আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শিখাবো যে যদি আপনার কম্পিউটারে একাধিক Windows Install করা থাকে, তাহলে আপনি কোনো  একটা Windows কীভাবে Delete করবেন। আমরা অনেকেই দুটো ভিন্ন Drive এ দুটো Windows Install করে থাকি। কিন্তু পরে আমরা একটাকে রাখতে চাই, অন্যটাকে Delete করে দিতে চাই কিন্তু পারি না। তাদের জন্যই আমার এই Post টাকা লিখা। তো চলুন শুরু করা যাক।

? বি. দ্র. – ভয় করার কিছু নেই। আপনার কোনো File ই Delete হবে না, শুধুমাত্র Windows টা Delete হবে। সেগুলোকে এই Location এ পাবেন-

যে Drive এ Windows Install করেছিলেন সে Drive > User ফোল্ডার > আপনার Username

যেভাবে Delete করবেন –

যদি আপনার Computer এর কোনো Windows খোলা থাকে তাহলে Restart করুন। আর কম্পিউটার বন্ধ থাকলে On করুন। এরপর অবশ্যই আপনি যে Windows delete করতে চান সেখানে প্রবেশ করবেন না। যেটা রাখবেন সেটাতে যাবেন। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. প্রথমে Start এ ক্লিক করুন। আপনি Keyboard থেকেও Start Key চেপে এটা করতে পারেন।

২. এবার Start Bar এ Run লিখে Search করুন।

৩. ছবির মতো Run এলে Click করুন।

অথবা আপনি এই কাজটা সরাসরি Keyboard থেকে Start Key চেপে রেখে R চেপে করতে পারেন। তাহলে Run open হয়ে যাবে।

৪. Run open হলে সেখানে Type করার Box এ msconfig লিখুন।

৫. এবার OK ক্লিক করুন অথবা Keyboard থেকে Enter চাপুন।

৬. তাহলে দেখবেন আপনার সামনে নিচের মতো একটা Window খুলে গেছে। উপরের Boot লিখাতে ক্লিক করুন।

৭. এবার যে Windows delete করতে চান সেটার উপর ক্লিক করুন।

৮. এবার Delete এ ক্লিক করুন।

যদি আপনার দুটো Windows থাকে তবে আপনি এক্ষেত্রে কখনোই ভুল করবেন না। কারণ আপনি যে Windows এ প্রবেশ করেছেন সেটা আপনি রাখতে চান। আর যে Windows এ প্রবেশ করা হয় সে Windows delete করা যায় না। আপনারা এটা নিজেরাই বুঝতে পারবেন। যদি আপনি একটাতে ক্লিক করেন, তাতে যদি Delete লেখাটা ফুটে উঠে, তাহলে বুঝবেন ওটাই আপনাকে Delete করতে হবে। আর যেটাতে ক্লিক করলে দেখবেন Delete লিখাটা ঝাপসা হয়ে আছে, তাহলে বুঝতে পারবেন যে ঐ Windows টাতে আপনি আছেন। অর্থাৎ, যেটা আপনি রাখতে চান। মানে আপনি ওটা Delete করতে পারবেন না। অবশ্য তিনটা Windows হলে তা ভিন্ন কথা। সেক্ষেত্রে Windows এর Drive Letter দেখে Delete করতে হবে।

৮. তারপর OK তে ক্লিক করুন।

৯. OK তে ক্লিক করলে আপনি নিচের মতো একটা Window দেখতে পাবেন। এখানে অবশ্যই Restart এ ক্লিক করবেন

ব্যাস। আপনার কাজ শেষ। এবার অটোমেটিক Restart হওয়ার পর আপনি দেখবেন আপনার আগের Windows delete হয়ে গেছে।

আজ এই পর্যন্তই। আশা করি Post টা নিশ্চয়ই আপনাদের উপকারে এসেছে।

আমার একটা YouTube Channel আছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। যেতে চাইলে নিচের Link এ ক্লিক করুন-

YouTube/ Raising World

8 thoughts on "আপনার আগের Windows কে Parmanently Delete করে ফেলুন খুব সহজেই"

    1. Azim Author Post Creator says:
      Thanks.
    1. Azim Author Post Creator says:
      You’re most welcome.
  1. Khaled Contributor says:
    যদিও এইটা অটো ডিলেট হয়ে যায় তাও মানুয়ালি করাই ভালো
    আবার ভুলে বর্তমান os ডিলেট করে ফেলেন না?
    1. Azim Author Post Creator says:
      ধন্যবাদ। কিন্তু আপনি যদি যেটা রাখবেন সেটাতে প্রবেশ করলে আপনি কখনোই এই ভুল করতে পারবেন না। Windows আপনাকে সেটা করতে দিবে না। Current OS কে Delete করা যায় না।
    1. Azim Author Post Creator says:
      Thanks.

Leave a Reply