windows-problem-deshmusic.com

Windows Problem Solution

কম্পিউটারের সাধারণ কিছু কাজ অনেক সময় বেশ
উপকারে আসে। এমন কিছু সাধারণ কৌশল দেওয়া
হলো, যা প্রয়োগ করলে কম্পিউটারের খুঁটিনাটি
সমস্যা দূর করা যায়।

কম্পিউটার চালু না হলে
কখনো কম্পিউটার চালু না হলে উইন্ডোজ অপারেটিং
সিস্টেমের সেফ মুড থেকে চালু (বুট) করা যায়। এ জন্য
কম্পিউটার চালু করার বোতাম চেপে F8 চাপুন। তালিকা
থেকে Last Known Good Configuration নির্বাচন
করে আগে ভালো থাকা উইন্ডোজকে ফিরিয়ে আনা
যাবে।

কম্পিউটারে বুট সমস্যা হলে Windows Startup
Repair চেপে তা ঠিক করা যায়। এটি স্টার্ট-আপ (চালু
হওয়া) সমস্যা দূর করে কম্পিউটারকে আবার চালু
করবে।

সিস্টেম রিস্টোর পয়েন্ট

কম্পিউটার চালাতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা
দিতে পারে, ভালো থাকা অবস্থায় সিস্টেম রিস্টোর
পয়েন্ট তৈরি করে রাখলে প্রয়োজনে তা কাজে
লাগানো যাবে। এ জন্য Start Menu থেকে
Accessories-এ যান। System Tools থেকে System
Restore-এ ক্লিক করে খুলুন। আবার উইন্ডোজ সাত
বা আটের স্টার্ট মেনুতে rstrui.exe লিখে এন্টার করতে
পারেন। সিস্টেম রিস্টোর খুলে গেলে Next চেপে
কিছুক্ষণ অপেক্ষা করুন। পরের ধাপে Finish চাপলে
নতুন সিস্টেম পয়েন্ট তৈরি হবে। ভবিষ্যতে উইন্ডোজের
যেকোনো সমস্যায় তৈরি থাকা সিস্টেম রিস্টোর
পয়েন্ট থেকে উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবে।
সিস্টেম ফাইল চেকার
কম্পিউটারের সিস্টেমে কোনো সমস্যা তৈরি হলে
সিস্টেম ফাইল চেকার ব্যবহার করে সমস্যার সমাধান
করা যায়। সাধারণত কম্পিউটারের কোনো ফাইল
প্রতিস্থাপিত (রিপ্লেস) হলে বা ক্ষতিগ্রস্ত কিংবা
নষ্ট হলে ভালো ফাইল দিয়ে সিস্টেম ফাইল চেকার সেটি
দূর করে।

এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে cmd লিখুন। Command
Prompt এলে তাতে ডান ক্লিক করে Run as

administrator চেপে খুলুন। এবার কমান্ড প্রম্পটে
sfc/scannow লিখে এন্টার করুন। কিছুক্ষণ সময় নিয়ে
রিপোর্টের মাধ্যমে কম্পিউটারে কোনো সমস্যা বা
ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট ফাইল থাকলে ঠিক করে তা
জানিয়ে দেবে।

অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছুন
কম্পিউটারের কন্ট্রোল প্যানেল চালু করে ইনস্টল
থাকা প্রোগ্রামগুলো চেক করে নিন। যদি
অনাকাঙ্ক্ষিত বা অব্যবহৃত সফটওয়্যার থাকে তাহলে
সেটি মুছে ফেলাই উত্তম।

5 thoughts on "উইন্ডোজের কিছু টুকটাক সমাধান"

  1. Mahedi Hasan Khoka Contributor says:
    Color code use korte: <font style=”color:red”> here yout text </font>
  2. Uzzal Mahamud Pro Author says:
    সেই পোস্ট

Leave a Reply