আস্সালামূ আলাইকুম ।
আশা করি সবাই ভালো আছেন।
অনেকদিনপর 1টা পোষ্ট করতেছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি পোষ্ট টি সবার উপকারে লাগবে।

বিঃদ্রঃ আমি Gigabyte Motherboard থেকে দেখাচ্ছি, এর মানে এই না অন্য Motherboard এ এটা হবে না। সব Motherboard এর Options প্রায় একিই । আর যারা BIOS সম্পর্কে কিছুই বুঝেন না তারা অভিজ্ঞ কাওকে দিয়ে করাতে পারেন ।

 

Deference Between TPM and PTT

  1. Actually No Difference
  2. TPM ADM এর ক্ষেত্রে
  3. PTT Intel এর ক্ষেত্রে

CMS support কি?

সোজা বাংলাং OS Boot হবে Storage ‍থেকে Motherboard বা অন্য Security এর কোন হাত থাকবে না।

TPM বা PTT কি? Secure Boot না করলে সমস্যা কি?

  1. বাইরে থেকে কোন Input দিলে তা Check হবে TPM দিয়ে ।
  2. Secure Boot Enable না করলে সমস্যা কোন সমস্য নেই । Enable করলে Brick হওয়ার সম্ভাবনা কম থাকে।

সমস্যা সমূহঃ

  1. TPM খুঁজে পচ্ছি না । উঃ তথ্য মতে বিগত  5 বছর যাবত আসা সকল Motherboard এ এই Security রয়েছে।
  2. Secuer Boot enable করলেও OS Boot হয় না বার বার BIOS এ ফিরে আশে। উঃ নিচে (Step2)
  3. CMS support disable  করলেও ‍Secuer Boot enable হয় না । উঃ নিচে (Step3)

****BIOS এ যেতে Motherboard logo show করার সময়  F12 বা  DELETE press করুন****

নরমালী আপনার BIOS এরকম থাকবে। I mean  CMS support enable থাকা অবস্থায় Storage ‍Boot Control  থাকবে UEFI । আর না থাকলে UEFI করে নিবেন।

 

Step 1:

আপনার BIOS থেকে TPM বা PTT enable করে নিবেন । আর Trusted Computing টা ও enableকরে নিবেন। then Save and Exit

 

Step 2:

PC restart দিন । তারপর নিচের মতো কাজ করুন। ** মূলত disk partition style MBR থাকার জন্যই  Secuer Boot enable অবস্থায় OS Boot হয় না বার বার BIOS এ ফিরে আশে *** ।

1.

2.

 

3.

আপনার disk partition style যদি MBR হয়, তাহলে তা GPT তে convert করতে হবে ।

Follow SS

Type1: কোন specific Disk convert করতে নিচের Command Promt use  করুন

1.
mbr2gpt /validate /disk:0 /allowFullOS
2.
mbr2gpt /convert /disk:0 /allowFullOS

(here /disk:0 is your disk number . check Step2,image2 )

Type2: All Disk convert করতে নিচের Command Promt use  করুন (Recommanded)

mbr2gpt /convert /allowFullOS

4.

Then Check Your disk partition style. And Step 2 is Complete.

Step 3:

  1. Bios থেকে CMS support Diasble করে দিন।

2. Secuer Boot এ প্রবেশ করুন

3.

ScreenShot এ দেখুন ‍System Mode User দেখাচ্ছে । আপনাদের এটা থাকবে না , আপনাদের এটা করতে হবে । এখন যেভাবে করবেন-

1. Secure Boot Customization থেকে custom করে দিন ।

2. Yes করে দিন ।

3. এখন আবার Secure Boot Customization থেকে Standard করে দিন ।

4. Yes করে দিন ।

5. এখন Secure Boot enable করার চেষ্টা করলে Video error দেখাবে ( যদি না দেখায় আপনার কাজ এখানেই শেষ) । তাই Restart করা লাগবে। এখন save and exit দিয়ে না গিয়ে সরাসরি Bios এ প্রবেশ করুন ।

6. Secure Boot এ গেলে দেখবেন System Mode User দেখাচ্ছে। এখন Secure Boot enable করুন ‍আর save and exit দিয়ে os এ প্রবেশ করুন । কাজ শেষ।

 

এখন  ISO image থেকে win11 install দিন।

 

আরও প্রশ্ন:

  1. Disk partition style কেন GPT লাগবে ।

উঃ GPT এমন একটি পদ্ধতি যার দ্বারা 128 টি partition এর করতে পারবেন । মূল কথা এইটা না , মূল কথা হচ্ছে os নিজে একটি  partition তৈরী করে । বাকিটা  search online.

 

মতামতঃ 

এই সমস্যা ছাড়াও আরও সমস্যা থাকতে পারে । অবশ্যই কমেন্ট করে জনাতে পারেন।

কষ্ট করে পোষ্ট করি কোন টাকার উদ্দেশ্যে নয় । তাই সহমর্মিতার অনুরোধ করছি। ধন্যবাদ।

 

**** আর Office 365 বা Office proffesional Plus কিভাবে  MS এর official digital licence দিয়ে use করতে হয় তার পোষ্ট করব নাকি তাও কমেন্ট করে জনাতে পারেন ****।

15 thoughts on "Windows 11 install করার পদ্ধতি without any kind of Bypass । যাবতীয় সমস্যা সমূহ । TPM 2.0 and Secure Boot Enabling"

  1. xinli Contributor says:
    I install in MBR partition………No problem at all
    1. মামুন Author Post Creator says:
      Yes. You can also do that but can’t upgrade from win10 to win11
  2. abrahman_55 Contributor says:
    MBR to GPT korte gele ki Disk er data loss hobar possibility ache?
    1. মামুন Author Post Creator says:
      No
    2. xinli Contributor says:
      gpt is upgrade version………….but, you should continue with MBR if you run Remix os/phoenix os in your pc………….
    3. abrahman_55 Contributor says:
      @মামুন MBR kore windows dewa. Legacy Boot. Jodi GPT kori tobe ki UFEI korte hobe nahole ki problem hobe?
    4. মামুন Author Post Creator says:
      Previous OS boot hobe na.
    5. abrahman_55 Contributor says:
      @মামুন mane ei eivabe convert korar notun kore install korte hobe tai to?
  3. Rajiuzzaman Rokon Contributor says:
    Nice post, amar pc i-3 6th gen amar pc te ki windows 11 install hobe..?
    1. মামুন Author Post Creator says:
      প্রসেসর এর ব্যাপার না। Motherboard ব্যাপার।
      বাইপাস করে যেকোনো ডিভাইস এ ই করা সম্ভব
    2. abrahman_55 Contributor says:
      Low end pc te Windows 11 install na korai better.. CPU Usage always high thakbe.. slow thakbe apnar device.
    3. মামুন Author Post Creator says:
      না। নতুন করে install করা লাগবে না ।

      Cms suoport থাকলে সরাসরি os storage থেকে boot হয়।

      Secure boot থাকলে Motherboard এ বুট লোকেশন দরকার হয়। GPT mood করলে বুট পার্টিশন চিনহিত থাকে ।
      আবার GPT না করে secure boot on করার পর নতুন os install দিতে হবে।

  4. rustom12 Contributor says:
    Amar pc 4gb ram, i5 4th gen 240gb ssd,,, windows 11 deoa jabe?
    1. মামুন Author Post Creator says:
      অনেক ল্যাগ এর দেখা পাবেন।
  5. MD Musabbir Kabir Ovi Author says:
    ভালো লিখেছেন

Leave a Reply