আশা করি সবাই ভাল আছেন।

মাঝে মাঝেই পিসি থেকে অন্য ডিভাইসে নেট শেয়ার করার দরকার হয়ে থাকে । এজন্য হয়তো আপনি অনেক সফটওয়্যার ব্যবহার করেছেন । আজ একটি সুন্দর ও সহজ ফিচারের সফটওয়্যার এর সাথে পরিচিত হওয়া যাক।

mHotspot_7.7.2.0

তো যেভাবে শেয়ার করবেন তার সংক্ষিপ্ত ধারণা নিয়ে নিন।

 

mHotspot ডাউনলোড করতে ক্লিক করুন।

প্রথমে সবুজ বক্সে আপনার ইছামত নাম দিন।
লাল বক্সে পাসওয়ার্ড দিন।
নীল বক্সে আপনার ইন্টারনেট সোর্স টি দেখিয়ে দিন।
খয়েরী বক্সে বসান কয়জনের সাথে নেট শেয়ার করতে চান।
এরপর Start Hotspot বাটনে ক্লিক করুন।

উপরের স্ক্রীনশর্টটির মত সাকসেস মেসেজ আসলে আরামে wifi-mHotspot দিয়ে  নেট শেয়ার করতে থাকুন।

আর_কোন_সমস্যা_হলে_কমেন্ট__করে_জানাবেন।
#আজ_আর_কিছু_নয়_দেখা_হবে_অন্য_কোন_দিন_নতুন_কিছু_নিয়ে।

5 thoughts on "[Wifi-Hotspot] পিসি থেকে নেট শেয়ার করুন অন্য যে কোন ডিভাইসে সবচেয়ে সহজ ভাবে। মাত্র ৮৫০কেবির mHotspot_7.7.2.0 সফটওয়্যার Latest Version দিয়ে।"

  1. Shadhin Author says:
    ডাউনলোড করে দেখি;
  2. FakeMood Contributor says:
    Kaj hoy na :/
  3. TrickMaster Author says:
    BT Device Lagbe Naki ?
  4. Rakibul985 Contributor says:
    ভাই পেনড্রাইভ লাপটপে নেয় ঠিক ঈ কিন্তু My computer এ শো করে না। remove করতে চাইলে কয় drive is in use.কিভাবে ঠিক করব।
  5. asifulmamun Author says:
    ভাই,,,,
    ব্রডব্যান্ড লাইন ব্যাবহার করলেও কি এই রকম করা যায়,,,,?

Leave a Reply