আসসালামু আলাইকুম। সবাইকে ট্রিকবিডিতে স্বাগতম। 🙂

আজ আমি আপনাদেরকে একটি উইন্ডোস স্ক্রিনরেকর্ডার সফটওয়্যার শেয়ার করবো।

অনেকেই বলতে পারেন উইন্ডোজ এর তো ডিফল্ট স্নিপিং টুল আছে। তাহলে আলাদা স্ক্রিনরেকর্ডার এর কি দরকার ??

কিন্তু ব্রুহ সেটা দিয়ে HD SCREEN CAPTURE সম্ভব না। এর জন্য আলাদা স্ক্রিন রেকর্ডার এর প্রয়োজন।  😉

 

আপনি যদি HD Quality’র রেকর্ডিং চান করতে তাহলে নিচের সফটওয়্যার গুলো আপনার জন্য !

OBS Studio

OBS Studio ওয়াটারমার্কবিহীন লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রেকর্ডিং এর জন্য একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার । এটি 4k রেসুলেশনে রেকর্ড করতে সক্ষম ! এর সবথেকে বড় সুবিধা হল এটি সম্পূর্ণ ফ্রি ! আপনাকে এটি কখনও কিনতে হবে না । কিন্তু এই সফটওয়্যারটি অনেক বড় সাইজ হওয়ায় LOW END PC { RAM < 2GB } তে ঠিকমতো কাজ করবে না । করলেও LAGGY & Choppy রেকর্ডিং হবে । 🙁

OBS STUDIO WEBSITE : CLICK HERE

OBS Studio (64-bit) Download (2020 Latest) for Windows 10, 8, 7

Bandicam

BANDICAM গেমারদের মধ্যে অন্যতম শক্তিশালী গেম রেকর্ডিং সফ্টওয়্যার হিসাবে ব্যাপক জনপ্রিয় । এটি ২ডি/৩ডি গেম রেকর্ড এর জন্য বহুল ব্যবহৃত । BANDICAM এ আপনি ১৪৪ FPS পর্যন্ত পাবেন । [ FPS = frames per second ]

ব্যান্ডিক্যাম সম্পূর্ণ স্ক্রিন, স্ক্রিনের অংশবিশেষ এবং External ভিডিও ডিভাইস যেমন ওয়েবক্যাম এবং গেম কনসোল রেকর্ড করতে পারে । রেকর্ডিংয়ের সময় স্ক্রিনশট নিতেও পারবেন ! স্ক্রিন ক্যাপচারে লোগো যুক্ত করা & Audio Mixing ও করতে পারবেন BANDICAM দিয়ে।

Screenshots of Bandicam Screen Recorder

কিন্তু এটি পেইড সফটওয়্যার । ফ্রি Version এ ওয়াটারমার্ক যুক্ত ম্যাক্সিমাম 10 মিনিটের রেকর্ডিং লিমিট রয়েছে । 🙁

BANDICAM WEBSITE : CLICK HERE

 

ZD SCREEN RECORDER

ZD Screen Recorder স্ক্রিনকাস্টিং এবং ভিডিও রেকর্ডিং করার জন্য অন্যতম কার্যকরী সফটওয়্যার । সবথেকে বড় সুবিধা হলো এটির সাইজ মাত্র ৩০ এম্বি । চলুন ZD Screen Recorder এর ফিচারগুল জেনে আসি ।

  • বিগিনার ফ্রেন্ডলি , যে কেও সহজেই ব্যবহার করতে পারবে
  • 120 FPS পর্যন্ত রেকর্ডিং করতে সক্ষম
  • রেকর্ডিং এর কোন নিরধারিত সময় সীমা নেই
  • কাস্টম ওয়াটারমারক ব্যাবহার করতে পারবেন & ওন স্ক্রীন মার্কআপ
  • Full HD Recording & Screen Capture
  • মাত্র ১% সিপিউ ইউসেজ
  • লো এন্ড পিসিতেও ফাস্ট রান হবে !

Requirements:

  • OS: Microsoft Windows XP / Vista / 7 / 8 / 8.1 / 10.
  • CPU: Intel / AMD 1.5 GHz or faster multi-core CPU.
  • RAM: 1 GB or more available system RAM.
  • HDD: 20 MB HDD space for software installation.
  • Graphics: NVIDIA / ATI / AMD / Intel graphics card / chip.

PRICING : $39 

ZD Soft Screen Recorder

কিন্তু আজ আমি আপনাদের কে দেখাব আপনারা কিভাবে এটি আজীবনের জন্য ফ্রীতে ব্যাবহার করতে পারবেন 

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্রী ভার্সন টি ডাউনলোড করুন । CLICK HERE

তারপর NEXT এ ক্লিক করুন

 

তারপর I ACCEPT ,,,, চেকবক্সটি চেক করুন & নরমাল ইনস্টলেশন এরমত ইন্সটল করে নিন ।


এবার স্ক্রিনরেকর্ডার এর আইকন এ ক্লিক করলে সেটি ওপেন হবে । আপনার প্রথমবার ইউস করার দরকার নাই । X বাটন এ চাপ দিলে দেখবেন এইরকম একটা পপআপ আসবে ।

সেইখান এ REGISTER NOW এ চাপ দিবেন ।

তাহলে ব্রাউজার ওপেন হওয়ার সাথে সাথে আরেকটা পপআপ আসবে । সেখানে serial key & name গুলো দিবেন [ পোস্ট এর শেষে দেওয়া আছে ]

তারপর ACTIVE বাটনে প্রেস করলে SUCCESSFULLY ACTIVATED লেখা পপআপ আসবে । ব্যাস কাজ শেষ !

এবার আপনার মনের মতো সফটওয়্যারটি ব্যাবহার করুন । কোন AD / WATERMARK আসবে না ।

ডেমো ঃ

 

আমি ১২০ FPS ইউস করেছি আপনাদের দেখানোর জন্য । আপনারা জুম করলেও দেখবেন পিকচার স্মুথ থাকবে । নরমালি আপনারা ৬০ FPS ইউস করবেন । কারো কোন সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ।

SERIAL KEY :

অথরদের সাপোর্ট করবেন তাহলে তারা নতুন নতুন জিনিশ শিখাতে আগ্রহী হবে & কেও স্ক্যাম করলে সাথে সাথে ট্রিকবিডি সাপোর্ট টিমকে মেইল করবেন ।

 

আজ এই পর্যন্তই। নতুন নতুন ট্রিক পেতে TrickBD এর সাথেই থাকুন।

 

TAHMID RAYAT :   FACEBOOK       GITHUB

7 thoughts on "ZD SCREEN RECORDER | বেস্ট লাইটওয়েট পিসি স্ক্রিনরেকর্ডার"

    1. Tahmid Rayat Author Post Creator says:
      thanks 🙂
  1. Soiod Mafi Uddin Contributor says:
    vai nice post.. but amitu camtashia use kore….
    1. Tahmid Rayat Author Post Creator says:
      ব্রুহ Camtasia high end পিসির জন্য । Camtasia র মিনিমাম রিকুয়ারমেন্টস Win10 64bit & ram 4gb+ .

      বাট ZD RECORDER 1 GB Ram এর পিসিতেও রান হবে । 🙂

      তবে Camtasia ও ভাল । OBS ইউস করলে আর অনেক সুবিধা পাবেন । 🙂

    2. Soiod Mafi Uddin Contributor says:
      Je vai ami win 10 d 64bit 4 gb te use kore
  2. Rasel khan Sr. Contributor says:
    – ZD SCREEN RECORDER
    Course Remove Kora Game Record Kora jaba ?
    1. Tahmid Rayat Author Post Creator says:
      amr mote game recording er jonno steamlabs obs best

Leave a Reply