যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যাবহার করে। তারা নিশ্চয় কম্পিউটারে থাকা ফাইল ফোল্ডার সুরক্ষিত রাখতে চায়। আজ আপনাদের জন্য ফ্রিতে উইনজিপ প্রাইভেসি প্রোটেক্টর প্রিমিয়াম নিয়ে আসলাম।
WinZip Privacy Protector Official Website
আপনার কম্পিউটার যদি কেউ হ্যাক করার চেষ্টা করে তখন হ্যাকার অ্যাক্সেস করার আগে উইনজিপ প্রাইভেসি প্রোটেক্টর প্রিমিয়াম সমস্যাগুলি খুঁজে ড্রাইভগুলিকে স্ক্যান করে দেয়। উইনজিপ প্রাইভেসি প্রোটেক্টর আপনার কম্পিউটারে থাকা ইমেল, পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ সকল তথ্য স্ক্যান করে। কোন ঝামেলা ছাড়া ফ্রিতে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করুণ। সাইবার অপরাধীদের কাছ থেকে নিজেকে রক্ষা করুণ।
উইনজিপ প্রাইভেসি প্রোটেক্টর প্রিমিয়াম ডাউনলোড
পাসওয়ার্ড 123
ইন্সটল করতে সমস্যা হলে ভিডিও দেখে নিতে পারেন।
ভাল লাগলে চ্যানেলটি দেখে আসতে পারেন।
অনলাইন জবের মাধ্যমে ইনকাম করতে চাইলে নীচের লিঙ্ক থেকে কাজ শুরু করতে পারেন।
অনলাইনে রেফার ও অ্যাড মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে কাজ শুরু করুণ অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনার মুল অ্যাকাউন্টে ৫ ডলার পেয়ে যাবেন। আর প্রতিদিন এডের মাধ্যমে ২.৫ ডলার ইনকাম করতে পারবেন। আশা করি অ্যাকাউন্ট ওপেন করার পর সব বুঝতে পারবেন।
অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি অনলাইন ফাইল আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এখানে ক্লিক করুণ।
লিঙ্ক শর্ট করে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করু।
ফাইবারে কাজ করতে চাইলে অ্যাকাউন্ট ওপেন করুণ এখানে ক্লিক করু।
বিটকয়েনের মাধ্যমে ইনকাম করতে চাইলে এখানে ক্লিক করুণ।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।