১। প্রথমে Setting প্রবেশ করুন তারপর Network And Internet এ যান ।

কম্পিউটারে ফ্রি ভিপিএন

২। তার VPN এ ক্লিক করুন এবং দেখুন লেখা আছে Add a VPN connection এইখানে ক্লিক করুন ।

কম্পিউটারে ফ্রি ভিপিএন

৩। এখন আমাদের এখানে সব তথ্য দিতে হবে আর এই সব কোথায় পাবো ? এসবের জন্য যেতে উপরে দেওয়া সাইটে ।

কম্পিউটারে ফ্রি ভিপিএন

https://vpngate.net প্রবেশ করার করার পর আপনি অনেক গুলো সার্ভার দেখতে পারবেন যত নিচে নামবেন তত দেখতে পারবেন । আপনার যে সার্ভার টির সাথে কানেক্ট করা দরকার সেটি খুঁজে নিতে হবে , আমার United States এর সার্ভারে কানেক্ট হওয়ার দরকার আপনার যেটি দরকার আপনি সেটির মার্ক করার অংশ টি ভালো ভাবে কপি করে নিবেন ।

ফ্রি ভিপিএন

ঐ অ্যাড্রেস টি কপি করার পর আবার VPN এর সেট আপ যেতে হবে । এবং নিচের মত করে সব দিতে হবে ।

VPN Provider: এইখানে থেকে Windows (built-in) সিলেক্ট করে দিবেন ।

Connection Name: এইখানে আপনি যেকোন নাম দিতে পারনে কিন্তু ভালো হয় যেই সার্ভার সেটির নাম দিলে এতে আপনার চিনতে সুবিধা হবে । আমি যেই সার্ভার টি নিয়েছি সেটির নাম দিছি ।

Username: এইখানে vpn দিতে হবে আর বাকি স্ক্রিনশটে যেমন আছে তেমন ই রাখবেন এর পর Save দিবেন ।

সফটওয়্যার ছাড়া ভিপিএন

৪। উপরের কাজ গুলো সঠিক ভাবে করলে ভিপিএন ঠিক ভাবে অ্যাড হয়ে যাবে এখন তা কানেক্ট করার জন্য Task Bar থেকে কানেক্ট করে নিবেন ।

কম্পিউটারে ফ্রি ভিপিএন

৫ । Username & Password চাইবে তো আমরা শুধু ইউজারনেম দিয়েছিলাম vpn সেটি দিয়ে OK দিন । কম্পিউটারে ফ্রি ভিপিএন

আমার লোকেশন সত্যি পরিবর্তন হয়েছে কি না আমি United States এ কানেক্ট হয়েছি কিনা শিওর হতে আমি whatismyipaddress.com গিয়ে চেক করলাম ।

ভিপিএন লোকেশন

উইন্ডোজ ৭ যে ভাবে ভিপিএন সেটাপ করবেন তার ভিডিওঃ

আশা করি পোস্ট ভালো লাগছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই ফেসবুকে শেয়ার দিবেন এবং কোন সমস্যা হলে নিচে ফেসবুক দ্বারা কমেন্ট করার অপশন আছে কমেন্ট করবেন । আপনার মতামত আমাকে লিখতে আরো উৎসাহিত করবে । ধন্যবাদ

পোস্ট টি সর্বপ্রথম আমাদের সাইট  https://nanoblog.net  যদি ভালো লাগে সাইট টি ঘুরে আসার অনুরোধ রইল ।

5 years ago (Jun 11, 2019)

About Author (61)

Mehedi Islam Ripon
author

Trickbd Official Telegram

10 responses to “কম্পিউটারে সফটওয়্যার ছাড়া ফ্রি ভিপিএন ব্যবহার করার নিয়ম । [ Free VPN without software ]”

  1. SiamAlSogir Contributor says:

    vai eta ki shudu Windows 10 a?

    • MD Biplop Hossain Author Post Creator says:

      ভাই উইন্ডোজ ৭ হবে আমার উইন্ডোজ ১০ তাই এটা দেখিয়েছে আর উইন্ডোজ ৭ দের জন্য ইউটিউব থেকে একটা ভিডিও দিছি ওটা দেখেন

  2. Nisho Contributor says:

    Thanks vaiya.

  3. Azizul Haque Shuvo Contributor says:

    speed ki valo pabo?

  4. rex boy Contributor says:

    free net…use vpn thakle den bro.

Leave a Reply

Switch To Desktop Version