চলুন শুরু করা যাক……
HDD যাকে আমরা আদর করে হার্ডডিস্ক বলে ডাকি , কম্পিউটারের একটি স্টোরেজডিভাইস , ম্যাগনেটিক একটি ডিস্কের মাধ্যমেই পুরো কাজ করে থাকে এটি । কিন্তু এই আদরে ভাগ বসাতে নতুন একটী ডিভাইসের নাম ঘন ঘন শোনা যায় , কেও কেও তো আবার হার্ডডিস্ক এর বদলে এটিও ব্যাবহার করছে । এই ডিভাইসটির নাম হল SDD.HDD= Hard Disk Drive HDD এর পুর্ন্রুপ
SDD= Solide State Drive SDD এর পুর্ন্রুপপূর্নরূপ তো বলেই দিলাম , এবার আসি অন্যকথায়


চলুন দেখে নেয়া যাক HDD এবং SSD মধ্যে কোনটা ভাল-
প্রথমত HDD তে অনেক moving পার্স থাআকার কারনে এগুলো ডেমেজ হওার সম্ভবনা অনেক বেশী থাকে অন্য অন্য দিকে SSD তে কোন Moving পার্স না থাকায় এগুলো ডেমেজ হওয়ার সম্ভবনা অনেক কম। দ্বিতীয়ত HDD তে মুবিং পার্স তাহকার কারনে এটি কম্পন করে শব্দ হয় গরম হয়ে যায় ,অন্য দিকে SSD থে এই ধরনের কোন সমস্যা নেই। তৃতীয়ত HDD তে অনেক পাওয়ার খরচ হয় কিন্তু SSD তে পাওয়ার খরচ অনেক কম। HDD যুক্ত একটা computer বুট হতে সময় লাগে ৩০-৪০ সেকেন্ড এবং SSD যুক্ত একটা কম্পিউটার বুট হতে সময় লাগে ১০-১৩ সেকেন্ড। HDD তে ফাইল কপি কিংবা write speed ৫০-১২০ mbps আর SSD তে write speed 200-500 mbps. SSD তে HDD এর তুলনায় ৩০% বেশী স্পিডে ফাইল ওপেন হয়। এতক্ষন যে বিষয় গুলো বললাম সেগুলো দেখে নিশ্চয় মনে হচ্ছে SSD is best কিন্তু একটা বিষয় SSD তে সমস্যা আছে সেটা হল দাম। একটা 1TB এর HDD এর দাম মাত্র ৫-৭ হাজার টাকা এবং একটা 1TB SSD এর দাম চোখে পানি আসার মত ৩০-৩৫ হাজার টাকা। তবে আপনার কম্পিউটার এর গতি বাড়ানোর জন্য একটা ছোট সাইজের SSD কিনে শুধুমাত্র operating system Install করে রাখতে পারেন।এতে আপনারা performance এর একটা বড় তপাত দেখতে পারবেন।
7 thoughts on "জেনেনিন HDD এবং SSD এর মাঝে কী কী পার্থক্য এবং আপনার জন্য কোনটি সেরা।"