কেন ব্যাবহার করবেন না উইন্ডোজ :

শিরোনাম পড়ে অদ্ভুত লাগতেই পারে, অথবা ভাবতে পারেন, ব্যাটা বলে কি, আরেকটু উঁচু স্তরে গিয়ে দার্শনিকের মত মাথা ঝুঁকিয়ে বলতে পারেন “মাথা খারাপ!”, এসব না হলে, অন্তত আপনার মনে এ প্রশ্নটা আসা উচিৎ, “যে উইনন্ডোজের (মাইক্রোসফট) বিল গেটস পৃথিবীর এক নাম্বার ধনকুবের, তার আবার অপকারীতা কি হতে পারে? ছোটদের গেমসে আসক্তি বোধয়!!

এসব ভাবতেই পারেন, কিন্তু এখানে এসব লিখতে বসি নি, বলতে চাচ্ছি অন্য কথা।
আমরা বাংলাদেশ বা ভারতে যারা বাস করি, দু’টি উন্নয়নশীল দেশ। উন্নত নয়। তবে ১০-১৫ বছরের মধ্যে সে তালিকায় ঢুকে যাবো। এখন প্রযুক্তির যুগ, মানুষ এর কাঁধে ভর করেই এগিয়ে যাবে, তাই প্রযুক্তি ছাড়া আধুনিক জীবন কল্পনা করা যায় না, আর কল্পনা করা গেলেও বাস্তবে সম্ভব নয়। আর এর প্রধান হাতিয়ার হল “কম্পিউটার এবং ইন্টারনেট”, কম্পিউটারের কথা এলেই এসে যায় অপারেটিং সিস্টেমের কথা।

কম্পিউটারের আদিযুগে ছিল “ইউনিক্স অপারেটিং সিস্টেম ” (এখনো আছে), তারপর আরো বিভিন্ন অপারেটিংসিস্টেম তৈরী হয়েছিল, কিছু টিকে আছে, কিছু নেই, এদের মধ্যে বর্তমানে বহুল প্রচলিত হল “উইন্ডোজ, ম্যাকিন্টোস আর গনু/লিনাক্স (GNU/Linux)

এসব কাজ করে এখন যদিও ভালো লাগে,মনে মনে ভাবি শালার গবেটরা কিছুই জানে না! নিজেদের চালাক ভাবি সেটা কি ভুল ভাবা নয়?
তাদের ইচ্ছের বিরুদ্ধে যদি ফ্রিতেই চালানো যেত, আপনিই বলুন, বিল গেটস কি বিশ্বের এক নম্বর ধনী হতে পারতেন?

আসলে আমরা যে এভাবে উইন্ডোজ চালাচ্ছি, এটাও ওদের ব্যবসার অংশ, কিভাবে?

আব্বুর কাছে একটা গল্প শুনেছিলাম, পাকিস্তান আমলে নাকি ডেকে ডেকে চা খাওয়াতো আর খাওয়া শেষে হাতে কয়েক প্যাকেট ধরিয়ে দিত, বাড়িতে নিয়ে খাওয়ার জন্য…এর ফল তো এখন মোড়ে মোড়ে দেখা যায়, নয় কি?

আসল কথা হচ্ছে অভ্যাস, মাইক্রোসফ্টের কুটিল চক্রান্ত এটা, বিনামূল্যে ব্যবহার করছি (চুরি করে), আর এটাই শিখছি, স্কুল-কলেজ কিংবা কম্পিউটার সেন্টারে কম্পিউটার শেখা বলতে মূলত উইনন্ডোজের ব্যবহারই শেখানো হয়।

যখন আমাদের দেশ ধনী দেশের তালিকায় যাবে, মাইক্রোসফট চাইবেনা আমরা ফ্রি তে ব্যবহার করি, তখন? সারা দেশের কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পরবে, নিরুপায় হয়ে হাজার হাজার টাকা খরচ করে ওসব কিনতে হবে, আর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাবে বিদেশিদের পকেটে।

বাংলাদেশের প্রায় ৯৯ শতাংশ কম্পিউটার ব্যবহারকারীই উইন্ডোজ অপারেটিংসিস্টেম ব্যবহার করেন আর সরকারী/বেসরকারি অফিস, স্কুল,কলেজ, হাসপাতাল, কিংবা ব্যবসা প্রতিষ্ঠানেও এটি বহুল ব্যবহৃত, তবে মজার ব্যাপার হচ্ছে, অধিকাংশই বিনামূল্যে ব্যবহার করেন।
সাধারণ ব্যবহারকারীগন জানেনই না যে উইন্ডোজ টাকা দিয়ে কিনতে হয়! সাথে সফ্টয়্যারও কিনতে হয়। যেমন মাইক্রোসফট অফিস(word, excel, PowerPoint) ,, অ্যাডোবি ফটোসপ(Adobe PS),এডোবি ইলাস্ট্রেটর, পিসপাইস(Orcad Pspice )….. প্রয়োজনীয় যেগুলি, বিনামূল্যে নয়।

আমরা তো ৫০ টাকার সিডি দিয়েই হাজার হাজার টাকার সফ্টয়্যার ইন্সটল করে ফেলি। গেমস এর ক্ষেত্রেও একই ব্যাপার।
দ্বিতীয়ত, আজকের তারুণ্য, আগামী দিনের নেতৃত্ব, তারুণ্য মানে সজীবতা, উন্মাদনা নয়।
দেশের হাল শক্ত হাতে ধরতে চাই বলিষ্ঠ মানসিকতা আর যোগ্যতা, জ্ঞান এবং আত্মপ্রত্যয়, তাই আজকের তরুণদেরই এগিয়ে আসতে হবে দেশের উন্নয়নে। উইন্ডোজ বর্জনের মাধ্যমে দেশের ভবিষ্যতের টাকা সঞ্চয়ের এক শুভ সূচনা করা যেতেই পারে।

তৃতীয়ত নিরাপত্তার ব্যাপার, উইন্ডোজ নিজেদের বহুমুখী ব্যবসা ধরে রাখার জন্য অনেকটা ইচ্ছাকৃত ভাবেই নিরাপত্তা ব্যবস্থা দূর্বল করে রাখে, এ সুযোগ কাজে লাগিয়ে গড়ে উঠেছে রমরমা অ্যান্টিভাইরাসের ব্যবসা। আর এটা বন্ধ হবার কোন সম্ভাবনা অদূর ভবিষ্যতেও নেই। কেননা উইন্ডোজের সোর্সকোড উন্মুক্ত নয়।

কেউ ভাবতে পারেন “আমি আর এমুন কি যে আমার পিসি হ্যাক হবে? “, আপনি কি সেটা বড় কথা নয়, কথা হচ্ছে কেন আপনি কাউকে এমন সুযোগ দেবেন?

চতুর্থ বিষয় হল জ্ঞান চর্চা, কম্পিউটার একটা যন্ত্র, নিছক যন্ত্র, আর আপনি মানুষ, কেন যন্ত্র দ্বারা পরিচালিত হবেন?

উইনন্ডোজ সফ্টয়্যার ডেভেলপারগণ এমন কিছু সফ্টয়্যার বানিয়েছে আর বানাচ্ছে যেগুলি আপনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, কোরতানা, এর উদাহরণ। আর যেহেতু আপনি সোর্সকোড দেখার সুযোগ পান না, তাই এটাও জানেন না যে প্রগ্রামগুলি কিভাবে কাজ করে, তাই বলা যায় উইনন্ডোজ ব্যবহার করা মানে তৃতীয় কারো কাছে নিজের র্কতৃত্ত ছেড়ে দেওয়া, কেন এমনটা হতে দেবেন?
এত কথা শোনার পর নিশ্চই প্রশ্ন করবেন,

“তবে বিকল্প কি? “

উইনন্ডোজের বিকল্প হবে এমন একটি অপারেটিং সিস্টেম যেটা বিনামূল্যে পাওয়া যায়, সোর্সকোড উন্মুক্ত, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী এবং স্বকীয়।

আপনার উচিৎ নেটে এ নিয়ে কিছুটা ঘাঁটাঘাঁটি করা, তবে সে সময় যদি আপনার না থাকে, তবে বলে দিচ্ছি, GNU/Linux এর সকল ডিস্ট্রো।
তবে আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন, আপনার জন্য কয়েকটি ডিস্ট্রোর নাম দিচ্ছি,

১। লিনাক্স মিন্ট (Linux Mint)


২। যুবুন্টু অথবা কুবন্টুু (xubuntu or kununtu)


৩। মানজারো (Manjaro)


৪। দেবীয়ান (Debian)


আর যদি আপনি হ্যাকার হোন তবে,
৫। কালি লিনাক্স (Kali Linux)

সবার জন্য শুভকামনা রইল।

ফেইসবুক আমি

15 thoughts on "লিনাক্স আমি কেনো ব্যবহার করি”? Windows অনেক আনসিকিউরড একটি অপারেটং সিস্টেম চলুন জানা যাক এর কিছু অপকারিতা নিয়ে"

  1. ABUBOKOR Contributor says:
    যদি এমন ব্যবস্হা থাকত যে exe ফাইল সরাসরি লিনাক্সে ব্যবহার করা যেত তবে আমার মনে হয় লিনাক্স ব্যবহারকারির সংখ্যা উইন্ডাজের থেকে বেশি হত।
    1. কাব্য Author says:
      এটাই তো বড় সমস্যা ভাই
    2. Sajeeb Ahmed Author Post Creator says:
      EXE ফাইল সরাসরি ব্যাবহার করা জায়না লিনাক্স এ এর জন্য আপনাকে কিছু সিস্টেম বের করে ইন্সটল দিতে হবে
  2. কাব্য Author says:
    atom brackets agula softare ki agula opareting sistem o calano jabe
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      আপনি উইন্ডোজ এর সফটওয়্যার গুলা লিনাক্স এ চালাতে পারবেন। এই নিয়ে আমার টিউটোরিয়াল দেওয়া আছে। কিন্তু সেইটা সুধু উবুন্টু তেই চলবে
    2. কাব্য Author says:
      link ta din
      ami tahole otai calabo
    3. কাব্য Author says:
      vai ubuntu net chara calano jabe
  3. DarKweB (TheBestOrNothing) Contributor says:
    Tails OS distro should be mentioned..
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      ?
  4. RJ JAHID Contributor says:
    উইন্ডোজ সর্ফওয়্যার শুধু উবুন্টুতে চলবে আপনাকে কে বললো ভাই? এটাতো সব ডিস্ট্রোতেই চলে।আর এটাতে খুব বেশীও রান হয়না।আর হ্যাকিং এর জন্য এখন প্যারট ওএস বেশী জনপ্রিয়।
    আর একটা কথা,,আপনার গত পোস্টে কমেন্ট করেছিলাম।কিন্তু আপনি সেটা ডিলিট করে দিয়েছিলেন।যদিও আমি ওখানে ডিলিট করার মতো কিছুই কমেন্ট করিনি।এটাকি ট্রিকবিডির রুলে আছে?
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      কমেন্ট ডিলেট করবার মত সিস্টেম আথরদের হাতে নেই। সেটা ট্রিকবিডির টিম এর হাতে। আসা করি বুঝতে পেড়েছেন। প্যারট জনপ্রিয় হলে এইটা নিয়ে বাংলায় অনেক টিউট থাকতো। কিন্তু খারাপ লাগার বিষয় এইটা যে এইটা নিয়ে তেমন কুনু টিউট নেই বললেই চলে। উয়াইন সফটওয়্যার টি উন্মুক্ত এইটা জেকুনু লিনাক্স এই ইন্সটল হবে। আমি এইটা বলার কারন হচ্ছে আমি শুধু মাত্র উবুন্টু তেই এইটা ট্রাই করেছি। আর খুব তাড়াতাড়ি ই প্যারট নিয়ে পোস্ট পাবেন
  5. Sharif Muktagasa Contributor says:
    বাংলা ভাষা use kora jay?
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      obossoi..

Leave a Reply