কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন! চলে এলাম আবারো নতুন একটি পোস্ট নিয়ে আশা করছি সকলের ভালো লাগবে!
আজকের টপিক
আমরা অনেকেই আছি যারা টাকার জন্য এন্টিভাইরাস কিনতে পারি না এবং এন্টিভাইরাস সফটওয়্যার গুলোতে যে স্ক্যান এর অপশন গুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারিনা , তাই তাদের জন্য একটি সিক্রেট উইন্ডোজ ক্লিনার ও স্ক্যানার দেখাবো
Details
অনেকে হয়তো এটার ব্যাপারে জানেন কিন্তু যারা যানেন না তাদের উদ্দেশ্যে এই পোস্ট করা । এই ক্লিনিং/স্ক্যানিং প্রোসেস টির নাম হলো
MRT
যার ফুল ফর্ম হলো Malicious Software Removal Tool
How To Use
এটা ব্যবহারের জন্য মূলত আপনাদের পিসির “Run” এপ টির সহায়তা নিতে হবে ।
রান এপ টা লঞ্চ করার জন্য আপনার পিসির সার্চবারে রান লিখে সার্চ করলেই পেয়ে যাবেন
অথবা Ctrl + R একসাথে চেপে ধরুন তাহলেই রান ওপেন হয়ে যাবে ।
এরপর রান ওপেন হলে সেখানে mrt লিখুন নিচের মতো !
mrt লিখে এন্টার প্রেস করলেই নিচের মতো একটি ইন্টারফেস দেখবেন, তো সেখান থেকে Next এ ক্লিক করুন
তাহলেই দেখবেন সেখানে আপনারা Quick Scan , Full Scan & Custom Scan পেয়ে যাবেন
এবার আপনার ইচ্ছা মতো যে স্ক্যান করতে চান সেই স্ক্যান করুন ।
আজ এপর্যন্তই । দেখা হবে পরবর্তী পোস্ট এ নতুন কিছু নিয়ে ।
Notice
এর আগের পোস্ট এ আমি ফটো এডিটিং নিয়ে লিখেছিলাম , সেখানে আপনারা আমাকে সেই কসেপ্ট টা কন্টিনিউ করতে বলেছিলেন আপনারা যদি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এবং এডিটিং নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমি আপনাদের এই বিষয়গুলোর উপর একটি ধারাবাহিক পর্ব আকারে আমার বিভিন্ন সিক্রেট টিপস এবং কিভাবে এসব নিয়ে ফ্রিল্যান্সিং ও করতে পারেন সকল বিষয় শেয়ার করবো , আগ্রহী হলে কমেন্ট করে জানান ।
Windows 10 a Microsoft Defender by default installed thake ?