আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম পোস্ট। এ পোস্টে শেয়ার করব কিভাবে windows 7/8.1/10 থেকে windows 11 এ আপগ্রেড করবেন tpm & secure boot bypass করে এবং কোনো পেনড্রাইভ লাগবে না। তো চলুন শুরু করি।
সতর্কতাঃ
windows 11 এ আপগ্রেড করার আগে আপনার c ড্রাইভের সব ফাইল ব্যাকআপ নিন। প্রতিটি user এর documents, download, Videos…… ফোল্ডারের ফাইলও প্রকৃতপক্ষে c drive এ থাকে। তাই, সেগুলোও ব্যাকআপ করুন। c drive বাদে অন্য partition এ ফাইল রাখলে সমস্যা নেই। কোনো ডাটা লস এর জন্য ট্রিকবিডি ও আমি দায়ী থাকব না।
প্রথম কাজ হচ্ছে windows 11 এর iso file download করা। আমি বেটা ভার্সনটা রেকমেন্ড করি। অফিসিয়ালি ডাউনলোড করতে চাইলে এই পোস্টটি দেখুন https://trickbd.com/windows-pc/731843
Wintohdd সফটওয়্যারটা ডাউনলোড করে নিন। https://www.easyuefi.com/wintohdd/index.html ফ্রি ভার্সনেই কাজ চলে যাবে।
ইন্সটল করা হয়ে গেলে reinstall windows এ ক্লিক করুন।
তারপর image লেখার সবার ডান পাশে অ্যাটাচ আইকনে ক্লিক করুন।
iso ফাইলটার ডিরেক্টরিতে গিয়ে সিলেক্ট করুন।
তারপর পার্টিশন গুলো শো করবে। কোনো চেঞ্জ না করে নেক্সট এ যান।
ফলে ফাইল বিল্ড করা শুরু করবে।
ডাটা ডিস্ট্রয় এর ওয়ার্নিং দিবে। নেক্সট।
আরও একবার নেক্সট।
এরপর পিসি রিস্টার্ট হবে ও ইনস্টলেশন শুরু হবে।
তারপর দেশ, পিন…… সেট করুন। নিজে পড়লেই বুঝতে পারবেন।
অনেকের windows 11 এর original graphics আসে না। তারা intel থেকে 0$ দিয়ে গ্রাফিক্স ড্রাইভার কিনে ইন্সটল করুন।? https://www.intel.com/content/www/us/en/download/19344/intel-graphics-windows-10-windows-11-dch-drivers.html
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
Amar pc motherboard gigabyte81 windows 7 install dite chai kintu install hoina keno…
Boot menu te jawar por ”install” button e chap lagena.
Help please
তাহলে windows 7 iso ডাউনলোড করে বুট করে দেখেন, বাজারের ডিস্কে প্রায়ই ভেজাল থাকে।
অথবা পোস্টটি ফলো করে windows 11 ইন্সটল করে দেখতে পারেন। আমি পোস্টটি লিখেছি বলে বলছি না, intel pentium 3.5Ghz and 4GB ram এ ইন্সটল করেছি windows 11, বাজার থেকে কেনা windows 10 এর চেয়ে ভালো চলছে।
উইন্ডোজ আপনার হাতের কাছেই আছে। google করলেই কিভাবে অফিসিয়ালি microsoft থেকে windows 7/10/11 এর iso ডাউনলোড করতে হয়, পেয়ে যাবেন। নতুন ssd তে windows 11/10 এভাবে ইন্সটল করাই বেটার, hdd এর তুলনায় ফাস্ট হবে, আর hdd টা extra storage হিসিবে ব্যবহার করতে পারেন। আর অফিসিয়ালি kms activator ডাউনলোড করলেই কাজ শেষ।
এখন iso ফাইল HDD তে রেখে install দিতে হবে নাকি SSD তে রেখে install দিতে হবে?
(Reinstall Windows) vs (New Installation)
এই দুটোর কাজ সম্পর্কে একটু বলবেন?
আমার ল্যাপটপে উইন্ডোজ ১০ হোম সেটাপ দেওয়া ছিলো,,, তো আমি উইন্ডোজ ১১ প্রো নামের একটা ফাইল ডাউনলোড করেছিলাম ফাইচিআর নামের একটা থার্ডপার্টি ওয়েবসাইট থেকে কিন্তু আইএসও ফাইলটা সরাসরি মাউন্ট করে ইন্সটল করতে পারিনি,,, এদিকে আমার আবার পেনড্রাইভ ও ছিলো না তাই বাধ্য হয়ে আপনার পোস্ট দেখে সেইম প্রোসেস ব্যাবহার করে উইন্ডোজ ১১ এ আপগ্রেড করি,,, কিন্তু এটাতে আমি সেটিসফাইড নই,,, আমার আগের ভার্সনই ভোলো ছিলো
এদিকে আবার রিকোভারি অপশনে গো ব্যাক অপশন ও নেই,,, কিভাবে আবার আগের ভার্সনে যেতে পারি ভাই?
আবার কি উইন্টুএইচডি থেকে রি-ইন্সটল দিতে হবে?
যাই হোক, দুইটা উপায় আছে
i) windows 11 নতুন করেঃ এই লিংক থেকে original 11 microsoft থেকে download করে পোস্টের নিয়ম অনুযায়ী ইন্সটল করুন। ( https://www.microsoft.com/software-download/windows11 )বা…
ii) windows 10 নতুন করে: এই লিংক থেকে original 10 microsoft থেকে download করে পোস্টের নিয়ম অনুযায়ী ইন্সটল করুন।( https://www.microsoft.com/en-us/software-download/windows10ISO )
Note:পোস্টের নিয়ম অনুযায়ী ইন্সটল করলে tpm bypass হবে। সমস্যা করবে না।
একটা ভিডিওর লিংক দিলাম
https://youtu.be/Ro6Zl9sbFTU (পোস্টের নিয়মেরই ভিডিও)
একটু কথা বলতাম????
প্লিজ ভাইয়া????
কিন্তু সমস্যা হলো থার্ড পার্ঠি ওয়েবসাইট থেকে ডাউনলোড দেওয়া ফাইল সরাসরি মাউন্ট করে ইন্সটল দেওয়া যায়নি,,, অফিশিয়াল সাইট থেকে ডাউনলোড দিলে দেওয়া যেতো তাই আমি WinToHDD ব্যাবহার করেছি