পূর্বের কয়েকটি আলোচনায় আমরা জেনেছি কিভাবে MS Excel যোগ বিয়োগ, গুন ও ভাগ করতে হয়। আজ আমরা জানবো এসবের বাস্তব ব্যবহার। আজকের বিষয় কিভাবে MS Excel এ বিক্রয় বিবরণী তৈরি করতে হয়।

সাধারণত আমরা দেখি যে একটি বিক্রয় বিবরণীতে অনেক গুলো বিষয় থাকে যেমনঃ পণ্যের আইটেম, পরিমান, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, ডিস্কাউন্ট, টোটাল ডিস্কাউন্ট, নীট প্রাইস ইত্যদি। আবার এই বিষয় গুলোর সঠিক হিসাব বের করার জন্য যোগ, বিয়োগ, গুণ, পারসেন্টেন্স ইত্যদি বিভিন্ন ফর্মুলা ব্যবহার করার প্রয়োজন হয়। নিচে আমরা ছবির মাধ্যমে MS Excel এ বিক্রয় বিবরণী তৈরি করার বিভিন্ন বিষয় গুলো আলোচনা করবো।

ধরুন কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের একটি বিক্রয় বিবরণী আমরা তৈরি করবো। যেমন ধরুনঃ মনিটর, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, মাউস, প্রিন্টার, সাউন্ড বক্স ইত্যাদি। এ সকল যন্ত্রাংশের বিভিন্ন পরিমান ও বিভিন্ন ডিস্কাউন্ট সমন্বয় করার জন্য যে সকল ফর্মুলা ব্যবহার করতে হয় তা নিচে ছবিতে দেখানো হলঃ

উপরের ছবিতে আমরা একটি সেলস সীটের প্রথমিক চিত্র তুলে ধরেছি। এবার আমরা সবগুলো যন্ত্রাংশের ইউনিট প্রাইস অনুযায়ী টোটাল প্রাইস বের করবো। টোটাল প্রাইস বের করার জন্য প্রথমে আমরা ইউনিট প্রাইস এর সাথে কোয়ানটিটি বা পরিমান গুণ করবো। নিচে ছবির মাধ্যমে বিষয়টি দেখানো হলঃ

উপরের ছবিটি লক্ষ্য করুন, এখানে টোটাল প্রাইস বের করার জন্য কোয়ানটিটি এর সাথে ইউনিট প্রাইস গুণ করা হয়েছে। আর এই গুণ করার জন্য যে ফর্মুলা ব্যবহার করা হয়েছে তা ফর্মুলা বারে লাল দাগ দ্বারা চিহ্নিত করা হয়েছে যা =C2*D2 । এখন আমরা সবগুলো যন্ত্রাংশের টোটাল প্রাইস বের করবো। এজন্য টোটাল প্রাইস এর সেলের নিচে ডান দিকে যে লাল চিহ্ন আছে সেখানে মাউস রাখুন। মাউস পয়েন্টারটি রুপ বদল করবে, এবার Left বাটন চেপে ধরে নিচের সবগুলো সেল সম্পূর্ণ করুন। তাহলে ফর্মুলা অনুযায়ী অটোম্যাটিক সবগুলো সেলে টোটাল প্রাইস চলে আসবে। নিচের ছবিতে বিষয়টি দেখানো হলঃ

এবার আমরা টোটাল ডিস্কাউন্ট বের করবো, সে জন্য আমাদেরকে টোটাল প্রাইস থেকে রেট অফ ডিস্কাউন্ট এর পারসেন্টেন্স বের করতে হবে। প্রথমে ডিস্কাউন্ট এর সেলটি সিলেক্ট করুন, তারপর ফর্মুলা বারে ফর্মুলাটি লিখুন =E2*F2 এবার ইন্টার চাপুন। আমরা প্রথম যন্ত্রাংশের টোটাল ডিস্কাউন্ট পেয়ে যাবো। নিচে ছবির মাধ্যমে বিষয়টি দেখানো হলঃ

উপরে ছবিতে একটি যন্ত্রাংশের পারসেন্টেন্স বের করে ফর্মুলা বারে লাল দাগ চিহ্নিত নির্দেশনা দ্বারা দেখানো হয়েছে। এভাবে প্রতিটি যন্ত্রাংশের পারসেন্টেন্স বের করার জন্য টোটাল ডিস্কাউন্ট এর সেলের নিচে ডান দিকে যে লাল চিহ্ন আছে সেখানে মাউস রাখুন। মাউস পয়েন্টারটি রুপ বদল করবে, এবার Left বাটন চেপে ধরে নিচের সবগুলো সেল সম্পূর্ণ করুন। তাহলে ফর্মুলা অনুযায়ী অটোম্যাটিক সবগুলো সেলে টোটাল ডিস্কাউন্ট চলে আসবে। নিচের ছবিতে বিষয়টি দেখানো হলঃ

এবার আমরা নীট প্রাইস বের করবো, এ জন্য টোটাল প্রাইস থেকে টোটাল ডিস্কাউন্ট বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে। সে ক্ষেত্রে টোটাল প্রাইস এর প্রথম সেলটি সিলেক্ট করুন, এরপর ফর্মুলা বারে লিখুন =E2-G2 এবার ইন্টার চাপুন, তাহলে নীট প্রাইস বের হয়ে আসবে।

উপরে ছবিতে আমরা একটি নীট প্রিইস বের করেছি। এবার পূর্বের মতো শর্টকাট ব্যবহার করার জন্য সেলটির নিচে ডানদিকের কর্নারে মাউস রাখুন। মাউস পয়েন্টার টি রুপ পরিবর্তন হবে। এবার Left বাটন চেপে নিচের সবগুলো সেল সম্পূর্ণ করুন। তাহলে সবগুলো যন্ত্রাংশের নীট প্রাইস আমরা পেয়ে যাবো। নিচে ছবির মাধ্যমে বিষয়টি দেখানো হলঃ

এখন আমরা গ্র্যান্ড টোটাল বের করবো, এ জন্য সবগুলো বিষয়ের আলাদা আলাদা টোটাল বের করবো। সে ক্ষেত্রে সবগুলো বিষয়ের টোটাল বের করার জন্য SUM ফাংশন ব্যবহার করতে হবে।

উপরের ছবিতে প্রতিটি বিষয়ের আলাদা আলাদা গ্র্যান্ড টোটাল বের করা হয়েছে। শুধু নীট প্রাইস এর গ্র্যান্ড টোটাল বের করার জন্য ফর্মুলা বারে SUM এর ফর্মুলাটি দেখানো হয়েছে। একই ভাবে সবগুলো বিষয়ের জন্য আলাদা ভাবে =SUM ব্যবহার করে গ্র্যান্ড টোটাল বের কতে পারবেন।

9 thoughts on "কম্পিউটার শিক্ষা(MS Excel) A to Z স্ক্রিনশট সহ।পর্ব 3 :MS Excel এ বিক্রয় বিবরণী"

  1. EagleEye98 Contributor says:
    দারুণ হয়েছে ভাই, আমি libreoffice ইউজ করি ভাই, মাইক্রোসফটের এপস গুলা ভালো লাগে না, আমি শতকরার ব্যাপারটা পারছিলাম না,এখন পারছি,ধন্যবাদ।
    স্প্রেশশিটের উপরে আরও এমন উপকারি পোস্ট চাই ভাই।
    1. Avatar photo Shakil Contributor Post Creator says:
      সাথে থাকো পেয়ে যাবে,১৫ টা পর্বে আশা করি সবকিছু শিখতে পারবে
  2. Avatar photo Nayem Islam Contributor says:
    আমার কম্পিউটার নাই বলে এসব শিখতে পারছি না।
    1. Avatar photo Shakil Contributor Post Creator says:
      পোস্ট তো আমার প্রোফাইলে থাকছেই,যখন কিনবে তখন শিখে নিও
    1. Avatar photo Shakil Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই
  3. Avatar photo SUJOY Contributor says:
    nice post

Leave a Reply