আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা এখনো আদিম যুগের Windows নিয়ে পড়ে আছেন, কেউ কেউ Game-ও খেলেন না। কারণ তাদের অভিযোগ, Latest Windows (Windows 10) নিলে কিংবা Game খেললে PC অস্বাভাবিকভাবে Slow হয়ে যায়। তাই এমন দুঃখী ভাইদের কথা ভেবে Microsoft নিয়ে এসেছে Windows 10 এর Lite Version; যা এতো হালকা, আপনি না চালালে বিশ্বাসই করতে পারবেন না। এটার Installation Size-ও কম। নিচের Download Link থেকে Download করে নিন।
Download Windows 10 Lite (x86)
Download Windows 10 Lite (x64)
Features
⚫কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া হয়েছে।
⚫Disk Memory বেশি খায় না।
⚫ আপনি চাইলে Installation-এর সময় নিজেও আরও কিছু অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে পারবেন।
⚫ কিছু কিছু Settings এখানে পাবেন না। যেমন- Theme Change করা, Backup দেওয়া, Hard Drive Lock করা ইত্যাদি।
Removed Features
Microsoft | volsnap.inf
3DBuilder
Accessibility tools
Advertising.Xaml
Auto-Rotation Manager
AutoPlay
BingWeather
BioEnrollment
Cache and temp files
Contact Data
ContactSupport
ContentDeliveryManager
Cortana
CortanaListenUIApp
DesktopAppInstaller
DVD Play
Ease Of Access Themes
Kernel Debugging
LockApp
Manifest Backup (WinSxS\Backup)
Manual Setup
Messaging
Microsoft3DViewer
MicrosoftEdge
MicrosoftOfficeHub
MicrosoftSolitaireCollection
MicrosoftStickyNotes
MiracastView
NET.Native.Framework.1.3
NET.Native.Runtime.1.3
NET.Native.Runtime.1.4
Office.OneNote
On-Screen Keyboard (Accessibility tools)
OneConnect
OneDrive
Other Themes
Paint 3D
People
Photos
PlayReady
Retail Demo Content
Screensavers
Setting Sync
Shared PC mode
Skype ORTC
SkypeApp
SmartScreen
Sound Themes
Sounds (Default)
Speech TTS
Steps Recorder
StorePurchaseApp
System Restore
Text prediction
Tablet PC
On-Screen Keyboard (Tablet PC)
Tips (Get Started)
Unified Telemetry Client (Asimov)
User Data Access
User Data Storage
VCLibs.140.00
Volume Shadow Copy
Wallet
WindowPicker
Windows Backup
Block Level Backup Service Engine
Windows Biometric Service
Windows Disc Image Burning Tool
Windows Error Reporting
Windows Insider Hub
Windows Mixed Reality
Windows Recovery
Windows System Assessment Tool (WinSAT)
WindowsAlarms
WindowsCalculator
WindowsCamera
WindowsCommunicationsApps
WindowsFeedbackHub
WindowsMaps
WindowsSoundRecorder
WindowsStore
Xbox App
XboxGameCallableUI
XboxGameOverlay
XboxIdentityProvider
XboxSpeechToTextOverlay
ZuneMusic
ZuneVideo
Speech Recognition
Tablet PC
About
Name: Windows 10 Lite Edition V8
File Name: Windows.10.Lite.Edition.V8.2×86/64.2019
File type: ISO Image
Full Setup Size: 1.7 GB (x86) , 2.4 GB (x64)
Installer: Offline
Release Date: 20 Mar, 2019
Screenshots
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TrickBD-র সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।
আমার অনেক আগের ল্যাপটপ এই ধরেন ৪/৫ বছর আগের
Ram 4GB কিন্তু core i3?
আমি Windows 10 চালাই। তেমন স্লো না হলেও এডিটিং এর সময় গরম হয়ে যায় অনেক। তাই ভাবছিলাম যদি এইটা চলতো
প্লিজ একটু জানাবেন
আসলে এর পেছনের ধারণাটা খুব সহজ। Windows 10-এর অপ্রয়োজনীয় ভারী ভারী কিছু App সবসময়ই Background-এ কাজ চালিয়ে যায় যার ফলে সবসময় Hard Disk Memory আর RAM Full হয়ে থাকে। যেহেতু, এই Windows-এ প্রায় ৫০+ এরকম App কে Delete করে দেওয়া হয়েছে, তাই এই Windows-এ সব App-ই বেশ Smoothly চলবে। Windows 10 Lite mainly ভারী App চালানোর জন্যই তৈরী করা হয়েছে।
আবারো ধন্যবাদ ভাইয়া☺
Karon Windows er ado kono official lite version nei. Ota onno developer diye toiri.
Link-
Making a Bootable USB
How to make a pendrive bootable for Windows setup
তারপর নিচের Link থেকে Install করা শিখে নিবেন
How to install Windows 10
pc তে লাগাইলে setup এর কোন option এই আসে না
2gb ram.
a hbe ki?
pentium 4, duo 2.20 ghz
windows 8/10 install করে graphic driver install করে ল্যাপটপ অন করলে ডিসপ্লে কালো আসে। কিন্তু ডিসপ্লের ঝাপ টেনে মিনিমাইজ করে আবার খুললে তখন ঠিক হয়ে যাই।। এই সমস্যার কি কোনো সল্যুশন আছে??
আমি dell এর অফিশিয়াল সাইট থেকে প্রোসেসর অনুযায়ী ২-৩ টা ড্রাইভার ইন্সটল করেছি। কিন্তু একই সমস্যা দেখা যাচ্ছে।
কেউ কি হেল্প করতে পারবেন??
এটা আসলে Server-এর সমস্যার কারণে হয়েছিল। এখন চেষ্টা করুন, হবে। বিষয়টার জন্য আমি দুঃখিত।