Repair Video Master খুবই সাধারণ কিন্তু অনেক কার্যকরী একটি সফ্টওয়্যার। এর কাজ হচ্ছে সমস্যায় জর্জরিত ভিডিও ফাইলকে ফিক্স করা।
এটা দিয়ে AVI, DivX, Xvid, MPEG-4, RM, 3GP, RM, RMVB, ASF, WMV, WMA, AC3 ইত্যাদি ফরমেটের ড্যামেজ ভিভিও ফাইলকে রিপিয়ার করতে পারবেন।
এটা ২ জিবির বেশী একটি ভিডিও ফাইলকে রিপিয়ার করতে সক্ষম।
যাহারা ফরমেটকৃত হার্ডড্রাইভ থেকে ভিডিও আপলোড করে চালাতে পারছেন না তাহরা ডাউনলোড করে চেষ্টা করতে পারেন।
2 thoughts on "Repair Video Master দিয়ে নষ্ট ভিডিও রিপিয়ার করুন !"