Windows Subsystem for Android™ হলো উইন্ডোজের জন্য Android System. এমাজন এপ স্টোরে লগিন এর মাধ্যমে ‘এমাজন এপস্টোর’ থেকে এপ্লিকেশন ইন্সটল করা যায়। কিন্তু, বাংলাদেশ জিওরেসট্রিকটেড! ভিপিন দিয়ে বাইপাস করা গেলেও অনেক প্যারা অফিশিয়াল ভার্শন ব্যবহার করা!

Play Store এবং রুট(Magisk/KernalSU) সহ WSA ব্যবহার করার জন্য ২ টি পদ্ধতি বর্ননা করবোঃ

সাধারণ ব্যবহারকারীদের জন্যঃ

গিটহাব লিংকঃ https://github.com/MustardChef/WSABuilds/releases
এই লিংক থেকে আপনার সিস্টেম এর কনফিগ অনুসারে রিলিজ পেজ থেকে ডাউনলোড করে নিন জিপ ফাইল।

ভার্শনিংঃ

  • 1. WSA_XXXX.X0000.X.0_XXXX_Release-Nightly-MindTheGapps-XX.X-RemovedAmazon.zip
    – শুধু Google Play Store and Services থাকবে
  • 2. WSA_XXXX.X0000.X.0_XXXX_Release-Nightly-magisk-XXXXX.XXXX.-canary-MindTheGapps-XX.X-RemovedAmazon.zip
    – Google Play Store and Services এবং Magisk
  • 3. WSA_XXXX.X0000.X.0_XXXX_Release-Nightly-kernelsu-vX.X.X-MindTheGapps-XX.X-RemovedAmazon.zip
    – Google Play Store and Services এবং KernelSU


নির্দেশনাঃ

১। আপনার যদি রুট লাগে তাহলে ২ বা ৩ যেকোন একটা ডাউনলোড দিতে পারেন। আর, রুট না লাগলে ১ নাম্বারটা। এই ৩ টা ভার্শনে GApps হিসেবে MindTheGapps ব্যবহার করা হইছে! OpenGapps ব্যবহার করা হয়নাই। যদি আপনার OpenGapps লাগে তাহলে পোস্টের পরে অংশ দেখতে পারেন। সাধারন ব্যবহারকারির প্লে স্টোর+GMS এর জন্য যেকোন ভ্যারিয়েন্ট এর জিএপস ই যথেষ্ট!

২। জিপ ফাইল ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করে run.bat ফাইলে ক্লিক করে এডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দিবেন। এডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ না চায় তাহলে ধরে নিবেন ইন্সটল হয়নি। ইন্সটল করে যাবে WSA! ১ বা ২ বার অনুমতি চাইতে পারে diagnositic information নেয়ার জন্য। দিয়ে দিবেন অনুমতি।


৩। Windows Subsystem for Android™ Settings ওপেন করে ডেভেলপার অপশন থেকে ডেভেলপার অপশন চালু করে দিবেন, তাহলে, ADB দিয়ে ম্যানুয়ালি বা থার্ডপার্টি উইন্ডোজ এপঃ WSA Tools বা WSA Pacman দিয়ে সহজে যেকোন এপ ইন্সটল করতে পারবেন।

এডভান্স ব্যবহারকারীদের জন্যঃ

আপনি যদি এডভান্স ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে WSALocal by LSPosed বা WSALocal এর উপর বেস করে বানানো github@MustardCheff/WSABuilds দিয়ে নিজে বিল্ড করে নিতে পারেন।

১ঃ WSALocal by LSPosedঃ এই মেথডে বিল্ড করতে আপনার ভালো ইন্টারনেট সংযোগ + লিনাক্স/GNU থাকা থাকলে! Ubuntu/Debian/openSUSE Tumbleweed দিয়ে সহজেই পারবেন বিল্ড করতে। চাইলে, WSL(Windows Subsystem for Linux) ব্যবহার করতে পারেন। জামেলা হলোঃ একটু সময় লাগে মাইক্রোসফট এর সার্ভার থেকে WSA এর ফাইল ডাউনলোড হতে। বিস্তারিত নির্দেশনার লিংকঃ https://github.com/LSPosed/MagiskOnWSALocal#text-guide

২ঃ MustardCheff/WSABuilds: এই মেথডে গিটহাব এর হোস্টেড সার্ভার ব্যবহার করা হয় গিটহাব একশন এর মাধ্যমে। তবে, ফর্ক করে নয়! ইম্পোর্ট করে। বিস্তারিত রিডমি ফাইলে আছে। বিস্তারিত নির্দেশনার লিংকঃ https://github.com/MustardChef/WSABuilds#–want-to-build-your-own-custom-build-

নোটঃ আপনি যেহেতু এডভান্স ব্যবহারকারী তাহলে আপনি রিডমি নির্দেশনা পড়ে নিজে WSA বিল্ড করতে পারবেন বলে আশা করছি। এরপর ও নিজে বিল্ড করতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
প্রো-টিপঃ উবুন্টু ভিএম বা ডুয়াল বুট ব্যবহার করবেন।

ক্রেডিটঃ গুগল(এনড্রয়েড), মাইক্রোসফট(WSA), Magisk(John Wu), WSALocal(Howard Wu), WSA Builds(MCDeltaT), Github(CodeSpaces & GH Action)

8 thoughts on "Play Store এবং Magisk সহ[/ছাড়া] Windows Subsystem For Android(WSA) ব্যবহার করুন আপনার পিসিতে | LSPosed | WSALocal"

  1. RANehal Contributor says:
    Windows 10 e possible?
    1. Abu Sayed Contributor Post Creator says:
      হ্যাঁ! সম্ভব। তবে, একটু ওয়ার্কএরাউন্ড করতে হবে।

      বিস্তারিত কয়েকটা লিংক দিচ্ছিঃ নির্দেশনা পড়ে নিজে চেষ্টা করুন।

      https://github.com/cinit/WSAPatch
      https://forum.xda-developers.com/t/windows-subsystem-for-android-wsa-for-windows-10-11-android-13.4533165/

      নিজে একটু চেষ্টা করে দেখেন। আমি জানালা১১(ডিপইন) ব্যবহারকারী?

  2. kaif is Contributor says:
    vai amar pc te install hoy na.
    Deployment failed with HRESULT: 0x80073CF9, Install failed. Please contact your software vendor
  3. Mikasa Ackerman Contributor says:
    4gb ram e install hobe?
    1. Abu Sayed Contributor Post Creator says:
      ইন্সটল হয়তো করতে পারবেন কিন্তু চালাতে গেলে অনেক জামেলায় পরবেন! হোস্ট সিস্টেম(এক্ষেত্রে উইন্ডোজ) এ মিনিমাম ৮ জিবি র‍্যাম লাগবে!
    2. SåÑàÜr ãSïF Author says:
      Lposed WSA te SafetyNet Bypass kora possible?
      If possible, how?
  4. SåÑàÜr ãSïF Author says:
    Lposed WSA te SafetyNet Bypass kora possible?
    If possible, how?
    1. Abu Sayed Contributor Post Creator says:
      না! সম্ভব না!

Leave a Reply