Windows ব্যাবহার করেন , বিভিন্ন ফাইল ডাউনলোড করেন অথচ IDM বা Internet Download Manager এর নাম শুনেন নি এমন লোক হারিকেন লাগিয়ে খুজলেও পাওয়া যাবে না । এটি অত্যান্ত পপুলার এবং ফিচার ওয়ালা  একটি ডাউনলোড ম্যানেজার। সব ই ঠিক থাকলেও সমস্যা এটাই যে সফটওয়্যার টি ফ্রি না। মোটামোটি ১৫০০ টাকার মত খরচ করলে এটির লাইফটাইম লাইসেন্স পাওয়া যায় ।

কিন্তু আমরা এটি না করে বিভিন্ন সাইট থেকে ক্রাক ডাউনলোড করি যেটা অনেকের কাজ করে আবার অনেকের ক্ষেত্রে কাজ করেনা।

error

**এছাড়া কিছুক্ষন পর পর সিরিয়াল কি চাওয়ার প্যারা তো আছেই।

আবার অনেক ইউজার রা Ransomware বা আরো বিভিন্ন ভাইরাস এর এটাক এর শিকার হন। তো আজকে আমি কিছু Alternative নিয়ে আলোচনা করবো যেগুলো দিয়ে আপনি IDM এর সব ফিচার না পেলেও , অনেক ভালো স্পিড,Resume Capability এবং বাকি গুরুত্বপূর্ন ফিচার গুলো পেয়ে যাবেন।

তো আর দেরী না করে মূল পোস্ট এ চলে যাই।

Free Download Manager বা FDM

free download managerfree download manager

***তো ফ্রি ডাউনলোড ম্যানেজার এর জন্য আপনি গুগল এর সার্চ করবেন Free Download Manager অথবা FDM

 প্রথম যে লিংক টি আসবে তাতে ক্লিক করে ডাউনলোড অপশন এ যাবেন। শুধু Windows নয়। আপনার প্রয়োজন অনুযায়ী ম্যাক এবং লিনাক্স এও পেয়ে যাবেন।এমন কি Android এর জন্য ও পেয়ে যাবেন Play Store এ খুজলেই। ।

*** ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 

*** এরপর সাধারন নিয়মের মতই ইনস্টল করুন। 

free download manager

*** ইনস্টেলেশন শেষ। এবার এটিকে ব্রাউজার এর সাথে সেটাপ করা বাকি, যেটাকে Free Download Manager এর ভাষায় Browser Integration বলা হয়।

free download manager

*** এর জন্য আপনাকে FDM ওপেন করে ডান দিকের মেনু অপশন এ যেতে হবে এবং Preference এ ক্লিক করতে হবে

free download manager

*** পাশে দেখতে পাবেন Browser Integration নামে একটা অপশন রয়েছে। সেটিতে ক্লিক করলে দেখবেন বিভিন্ন পপুলার ব্রাউজার Edge, Chrome , Firefox এর জন্য এক্সটেনশন পেজ এর লিংক দেয়া রয়েছে।

*** আপনার প্রয়োজনীয় ব্রাউজার অনুযায়ি আপনি ক্লিক করে এক্সটেনশন ইনস্টল করে ফেলুন।

এবার পরিক্ষার পালা যে আসলেই এক্সটেনশন কাজ করছে কি না।

*** প্রথমেই ডাউনলোড এর জন্য যে ব্রাউজার ব্যাবহার করবেন তা ওপেন করুন এবং শিওর হয়ে নিন যে এক্সটেনশন টি অ্যাকটিভ করা আছে কি না। না থাকলে করে নিন।

idm to fdm

*** এবার দেখুন কোনো কিছু ডাউনলোড করলে সেটা FDM ক্যাচ করে নিচ্ছে। Download এ চাপলেই আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে।

 

*** Android এর ক্ষেত্রে শুধু আপনাকে ডাউনলোড লিংক টি কপি করে অ্যাপ এর ভিতরে থাকা প্লাস বাটনে চেপে লিঙ্ক পেস্ট করে ডাউনলোড করে ফেলতে পারবেন।

**আর হ্যা । FDM দিয়ে আপনি টরেন্ট ফাইল ও ডাউনলোড করতে পারবেন।  তাই আলাদা করে BitTorrent ইনস্টল করতে হবে না। অ্যাডস এর ঝামেলা থেকেও মুক্ত থাকবেন। 

তো এভাবেই আপনি ডাউনলোড ম্যানেজার ইনস্টল দিয়ে আপনার যাবতীয় কাজ করতে পারবেন ।

তো আপনি এবার ভেবে দেখুন। ফ্রি অল্টারনেটিভ থাকতে আপনি কেন অনৈতিক ভাবে Crack বা Pirated সফটওয়্যার চালাবেন।

Parallel Downloading

যদি আপনার একান্তই ডাউনলোড ম্যানেজার ইউজ করতে অসুবিধা হয় বা ব্রাউজার এর ডিফল্ট ডাউনলোড মেথড টাই আপনার ভালো লেগে থাকে,

তাহলে আপনি Edge এবং Chrome এর Parallel Download সিস্টেম টা এনাবল করে দিতে পারেন।

এটি অনেকাংশে আপনার ডাউনলোড স্পিড বাড়িয়ে দেবে ।

edge and chrome flags experiemnet feature

*** এজন্য আপনি ক্রোম থেকে Chrome Flags এবং Edge থেকে Edge Flagsএ গিয়ে সার্চ অপশন এ প্যারালাল সার্চ দিলে পেয়ে যাবেন । 

***এনাবল করে দিলে ব্রাউজার টি রিস্টার্ট হবে এবং অই ফিচার টি কাজ শুরু করে দিবে ।

মূলত এই Parallel Download এর সিস্টেম টিকে ব্যবহার করেই IDM / FDM এর মত Downloader কাজ করে। শুধু এগুলো তে ডাউনলোড ম্যানেজ করার সিস্টেম  টা থাকে বলেই এগুলো  (IDM / FDM) ডাউনলোড ম্যানেজার।

যেহেতু Browser Experimental ফিচার। তাই FDM ব্যাবহার করার পরামর্শ থাকবে।

multithreaded download manager

ফায়ারফক্স এর বিল্ট ইন এমন ফিচার রয়েছে কি না আমার জানা নেই। কিন্তু অনেক ইউজার রা Multithreaded Download Manager ইউজ করে থাকেন। আপনি সেটিও ট্রাই করতে পারেন।

বুঝতে অসুবিধা হলে ভিডিও টি দেখে আসুন ?

তো আজকের মত এটুকুই। ইনশাআল্লাহ আরো পোস্ট নিয়ে আসবো সামনে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমার ফেসবুক পেজ এ।

ফেসবুক এ আমি

আল্লাহ হাফেজ  ?

 

17 thoughts on "IDM এর Crack নির্ভরশীলতা কাটিয়ে জেনে নিন Free Alternative গুলো"

  1. xD Abubokor Contributor says:
    FDM দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড হয়না
    1. Tarek Author Post Creator says:
      Savefrom net a লিংক দিলেই ডাউনলোড হয়। শুধু ইন বিল্ট পপাপ টা আসে না IDM এর মত। আমি বলেই দিছি সব ফিচার পাবেন না। ?
    2. Rehal Contributor says:
      XDM use koren!
  2. Rifat Khan Contributor says:
    Baki download system,speed IDM er motoi hobe?
    1. Tarek Author Post Creator says:
      জ্বী ভাইয়া। আমি IDM ব্যাবহার করি না বছর খানেক হলো।
    2. Rehal Contributor says:
      Vaiya Uget ba XDM use koren! IDM ar moton e interface!
    1. Tarek Author Post Creator says:
      Thanks bro ❤️
  3. Fahad Ibna Tuhin Contributor says:
    Last 1 year xdm use kori, onek valo (free)
    1. Tarek Author Post Creator says:
      হ্যা ব্রো। আরো অনেক অল্টারনেটিভ রয়েছে। আমার কাছে এটি একটু স্টাবল মনে হয়েছে তাই শেয়ার করেছি। মূলত ক্রাক ইউজ করতে নিরুৎসাহিত করা টাই প্লান ছিলো।
  4. Trickbd Support Moderator says:
    যদিও আমি লাস্ট ১ বছর হলো পেইড IDM use শুরু করেছি তবুও ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য। আমার পরিচিত অনেকেই ক্র্যাক ভার্সন ব্যবহার করেন এখনো। তাদের জন্য কাজে দেবে এটি।

    ধন্যবাদ Trickbd এর সাথে থাকার জন্য।

    1. Tarek Author Post Creator says:
      A positive reply from trickbd support means a lot ❤️
    2. Prince? ?? Contributor says:
      idm লাইফ টাইম কত টাকা?
    3. Prince? ?? Contributor says:
      idm লাইফ টাইম কত টাকা?
  5. Jakir Hossain Contributor says:
    ধন্যবাদ। এটা কতদিন কাজ করবে? আপডেট দেয়া যাবে?
    1. Jakir Hossain Contributor says:
      সরি, ভুল করে কমেন্ট করে ফেলেছি।
  6. Prince? ?? Contributor says:
    IDM Always Best✔️
    শুধু ট্রায়াল এর জন্য সমস্যা!

Leave a Reply