আসসালামু আলাইকুম।

আসা করি সবাই ভালো আছেন।

আজ আমি দেখাবো কীভাবে Windows 10 এ অন্য কোনো Application ব্যাবহার করা ছাড়াই কীভাবে এক বা একাধিক ফোল্ডার লক করে রাখতে পারবেন।

শুধু মাত্র .bat ফাইল এর মাধ্যমে আপনি আপনার ফোল্ডার অনেক সহজেই লক করে রাখতে পারবেন। যখন আপনি ফোল্ডারটী ওপেন করারা চেষ্টা করবেন তখন একটি Password দিতে হবে তাহলেই আপনি ফোল্ডারটিতে ঢুকতে পারবেন তাছাড়া পারবেন না।

সময় অপচয় না করে নিচের স্টেপ গুলো ফলো করুন একটি Folder লক করতে।

সর্বপ্রথম সেই ফোল্ডারটি Open করুন যেটি আপনি লক করতে চান । নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি images নামে একটা ফোল্ডার আছে।

এখন আপনাকে এখানে একটা .txt ফাইল ক্রিয়েট করতে হবে। আমি এটার নাম দিচ্ছি ‘Hello’ আপনি আপনার ইচ্ছা মতো নাম দিবেন।

তারপর .txt ফাইলটি Open করুন এবং এখানে ক্লিক করে কোডটি কপি  করে .txt ফাইলএ পেষ্ট করে দিন।

তারপর কোড দিতে দেখুন Your Password লিখা আছে ঐখানে Your Password লিখাটি কেটে আপনার Password টি দিন।

তারপর File এ ক্লিক করে save as অপশানে ক্লিক করে .txt ফাইল এত ফরমেট চেঞ্জ করে .bat করে দিন।

তারপর .bat ফাইলটিতে ২ বার ক্লিক করলে Privete নামে একটা ফোল্ডের তৈরি হবে। Privet ফোল্ডারটিতে আপনার ফাইলটি কাট করে পেষ্ট করেদিন।

আমি আমার Images নামের ফাইলটি Privete নামের ফোল্ডারে পেষ্ট করে দিলাম।

এখন আপনি .bat ফাইলটিতে ২ বার ক্লিক করলে একটা Command Window আসবে সেখানে y চেপে Enter প্রেশ করুন।

তাহলে আপনার ফোলদারটি লক হয়ে যাবে।

এখন আপনি যদি আপনার ফোল্ডারটিতে ঢুকতে চান তাহলে .bat ফাইলটিতে ২ বার ক্লিক করুন Command Window তে আপনার Password টি দিয়ে Enter চাপুন । তাহলে আপনার Folder টি পেয়ে যাবেন।

এখন যদি আপনি ফোল্ডারটই আবার লক করতে চান তাহলে .bat ফাইলটিতে ২ বার ক্লিক করুন তাহলে ফোলদারটি লক হয়ে যাবে।

এই ভাবেই আপনি কোনো আলাদা Application Install করা ছাড়াই ফোল্ডার লক করতে পারবেন।

লিখার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন।

আল্লাহ হাফেজ।

7 thoughts on "কীভাবে কোনো সফটওয়্যার ইন্সটল ছাড়াই Windows 10 এ ফোল্ডার লক করা যায়।"

  1. Ashim Contributor says:
    গুড পোস্ট
    1. Zerox Contributor Post Creator says:
      ধন্যবাদ।
  2. MD Shakib Hasan Author says:
    ধন্যবাদ
  3. WalidBinAziz Contributor says:
    vhai link ta kaj kortese na…..

    Blog has been removed
    Sorry, the blog at notundayeri.blogspot.com has been removed. This address is not available for new blogs.

    1. Zerox Contributor Post Creator says:
      সমস্যার জন্য আমি দুঃখিত।
      http://followfast.com/register.php?ref=100070165512191
      এইটা ওয়েব সাইট এর লিংক…
      ধন্যবাদ।
    2. Zerox Contributor Post Creator says:
      ভুল লিংক দেওয়ার জন্য দুঃখিত। এই কোডটা কপি করে নিন…
      @ECHO OFF
      if EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto UNLOCK
      if NOT EXIST Private goto MDPrivate
      :CONFIRM
      echo Are you sure to lock this folder? (Y/N)
      set/p “cho=>”
      if %cho%==Y goto LOCK
      if %cho%==y goto LOCK
      if %cho%==n goto END
      if %cho%==N goto END
      echo Invalid choice.
      goto CONFIRM
      :LOCK
      ren Private “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
      attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
      echo Folder locked
      goto End
      :UNLOCK
      echo Enter password to Unlock Your Secure Folder
      set/p “pass=>”
      if NOT %pass%== YOUR-PASSWORD goto FAIL
      attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”
      ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” Private
      echo Folder Unlocked successfully
      goto End
      :FAIL
      echo Invalid password
      goto end
      :MDPrivate
      md Private
      echo Private created successfully
      goto End
      :End

Leave a Reply