আসসালামু আলাইকুম !




Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !




আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !



আপনি যদি একজন কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে কখন না কখনো তো অবশ্যই Windows Defender এ ব্যাপারে শুনেছেন অথবা দেখেছেন।

তো আজকের পোস্টে আমি বলবো যে উইন্ডোজ ডিফেন্ডার কি ? আপনার কম্পিউটার বা ল্যাপটপে এটা কিভাবে ব্যবহার করবেন। তাই পুরো পোস্ট পড়তে অনুরোধ করছি।

উইন্ডোজ ডিফেন্ডার হলো একটি ফ্রী অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেটা যা মাইক্রোসফট কোম্পানি দ্বারা প্রোভাইড করা হয়েছে। যার সাহায্যে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে Real time protection কে On করতে পারবেন।

যখন‌ই আপনি আপনার কম্পিউটারে একবার রিয়েল টাইম প্রোটেকশন অন করবেন, এরপর আপনার কম্পিউটারে ভাইরাস আসার সম্ভাবনা অনেক কম হয়ে যায়।

উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করার জন্য না তো আপনাকে এই সফটওয়্যার কে ডাউনলোড করতে হবে আর না এটা আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্সটল করার দরকার হবে।

এই সফটওয়্যার আপনার কম্পিউটার এ আগে থেকেই ইন্সটল করা থাকবে, যদি আপনি একজন উইন্ডোজ ব্যবহারকারী হন।

যদি আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে কোনো ধরনের ফ্রী অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করছেন, অথবা কোনো ট্রায়াল ভার্সন ব্যবহার করছেন, তো এরকম অবস্থায় আমি বলবো যে আপনি এইসব অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোকে Uninstall করে দিন। এবং তখন আপনি এইসব অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর পরিবর্তে উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করতে পারবেন।

আপনি আপনার কম্পিউটারে উইন্ডো ডিফেন্ডার তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি আপনার কম্পিউটার থেকে পুরোনো/আগের অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো ডিলিট করবেন।

কিভাবে ব্যবহার করবেন ?

উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করতে হলে আপনাকে আগে আপনার কম্পিউটারের Control panel এ যেতে হবে।

তারপর নিচের দিকে Windows defender লেখা দেখতে পাবেন, সেটায় ক্লিক করুন।

উইন্ডোজ ডিফেন্ডার লেখায় ক্লিক করার পর দেখতে পাবেন যে Real time protection – off করা আছে।

এবং আপনার কাজ হলো এটাকে Turn on করা‌। যখন‌ই আপনি এটা অন করবেন, তখন দেখতে পাবেন যে Real time protection – on হয়ে গেছে।

এরপর যদি আপনার কম্পিউটারে কোনো ধরনের ভাইরাস আসে তাহলে উইন্ডোজ ডিফেন্ডার সেটাকে খুঁজে বের করে ডিলিট করে দিবে।

যদি আপনি আপনার কম্পিউটার কে Scan করতে চান, তাহলে আপনি Quick, Full, Custom এই ৩ টি অপশন পেয়ে যাবে। এবং আপনার সুবিধামত স্ক্যান করে নিতে পারবেন।

এটাই ছিলো উইন্ডোজ ডিফেন্ডার নিয়ে ছোট্ট পোস্ট।


এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d




8 thoughts on "Computer বা Laptop এ Windows Defender এর কাজ কি ? এটা কিভাবে ব্যবহার করবেন ?"

  1. Shuvobd71 Contributor says:
    আমার মনে হয় ?? যারা পিসি ইউজার তারা সবাই জানে। আর যারা হুদাই চিল্লাচিল্লি করে তারা জানে না ।
    1. Sohag21 Author Post Creator says:
      Apnar comment er jonno dhonnobaad !
  2. KawႽαᖇ AӀɑო✨ Contributor says:
    আপনার পিসির Ram রের্ম কত জিবি? @Sohag
  3. Sohag21 Author Post Creator says:
    PC amar nai, amar mamar ache. ( 8/120 )
    1. KawႽαᖇ AӀɑო✨ Contributor says:
      আপনার Screenshot দেখেই বুঝেছি, পিসি নেই!! Win10 ডিফেন্ডার অনেক পুরান ভারসন Screenshot
  4. Asif Contributor says:
    ভালো পোস্ট
  5. MD Musabbir Kabir Ovi Author says:
    সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

Leave a Reply