আসসালামুয়ালাইকুম, আশা করি ভালই আছেন।

Android-phone-as-webcam
শিরোনাম পড়েই হয়তো বুঝতে পেরেছেন যে আজ আমি আপনাদের’কে জানাব কিভাবে খুব সহযেই আপনার এন্ড্রয়েড হ্যান্ডসেটের ক্যামেরাকে ওয়েব ক্যাম হিসাবে ব্যবহার করতে পারেন। এতে করে একদম HD কোয়ালিটির ছবি পাবেন। আপনার মোবাইলের ক্যামেরা যত ভাল হবে রেজুলেশন ততই ভাল পাবেন।
এই কাজ করতে আপনার যা যা লাগবে।
১। একটি Windows PC.
২। একটি এন্ড্রয়েড ফোন।
৩। পিসি ক্লাইন্ট সফটওয়্যার- ডাউনলোড করুন
৪। এন্ড্রয়েড এপিকে- ডাউনলোড করুন

আপনাদের জন্য আমি একটি পেইড এপস্‌ শেয়ার করলাম যেন ক্রিষ্টাল ক্লিয়ার ইমেইজ কোয়ালিটি পান। যেটির গুগোল প্লে-ষ্টোর এর মূল্য ৩.৮১$।

কাজ শুরু করার জন্য Widows ক্লাইন্টটি এখান থেকে ডাউনলোড করে নিন, এবং এন্ড্রয়েড আপস্‌টিও ডাউনলোড করে নিন।
আপনার এন্ড্রয়েড ফোনের সেটিংস্‌ এ গিয়ে USB debugging মুডটি চালু করে নিন।
webcam1

এবার কম্পিউটারে DroidCam Client সফটওয়্যারটি ইন্সটল করে নিন এবং ফোনে DroidCam Pro টি ইন্সটল করে নিন।
এবার আপনার পিসিটে সফটওয়ারটি চালু করুন।
webcam2

এবং মোবাইলে সেটে USB Cable পিসি সাথে কানেক্ট করে DroidCam pro চালু করুন।
webcam3

এবার দেখুন আপনার ফোনে ও পিসিতে পোর্ট গুলি একই আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে পিসিতে DroidCam Client এর Star বাটনে ক্লিক করুন।
webcam4

এর মাধ্যমে Skype সহ যেকোন সফটওয়ারে কাজ করেতে পারবেন।
webcam5

আশা করি আমার এই টিউনটি কারো বুঝতে কষ্ট হয়নি। এর পরও যদি কারও কোন সমস্যা হয় তবে অবশ্যই টিউনমেন্টে জানাবেন।

সবাই ভাল থাকবেন আর অন্যকেও ভাল রাখবেন।
আল্লাহ হাফেজ।

Leave a Reply