আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি
আপনারা সবাই কেমন আছেন?

 

আগের মতো আজকেও আমি আপনাদের জন্য খুবই দরকারী একটা ট্রিক নিয়ে হাজির হয়েছি। আশাকরি টাইটেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন আজকে আমি কি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেকেই আছেন যারা পিসির জন্য ভালো কোন ফ্রি ভিপিএন খুজে পাচ্ছেন না, আমার আজকের এই আর্টিকেলটি মূলত তাদের জন্যই। ProtonVPN বর্তমান সময়ের জনপ্রিয় ভিপিএনগুলোর মধ্যে একটি। এটার ফ্রি ভার্সন উইনডোজ, ম্যাক, লিনাক্স, এন্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য উন্মুক্ত আছে। এই ভিপিএন এর ফ্রি ভার্সন ব্যবহার করতে আপনাকে কোন কার্ড বা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে না। ভিপিএনটির সবথেকে বড় সুবিধা হচ্ছে এটার কোন ব্যান্ডউইথ লিমিট নেই, অর্থ্যাৎ আপনার ইচ্ছামতো নেট ব্যবহার করতে পারবেন। আরো একটা কথা, এটা কিন্তু ‍সুইজারল্যান্ডের ভিপিএন। সর্বশ্রেষ্ঠ সিকিউরিটির জন্য সুইজারল্যান্ডের সারাবিশ্বে সুনাম রয়েছে। আর বেশি কথা না বলে চলুন এবার কাজ শুরু করে যাক…

 

 

আমি যেহেতু একজন উইন্ডোজ ব্যবহারকারী, তাই আপনারা কিভাবে উইন্ডোজ চালিত পিসি/ল্যাপটপে ProtonVPN ব্যবহার করবেন সেই ব্যাপারে কথা বলবো।

 

১. প্রথমে নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।

DOWNLOAD

 

২. অ্যাপটি যেহেতু পোর্টেবল না তাই আমাদের অ্যাপটি ইনস্টল করতে হবে। তাই ডাবল ক্লিক করে অ্যাপটি ইনস্টল করার জন্য ওপেন করুন।

 

৩. ভাষা সিলেক্ট করে “Next” বাটনে ক্লিক করুন।

 

 

৪. আবার “Next” বাটনে ক্লিক করুন।

 

 

৫. কোথায় ইনস্টল করবেন সেই ফোল্ডার সিলেক্ট করে “Next” বাটনে ক্লিক করুন।

 

 

৬. অ্যাপটি ইনস্টলেশনের জন্য রেডি। ইনস্টল করতে “Install” বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।

 

 

৭. ইনস্টলেশন প্রোসেস শেষ হলে “Finish” বাটনে ক্লিক করে ইনস্টলেশন উইন্ডোটি ক্লোজ করুন।

 

 

৮. ডাবল ক্লিক করে অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পরে লগিন ইন্টারফেস পাবেন। আগে অ্যাকাউন্ট খোলা থাকলে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। আর অ্যাকাউন্ট না থাকলে আমার এই আর্টিকেলটি ফলো করে একটা ProtonMail একাউন্ট খুলে নিন।

[ProtonMail] বর্তমান সময়ের বহুল ব্যবহৃত, সবচেয়ে সিকিউর এবং ফ্রী ই-মেইল সার্ভিস

 

 

নোটঃ যদি আপনার অ্যাকাউন্টটি অন্য কোন ডিভাইসে লগিন করা থাকে তাহলে এমন একটা এলার্ট পাবেন, এটা ক্লোজ করে আবার লগিন করার চেষ্টা করুন

 

 

৯. সঠিকভাবে লগিন হলে নিচের মতো একটা ইন্টারফেস দেখতে পাবেন। “Skip” বাটনে ক্লিক করে পপআপ উইন্ডোটি ক্লোজ করুন।

 

 

১০. ভিপিএন কানেক্টে করতে “Quick Connect” বাটনে ক্লিক করুন

 

 

১১. একটু অপেক্ষা করুন। সার্ভার বিজি থাকলে কানেক্ট হতে একটু বেশি সময় লাগতে পারে। আর কানেক্ট নাহলে নিচের ইন্সট্রাকশন ফলো করুন।

 

 

১২. “Countries” সেকশন থেকে অন্যকোন দেশের সার্ভার সিলেক্ট করে কানেক্ট করার চেষ্টা করুন।

 

 

নোটঃ সবসময় চেষ্টা করবেন লোড কম এমন একটা সার্ভার সিলেক্ট করতে। এমন সার্ভার চিনতে সার্ভারের নামের বাম পাশে একটা ইন্ডিকেটর দেখতে পাবেন। ইন্ডিকেটর সবুজ মানে সার্ভারটির লোড তুলনামুলক কম।

 

১৩. সঠিকভাবে কানেক্টেড হলে উপরের বাম পাশে সার্ভারের লোকেশন, আইপি এবং নেট স্পিড দেখতে পাবেন।

 

 

১৪. আপনি চাইলে নিচের লিংকে ক্লিক করে আপনার ভিপিএন-এর লোকেশন এবং আইপি যাচাই করতে পারেন।

CHECK YOUR IP

 

 

১৫. ভিপিএন ডিসকানেক্ট করতে “Disconnect” বাটনে ক্লিক করুন। ব্যস।

 

 

 

যদি কোনকিছু বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোন সমস্যার মুখোমুখি হোন তাহলে নিচে কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার।

 

যদি আমার এই ট্রিকটি আপনার উপকারে এসে থাকে তাহলে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। আমার ছোট্ট একটা ওয়েবসাইট আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন।

 

আমার ওয়েবসাইটঃ
TrickBuzz Community
TrickBuzz Bangla Community

13 thoughts on "[ProtonVPN] বর্তমান সময়ের বহুল ব্যবহৃত, সিকিউর এবং ফ্রী ভিপিএন"

  1. Thunder-Wolf Contributor says:
    সুন্দর তবে দুইটা ভুল করেছেন।
    ১. ProtonVPN Proton..me এর অংশ, আপনি প্রোটন এ একাউন্ট করলে আলাদা করলে গেমেইল দেওয়া লাগতো না, আপনি নতুন একটা ইমেইল এড্রেস পেতেন যেটা অনেক বেশি সিকিওর, সাথে আপনি বাড়তি সুবিধা হিসেবে বিনামূল্যে প্রোটনভিপিএন ও ক্যালেন্ডার (গেগুল ক্যালেন্ডার) ও পেইড ফিচার প্রোটন ড্রাইভ (গেগুলড্রাইভ) পেতেন।

    ২. প্রোটন শুধু সুইজারল্যান্ডভিত্তিক পণ্য বলেই নিরাপদ না, এটা ওপেনসোর্স প্রোগ্রাম যার সোর্সকোড প্রতিনিয়ত গিটহাবে আপডেট হয় ও কোটি কোটি প্রোগ্রামার পরীক্ষা করে দেখতে পারে চাইলে, কাজেই নিরাপত্তার সাথে কোনো আপোষ নাই।

    1. RONiB Author Post Creator says:
      Thanks for your kind information.
  2. Shakib Expert Author says:
    Best free vpn for pc user❤️
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    অ্যান্ড্রয়েড এর জন্য হবে নাকি শুধু পিসি?
    1. RONiB Author Post Creator says:
      এটার ফ্রি ভার্সন উইনডোজ, ম্যাক, লিনাক্স, এন্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য উন্মুক্ত আছে।
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ
    1. RONiB Author Post Creator says:
      ধন্যবাদ
    1. RONiB Author Post Creator says:
      স্প্যাম লিংক শেয়ার করবেন না। কমেন্ট ডিলিট করুন।
  4. Tushar Ahmed Author says:
    Shundor guchiye likhechen!
    Aytaa ki Windows 7 a cholbe?
    1. RONiB Author Post Creator says:
      ধন্যবাদ।

      ভাই আমি উইন্ডোজ ১০ ও ১১ তে ব্যবহার করেছি। আপনি চেষ্টা করে দেখতে পারেন, আশাকরি চলবে।

  5. sazib Killer Author says:
    এতো দিন আরামে চালাছিলাম। পোস্ট কইরা দিলেন তো পাবলিক বারাইয়া।

Leave a Reply