আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !

আপনি কি জানেন File System কি ? এটার ব্যবহার কি ? File System ->> FAT32 – NTFS – exFat এগুলোর মধ্যে কি কি তফাৎ রয়েছে?

আপনি যদি কখনো কোনো Hard Disk Format করে থাকেন, অথবা নিজের কোনো Pen Drive অথবা SD Card Format করে থাকেন তাহলে তখন আপনাকে ৩ টা অপশন দেখানো হয়।

★ FAT32
★ NTFS
★ exFat

আপনি কি কখনো ভেবেছেন যে এগুলোর বেসিক্যালি কি ব্যবহার ? আজকের পোস্টে এগুলো জানতে পারবেন। কিন্তু তার আগে আপনার এটা জানা দরকার যে আসলে File System কি ?

What is File System?




File System হলো একটি Method অথবা সহজ ভাষায় বলতে গেলে পদ্ধতি যার সাহায্যে আপনি আপনার Smartphone, Computer, Laptop ইত্যাদি যেকোনো Storage Device এ Files কে Manage করতে পারেন।

যার মানে হলো আপনি আপনার Computer এ যে Files Save করেন, কোন Folder এ কোন File আছে, কোন Drive এ কোন File আছে এই সব আপনি File System এর মাধ্যমেই Manage করতে পারেন। এখন‌ও হয়তো আপনি বুঝতে পারেন নি যে File System কি ? তো আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই…↓↓↓

For Example :

আপনি আপনার Computer এর কোনো Drive এ গেলেন, আর সেখানে একটা বা তার বেশি Folder আছে, আপনি একটি Folder এর মধ্যে গেলেন এবং সেই Folder এ কিছু Files Save করলেন। (Copy/Paste, Cut/Move, Create etc.) তো এই সব যে আপনি Manage করতে পারছেন মানে Folder এর ভেতরে গেলেন, আপনি বুঝতে পারলেন যে এই Folder এর মধ্যে আপনার এই File রয়েছে। তো এই সব আপনি File System এর মাধ্যমেই করতে পারছেন।

যদি File System না থাকে তাহলে আপনি আপনার Files গুলো Locate করতে পারবেন না বা খুঁজে পাবেন না। কোন File কোথায় আছে ? কোন Folder কোথায় আছে ? কোন Drive কোথায় আছে ? তো এইসব কিছু যেগুলো আপনি Manage করতে পারছেন এই সব আপনি File System এ মাধ্যমেই করতে পারছেন। এবার হয়তো আপনি বুঝতে পেরেছেন যে File System কতটা জরুরি!

এমনিতেই File System এর বেশ কিছু Types রয়েছে, কিন্তু এখানে File System এর ৩ টি Popular Types রয়েছে।

★ FAT32
★ NTFS
★ exFat

এবার একটা একটা করে এগুলোর বিষয়ে জানা যাক। এগুলো কি ? এগুলোর মধ্যে কি কি সুবিধা, অসুবিধা, তফাৎ – ভিন্নতা রয়েছে?

সবার প্রথমে যে File System রয়েছে সেটা হলোঃ FAT32

FAT32 – File Allocation Table 32


 

FAT32 – File Allocation Table 32 যেটা ১৯৯৬ এ Introduce হয়। আর File System কে Universal File System ও বলা হয়। এটা এই কারণেই যে এই File System প্রায় সব Operating System এ Support করে।

আর এই File System এ ব্যবহার বেশির ভাগ Flash Drive, Pen Drive এ করা হয়। আপনি আপনার Pen Drive এর File System Check করতে গেলে দেখতে পাবেন যে Pen Drive এর যে File System থাকে সেটা Mostly FAT32 হয়।

এর পরে যে File System আসে সেটা হলোঃ NTFS

NTFS – New Technology File System


 

NTFS – New Technology File System যেটা ১৯৯৩ এ Windows এর সাথে Introduce করা হয়েছিলো। এই File System Windows এর জন্য বেশ Popular আজকাল প্রায় সব Windows এ এই File System এর ব্যবহার করা হয়।

তো আপনি আপনার Computer এ এই File System কে Check করতে পারেন। আপনি আপনার Computer এর C Drive এর Properties এ গেলে আপনার Computer এর C Drive এর File System Check করতে পারবেন। ওখানে আপনি NTFS File System দেখতে পাবেন।

এর পরে যে File System আসে সেটা হলোঃ exFat

exFat – Extended File Allocation Table


 

exFat – Extended File Allocation Table যেটা ২০০৬ এ Introduce করা হয়। এটা এখন পর্যন্ত Latest File System আর এটার সবচেয়ে বড় Advantage হলো যে এটাতে আপনি 4 GB Size এর বেশি Size এর Files গুলো সহজেই Store করতে পারবেন।

যেটা আপনি FAT32 File System এ করতে পারবেন না। তাহলে এবার জেনে নেয়া যাক এই File System গুলোর মধ্যে কি কি তফাৎ রয়েছে? যাতে আপনার বুঝতে আরো সুবিধা হয়।

Difference of File System




FAT32 – File Allocation Table 32


 

★ FAT32 তে File Size সর্বোচ্চ 4GB পর্যন্ত হয়।

★ FAT32 কে কম Secure মানা হয়। কারণ এতে আপনি কোনো Security Features পাবেন না।

★ FAT32 কে আপনি NTFS File System এ Convert করতে পারবেন।

★ FAT32 তে আপনি File Compress করার কোনো Option পাবেন না।

★ FAT32 তে আপনি File Encrypt করতে পারবেন না।

NTFS – New Technology File System


 

★ FAT32 এর তুলনায় NTFS এর Make Files Size সর্বোচ্চ 16TB পর্যন্ত।

★ NTFS এ Security Features পেয়ে যাবেন। যার কারণে NTFS কে Secure মানা হয় FAT32 এর তুলনায়।

★ NTFS কে FAT32 তে Convert করা যায় না।

★ NTFS এ File Compress করা যায়।

★ NTFS এ File Encrypt করা যায়।

বেসিক্যালি FAT32 এবং NTFS এর মধ্যে এগুলোই তফাৎ। এবার এটাকে exFat এর সাথে Compare করা যাক।

exFat – Extended File Allocation Table


 

★ exFat এ File Size সর্বোচ্চ 128PIB পর্যন্ত হয়।

★ exFat এর ব্যবহার বেশিরভাগ SD Card এ করা হয়। উদাহরণঃ SD CARD SDXC 32 GB অথবা এর থেকেও বেশি GB যুক্ত SD CARD এ এই exFat File System ব্যবহার করা হয়।

★ exFat এ Windows এর প্রায় সব Version Support করে‌।

★ exFat এর ব্যবহার আপনি তখন করতে পারবেন যখন আপনার FAT32 এর থেকে বেশি File Size Limit দরকার হয় অথবা বেশি Partition Size দরকার হয়।

কেননা FAT32 তে আপনি 4GB Size এর বেশি File Save করতে পারবেন না। যদি আপনি FAT32 তে 5GB বা 10GB Size এর কোনো Files Save করতে চান তাহলে আপনি সেটা করতে পারবেন না।

আর Limitations কে সরাতে আপনি exFat File System এর ব্যবহার করতে পারবেন।

তো এগুলোই হলো FAT32 – NTFS – exFat এর মধ্যে তফাৎ, সুবিধা এবং অসুবিধা‌।

আরও পড়ুনঃ ২ মিনিটেই শিখুন ইসলামী ব্যাংক চেক লেখার নিয়ম !

আরও পড়ুনঃ জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d

12 thoughts on "FAT32-NTFS-exFat File System কি ? এর মধ্যে কি কি সুবিধা – অসুবিধা এবং তফাৎ রয়েছে?"

    1. Sohag21 Author Post Creator says:
      Thank you ?
  1. Md Mahabub Khan Author says:
    পোষ্ট সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ
    1. Sohag21 Author Post Creator says:
      পোস্ট পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ?
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    সুন্দর পোস্ট, তবে আমার পিসি নাই
    1. Sohag21 Author Post Creator says:
      Ok
  3. Mohammad Rakib Hasan Author says:
    Very nice post.
    But, these silly things don’t enter my mind.
    1. Sohag21 Author Post Creator says:
      কিছু বলার নাই। আপনি যে আমার পোস্ট দেখে কমেন্ট করলেন এটাই অনেক‌। ?
  4. MS Shahin Contributor says:
    আমার ১৬ জিবি পেন ড্রাইভ কম্পিউটার সাপোর্ট করে কিন্তু ফরমেট হয় না আবার হয় যদি অনেক সময় লাগে৷ কিন্তু ফাইল পেন ড্রাইভে রাখলে অনেক সময় লাগে কি করে সমস্যা সমাধান করব?
    1. Sohag21 Author Post Creator says:
      Follow Step
  5. Absrazu Contributor says:
    কেউ একটু সহযোগিতা করুন Lenovo laptop windows 10
    Audio driver সমস্যা, লেপটপ অন করলে সাউন্ড আসেনা কিন্তু
    রিস্টার্ট দিলে সাউন্ড আসে । অনেক বার driver ইন্সটল আনইন্সটল দিয়ে, এবং টার্ভেলসুট করেও দেখছি হচ্ছে না।
    1. Sohag21 Author Post Creator says:
      Jani vai, sorry

Leave a Reply