আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি উইন্ডোজের সবথেকে জনপ্রিয় Photoshop এর Alternative একটি Software নিয়ে তো চলুন বিস্তারিত জেনে নেই।
আপনাদের যদি জিজ্ঞাসা করি যে পিসিতে ছবি এডিটিং এর জন্য কি সফটওয়্যার দিয়ে কাজ করতে পছন্দ করেন কিংবা কোন সফটওয়্যার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর হবে Photoshop কারন আসলেই এর মত সফটওয়্যার এর দেখা মিলা দায়।
আর সবথেকে মজার বিষয় জানলে অবাক হবেন যে শুধুমাত্র Adobe এর Product গুলো চালানোর জন্যই অনেকে Windows ব্যবহার করে থাকে।
আপনি হয়তো জেনে থাকবেন Linux অথবা MacOS এর কথা তাই বলছিলাম আর কি?
তো আমি যে সফটওয়্যার টির রিভিউ উপস্থাপন করতে যাচ্ছি তার নাম GIMP.
GIMP Review:
GIMP একটি Open Source সফটওয়্যার তাই ব্যবহার করে দেখতে পারেন কারন ফটোশপের মত এখানেও ভালো মানের টুলস আপনি পাবেন।
GIMP প্রথম প্রকাশ পায় ১৫ই ফেব্রুয়ারি ১৯৯৬ইং সালে মানে আজ থেকে ঠিক ২৩ বছর আগে।
GIMP সফটওয়্যার Develop করেছে The GIMP Development Team.
যে সকল প্লাটফর্ম থেকে GIMP চালানো যাবে তা হলো Linux, macOS, Microsoft Windows, BSD, Solaris
সহজ কথায় বলতে গেলে আপনি যদি ফটোগ্রাফার, illustrator, Scientists কিংবা প্রোগ্রামার হয়ে থাকেন তবে এই GIMP আপনার কাজে আসতে পারে।
আপনি চাইলে সফটওয়্যার টি ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন সাথে ওয়েব Element তো থাকবেই।
GIMP ব্যবহার করে আপনি আপনার ছবিকে করে নিতে পারবেন সব থেকে ভালো কোয়ালিটিতে রুপান্তর।
GIMP এর সাহায্যে আপনি আপনার Editing এ এনে দিতে পারবেন অনেকটা ইউনিক রুপে।
GIMP কেন ব্যবহার করবেনঃ
? প্রথমত এই সফটওয়্যার টি ফ্রি তাই কোন লাইসেন্স কিংবা পাইরেট কপির প্রয়োজন নাই।
? ফটোশপের থেকে কম জায়গায় ইন্সটল করা যায়।
? ফটোশপের তুলনায় প্রসেসিং এবং Ram কম খরচ করে।
? খুব সহজ ইন্টারফেস ।
? কার্যকরী ফটোশপের মত অনেক টুলস।
? Linux এবং MacOS এবং Windows এ ব্যবহার যোগ্য
? আর ডাউনলোড এর জন্য সাইজেও ছোট মাত্র 200MB
কি ভাবছেন ডাউনলোড করবেন নাকি?
GIMP Download Link:
এখনো যারা জিদ ধরে বসে আছেন যে ফটোশপ ভালো তারা চাইলে নিচের লিংক থেকে Phostoshop ডাউনলোড করে দেখতে পারেন।
Photoshop CS6 Highly Compressed 70 MB Download With Full Version License Key
তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
চাইলে আমার ছোট্ট ব্লগ সাইট থেকে ঘুরে আসতে পারেন DarkMagician
সৌজন্যেঃ Cyber Prince
http/1.1 403 forbidden
Bro mobile diya photo edit korar kun app ta best???