আজ অনেক দিন পরে পোস্ট লিখলাম।

আসলে নেটওয়ার্ক এর বাইরে ছিলাম বলা চলে।

যাইহোক, আপনারা জানেন যে আমি অযথা লেখালেখি কম করি। তাই সরাসরি পোস্টের বিষয়ে যাচ্ছি।


পোস্টের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কি নিয়ে এই পোস্ট টা লেখা আমার।

তবুও বলে দিচ্ছি।

আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক, পোর্টেবল হার্ড ডিস্ক, পেন্ড্রাইভ অথবা এসডি কার্ড থেকে ডিলিট হওয়া ফাইল, যেমন ছবি, ভিডিও, অডিও, মাইক্রোসফট ফাইল, Zip/RAR ফাইল। এ সমস্ত ফাইল যদি আপনি ভুল করে ডিলিট করে ফেলেন। বা আপনার মনের অজান্তেই যদি ফরমেট হয়ে যায়। তাহলে তা ফেরত আনতে পারবেন খুব সহজে।

সফটওয়ার টা হয়তো অনেকেই চিনে থাকবেন।

নাম Disk Drill.

এ পর্যন্ত আমার দেখা সেরা রিকভারি সফটওয়্যার। তবে এটার ফ্রি ভার্শন টা ৫০০ মেগাবাইট মত ফাইল রিকভারি করতে দেয়। তবে আমি আপনাদের ক্র্যাক ফাইল দিচ্ছি। তাহলে ফাইল টি ফ্রি তে ব্যাবহার করতে পারবেন । এবং আনলিমিটেড ফাইল রিকভার করতে পারবেন।

নিচে থেকে ডাউনলোড করে নিন।


(সরাসরি আপলোড করেছি। এক ক্লিকে ডাউনলোড হবে)

Disk Drill Pro 2.0.0.330 (With_Crack).zip

Unzip Password:- etcSearch


ফাইল টা Unzip করার পরে নিচের ছবিতে দেখানো মত একটা ফাইল পাবেন।

ওটা ইন্সটল দিন।

 

ইন্সটল দিতে সমস্যা হলে নিচের ছবি গুলো লক্ষ করুন।

 

l

l

l

l

সফটওয়ার টি ইন্সটল হয়ে গেছে। নিচের ছবির মত আপনাকে অ্যাক্টিভ করে নিতে বলবেন। করবেন না। সব উইন্ডো কেটে দিবেন।

নিচের ছবিতে দেখানো ফাইল টি ওপেন করুন।

(unzip করেছেন, তার ভিতরেই আছে দেখুন।)

নিচের ছবিতে দেখানো অংশ টুকু কপি করুন।

তারপর MY Computer ওপেন করুন।

এবং নিচের ছবিতে দেখানো জায়গায় কপি করা টেক্সট টুকু পেস্ট করে Enter চাপুন।

দেখুন আপনাকে একটা ফোল্ডারে নিয়ে যাওয়া হয়েছে।

যে zip ফাইল টি Extract/Unzip করলেন। তার ভিতরে দেখুন একটা Crack ফোল্ডার আছে। সেই ফোল্ডারের ভিতরে DD নামের একটা ফাইল আছে। সেটা মাউস দিয়ে কপি করুন। এবং এটা [C:\Program Files\CleverFiles\Disk Drill] কপি পেস্ট করার পরে যে ফোল্ডারে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে , সেই ফোল্ডারে কপি করা DD ফাইল টি মাউস দিয়ে Paste করে দিন। এবং Overwrite সিলেক্ট করুন।

বাস। হয়ে গেলো ক্র্যাক করা। এখন আর কোনো সমস্যা নেই। ৫০০ এমবির ঝামেল নেই। যত খুশি ফাইল রিকভার করতে পারবেন অনায়াসেই।

এবার চলুন দেখাই কিভাবে ফাইল রিকভার করবেন।

 

আপনি যে ড্রাইভ টার ডিলিট/ফর্মেট হওয়া ফাইল রিকভার করতে চাচ্ছেন। সেই ড্রাইভের ডান দিকে দেখুন লেখা আছে Continue .

অখানে ক্লিক করবেন।

তাহলে Recent ডিলিট/ফর্মেট হওয়া ফাইল গুলো রিকভার হবে।

আর আপনি যদি অনেক আগে কার ফাইল ফিরে পেতে চান। তাহলে Deep Scan সিলেক্ট করতে পারেন।

 

স্ক্যান শেষ হলে নিচের ছবির মত দেখতে পারবেন।

 

এখান থেকে আপনি যে ফাইল টি খুশি রিকভার করতে পারেন।

একটি ফোল্ডারের ভিতরে আরো ফোল্ডার পাবেন। ফাইল অনুযায়ী ফোল্ডার ভিন্ন।

দেখুন নিচের ছবিতে।

আপনি চাইলে সফ ফাইল একবারে মার্ক করে রিকভাব করে নিতে পারেন।

(তবে ডিলিট হওয়ার আগে ফাইল যে নামে সেভ ছিলো। এখানে সেই নাম পাবেন না। সব ফাইলের নাম থাকবে নিচের মত)

 

আপনি যে ফাইল টি রিকভার করতে চান, সেটা মার্ক করে, মার্ক করা যে কোনো একটি ফাইলের উপর মাউস রেখে মাউসের ডান দিকে ক্লিক করলেই রিকভার অপশন পাবেন।

দেখুন নিচের ছবিতে।

রিকভার হয়ে গেলে আপনি নটিফিকেশন পাবেন।

দেখুন নিচের ছবিটি।

তারপর নিচের নটিফিকেশনে ক্লিক করলেই যেখানে ফাইল রিকভার হয়েছে সেই ফোল্ডার টি ওপেন হয়ে যাবে।



যাইহক, অনেক হলো।

মনে হয় এটা আপনাদের উপকারে আসবে।


বুঝতে কোনো সমস্যা হলে নিচের ভিডিও টি দেখে নিবেন।


আপনারা যে সকল ট্রিকবিডি ইউজার কম্পিউটার ব্যবহার করেন। আমি জানি যে আপনারা সকলেই কোনো না কোনো কিছু জানেন। যে টা হয়তো অনেক কম লোকে জানে। তাই অনুরোধ করছি ট্রিকবিডি তে পোস্ট টা করেই দিন ভাই একটু কষ্ট করে। আমাদের ট্রিকবিডি আর আগের মত নেই। এখন PC পোস্ট দেখাই যাই না। আমার অনেক দিন ট্রিকবিডি তে না আসার পিছনে এটাও একটা কারন।
ট্রিকবিডি এখন বড়ই এক ঘেয়ে হয়ে গেছে। শুধু Android পোস্ট। তাই PC ইউজার দের বলছি। আবার শুরু হোক। চলুক আগের মত করে এই ট্রিকবিডি। যেমনি চলতো ২০১৩/১৪/১৫ সালের দিকে।

ধন্যবাদ সবাইকে, পোস্ট টিতে মনযোগী হওয়ার জন্য।

 

প্রয়োজনীয় ১০০+ ভিডিও নিয়ে

আমার একটি ইউটিউব চ্যানেল আছে।

দাওয়াত খাইতে এখানে ক্লিক করুন।

ফেসবুকে আমি আছি কিন্তু। প্রয়োজন হলে জানাবেন

24 thoughts on "[For_PC]-সারা জিবনের ডিলিট হওয়া ডাটা রেকভার করুন। ক্র্যাক নিন ফ্রি তে।"

  1. Ruman Hasan Author says:
    Android ar jonno laglo bro, thakle post pls
    1. Tuhin Author Post Creator says:
      Disk Digger app
  2. samiul islam Contributor says:
    Joss post…one more tech
    1. Tuhin Author Post Creator says:
      Thanks
  3. A M Mizanur Rahman Contributor says:
    কালকেই গুগলে এরকম একটা সফটওয়্যার খুজছিলাম। আর আজকে আপনি পোষ্ট করলেন। ভালো লাগলো।
    1. Tuhin Author Post Creator says:
      ভালো লাগলে পোস্ট টি তে লাইক দিয়ে সহযোগিতা করুন
  4. sonnasi Subscriber says:
    phn memory theke delete hoa file kivabe korbo
    1. Tuhin Author Post Creator says:
      phn memory recover hobe kina ta ami dekhinai. apni try korte paren.
  5. sonnasi Subscriber says:
    phn memory theke delete hoa file kivabe korbo
    1. Tuhin Author Post Creator says:
      phn memory recover hobe kina ta ami dekhinai. apni try kore dekhte paren
  6. MRs Contributor says:
    Laptop e windows diyechi,,windows debar ager deleted file gulo ki pabo?
    1. Tuhin Author Post Creator says:
      yes
  7. Nisho Contributor says:
    Bro.. Amar Win 10 home e to Install hoy na!!!
    What should i do!!??
    1. Tuhin Author Post Creator says:
      fb te asun
    2. Nisho Contributor says:
      Id r nam bolen… / username..
    3. Tuhin Author Post Creator says:
      tn6472
  8. himu2xxx Contributor says:
    onek sundor post. vallagse vai?
    1. Tuhin Author Post Creator says:
      tnx. like diben post a
  9. MRs Contributor says:
    Unzip korte parchi na,,amar winzip er key chay,kono upay ache unzip korar?
    1. Tuhin Author Post Creator says:
      হুম। নিচের লেখা টুকু কপি করে Unzip করার সময় যেখানে Key চাচ্ছে। সেখানে দিয়ে দিন।
      etcSearch
  10. Helal Neel Contributor says:
    এটা দিয়ে কি মেমোরি কার্ড রিকোভারী করা যাবে??
    1. Tuhin Author Post Creator says:
      Yes
  11. tusher998 Contributor says:
    Partition Delete howar por New create korle ki kaj korbe?
    1. Tuhin Author Post Creator says:
      Yes.
      Ogulo unnamed partition er vitore pawa jabe

Leave a Reply