আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।

আজকে আলোচনা করবো কিভাবে সিডি / ডিভিডি ক্যাসেট ছাড়াই ওয়াইফাই রিসিভার কানেক্ট করবেন।

আমরা বাজার থেকে যে ওয়াইফাই রিসিভার গুলো কিনি তার মাঝে রিসিভার এর সাথে একটি ছোট ক্যাসেট থাকে এবং ঐ ক্যাসেটের মাঝে ড্রাইবার ইনস্টল করা থাকে।

বর্তমান সময়ে পিসিতে সিডি/ডিভিডি রম কেই বা ব্যবহার করে।

তাই আপনাদের এরুপ সমস্যার সমাধান দেওয়ার জন্য আমার এই টপিক।

প্রথমে নিচে দেখানো লিংক থেকে ডাউনলোড করুন।

Download For Google Drive

তারপর স্ক্রীনশট দেখে দেখে ইনস্টল করে নিন।

প্রথমে ডাউনলোডকৃত ফাইলটি Winrar সফটওয়্যার দিয়ে Extrack করে নিন।

আপনার পিসিতে winrar সফটওয়্যারটি না থাকলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন

Download For Official Winrar

তারপর ড্রাইবারটির window ফাইলটি ইনস্টল করুন

তারপর ইনস্টল এ ক্লিক করুন।

তারপর নিচের মতো স্ক্রীন আসলে I Accept the all the licence agrement এ মার্ক করে Next এ ক্লিক করুন।

   তারপর Install এ ক্লিক করুন

তারপর Install Driver and meditek WLAN ulity এ মার্ক করে Next এ ক্লিক করুন।

যদি আপনি শুধুমাত্র Driver ইনস্টল করতে চান তাহলে Install Driver only তে ক্লিক করুন।

তারপর Finish এ ক্লিক করুন

ব্যাস আমাদের কাজ শেষ । এইবার দেখুন আপনার ‍রিসিবারটি কানেক্ট হয়ে যাবে।

তো আর কথা না বাড়িয়ে আজকে এইখানেই বিদায় নিচ্ছি আমি সোহেল আরমান রাজু

আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে আমি

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশাই এইখানেই বিদায় নিচ্ছি । আল্লাহ হাফেজ।

ধন্যবাদ

14 thoughts on "সিডি/ডিভিডি ক্যাসেট ছাড়াই ওয়াইফাই রিসিভার কানেক্ট করুন।"

  1. IMRAN GAZI Contributor says:
    এটার কাজ কি ভাই
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Cd chara wifi reciver connect…pc te wifi connect korte to wifi adepter lage..oi adepter connect korte cd er maddome driver install korte hoy..
      Kintu bortoman kom manushi cd use kore..er jonny asepter connect korar drive eita
  2. IMRAN GAZI Contributor says:
    Receiver na thakle ki kaj korbe drive a?
  3. Md Zakir Hossen Author says:
    Win 10 emni tei thake
    1. Sohelarman4374 Author Post Creator says:
      No vai…amio win10 user..
  4. Sohelarman4374 Author Post Creator says:
    na vai…wifi adepter lagbe
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Thanks
  5. ጠđ Ⱥł Ⱥmin Author says:
    সকল motherboard & processor এ কাজ করবে?
    MSI A520M-A Pro & AMD Ryzen 4650G সাথে Window 10 pro
    কনফিগারেশনে কাজ করবে?
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Ji vai…
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Thanks vaiya
  6. Rasedul Hasan Contributor says:
    এখন প্রায় সব মাদারবোর্ড এর সাথেই ওয়াইফাই এনাবল থাকে। আর যে গুলোতে নাই সেগুলো তে ড্রাইভার অটো দেয়াই থাকে।
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Sob gulate dewa thakena

Leave a Reply