আসসালামু আলাইকুম ট্রিকবিডিবাসী কেমন আছেন আপনারা, আশাকরি ভালো আছেন।

আমি অনেকদিন পর ট্রিকবিডিতে আসলাম। আজ আমি আপনাদের সামনে ছোট একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি, আশাকরি আপনারা উপকৃত হবেন বা জরুরি মুহুর্তে কাজে লাগবে।

আমাদের জীবনে আউটপুট ডিভাইসের গুরুত্ব অপরিসীম, বোবা মানুষ যেমন কথা বলতে পারেনা তেমনি আমাদের কম্পিউটার স্পিকার কিছু শোনাতে পারেনা। আজকে এই স্পিকার নিয়ে আমার পোষ্ট।

আজকে আমি শেখাব কিভাবে আপনার ফোনকে কম্পিউটার বা ল্যাপটপ এর স্পিকার এবং মাইক্রোফোন হিসেবে রুপান্তরিত করবেন।

কি কি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেনঃ

  • অনেকসময় ল্যাপটপ এর স্পিকার নষ্ট হয়ে যায়, জরুরি মুহুর্তে তখন আপনার ফোনকে স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন।
  • আপনার ডেক্সটপে অডিও রেকর্ড করার জন্য মাইক্রোফোন না থাকলে আপনার ফোনের মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করতে পারবেন।
  • এয়ারফোন বা ওয়ারলেস এয়ারফোন আপনার ডেস্কটপে ব্যবহার করতে পারবেন। (এই সিস্টেমটি আমি বেশি ব্যবহার করি এবং আমার ভালো লাগে)
  • বেশিরভাগ কম্পিউটার ল্যাবে বা ট্রেনিং সেন্টারে স্পিকার, মাইক্রোফোন রাখেনা হুটহাট ভার্চুয়ালি কোন মিটিং করতে হলে আপনার ফোনটিকে কম্পিউটারের মাইক্রোফোন এবং স্পিকার বানিয়ে কাজ সেরে ফেলতে পারবেন।
  • যতগুলো ফোন পিসির সাথে কানেক্টেড করাতে পারবেন সবগুলোতেই স্ট্রিম করাতে পারবেন, পিসিতে কিছু প্লে করে পুরো বাড়িতে ফোন নিয়ে ঘুরে বেড়িয়ে শুনতে পারবেন।

এই সুবিধা নিতে গেলে কি কি লাগবেঃ

কিছু পেতে হলে কিছু দিতে হয়, তো আসুন দেখি কি কি লাগবে। আহামরি তেমন কিছু লাগবেনা যা লাগবে তা সবসময় আমাদের কাছে থাকেই। যেহেতু স্মার্টফোনকে স্পিকার বা মাইক্রোফোন বানাব তাই ফোন তো লাগবেই আর ফোনের সাথে কম্পিউটার এর যোগাযোগ করার জন্য একটি মাধ্যম লাগবে।

  • আপনার স্মার্টফোন
  • AudioRelay নামে একটি সফটওয়্যার।
  • একটি USB-Cable বা Type-C কেবল
  • বাসায় Wi-Fi

অনেকে ঘাবড়াবেন যে আবার ইন্টারনেট কানেকশন লাগবে, আপনারা চিন্তা করবেন না ইন্টারনেট না হলেও হবে। ইন্টারনেট না থাকলে কেবল ব্যবহার করবেন, কেবল না থাকলে ইন্টারনেট ব্যবহার করবেন। দুটোর একটা হলেই চলবে। তবে ইন্টারনেট থাকলে কেবলের কোন ঝামেলা থাকে না সবকিছু ওয়ারলেসলি করা যায়। কেবল ব্যবহার করলে অবশ্যই ফোনের USB-Tethering অন করতে ভূলবেন না।

কেমনে কি করবেনঃ

খুবই সিম্পল পিসিতে একটি সফটওয়্যার লাগবে সেম সফটওয়্যার মোবাইলে লাগবে দুজনের মধ্যে সম্পর্ক করিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল।

তবে মজার বিষয় হলো এই সফটওয়্যারটি Windows, Linux, macOS সব প্লাটফর্মেই চালাতে পারবেন।

এই ওয়েবসাইট থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নেবেন তারপর প্লে স্টোর থেকে স্মার্ট ফোনে ডাউনলোড করবেন।

AudioRelay for Desktop
Windows

64-bit

0.26.3

Download

AudioRelay for Mobile

Android

0.26.1

Play Store link

 

 

Screenshot_1

Screenshot_2

Screenshot_3


সেট আপ করা একদম সহজ তাই আর লিখলাম না  তবু কিভাবে করতে হবে লিংক দিয়ে রাখলাম প্রয়োজন হলে দেখে নিবেন।

How to Use your phone as a mic for windows 10

How to Stream audio from your pc to your phone

তবু বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি আছি।

আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম। FACEBOOK

17 thoughts on "আপনার মোবাইলে পিসি বা ল্যাপটপের সমস্ত শব্দ শুনুন এবং পিসির মাইক্রোফোন হিসাবে মোবাইলকে ব্যবহার করুন।"

  1. Bulbul Ahmed Contributor says:
    ৫ বছর পর…….
    1. Avatar photo Naim Siddique Author Post Creator says:
      মোটামুটি ৩ বছর পর, মাঝে অনেক পোষ্ট ডিলিট করে দিয়েছি।
    1. Avatar photo Naim Siddique Author Post Creator says:
      Welcome brother ❤️
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ ভাই
    1. Avatar photo Naim Siddique Author Post Creator says:
      Take love ❤️
    1. Avatar photo Naim Siddique Author Post Creator says:
      thank you vai ❤️
  3. Avatar photo Alif Islam Contributor says:
    Phone Deya Ke PC TA Live Voice Deya Jai Amon Tutorial Dela Vlo Hoto
    1. Avatar photo Naim Siddique Author Post Creator says:
      ভাই এটা দিয়েই হবে।
  4. Avatar photo Fi Jannatin Naim Contributor says:
    আপনার পোষ্ট দুটা আসলেই মারাত্নক। সেই পাঁচ বছর আগে পোষ্ট করেছিলেন দেখলাম। অনেক দিন পর ভালো মানের পোষ্ট পাচ্ছি। চালিয়ে যান।
    1. Avatar photo Naim Siddique Author Post Creator says:
      ধন্যবাদ, আপনাদের মন্তব্য আমাদের অনুপ্রেরণা দেয়।
  5. Avatar photo Hm Shaha alom Contributor says:
    Good. Kajer jinis
    1. Avatar photo Naim Siddique Author Post Creator says:
      হ্যাঁ
  6. Avatar photo MD. Jahid Hossin Contributor says:
    উপকারী সফটওয়ার
    1. Avatar photo Naim Siddique Author Post Creator says:
      জি

Leave a Reply