আসসালমুআলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি দেখাবো কিভাবে আপনরা Office Application ফ্রী ও জেনুইন ভাবে ইউজ করবেন।
কিছু কথা:
- যেহেতু ফ্রী তাই একেবারে প্রিমিয়াম ই, এরকম আশা করা বোকামি।
- সামান্য ভোগান্তি তো আছে ই। তা হলো 1 লাইসেন্স 150 দিন ব্যবহারযোগ্য।
- কিছু লগইন অ্যাকটিভিটি থাকা লাগবে । অর্থাৎ আপনি মাসে অন্তত 5 দিন লগইন না করলে প্রোফাইল auto delete হয়ে যাবে।
Condition:
নিচের কন্ডিশন গুলা ভালো করে পড়ে নিবেন
Step:
- প্রথম কাজ হচ্ছে MS office devoloper account create করা।
- আমি যে অপশন সিলেক্ট করছি আপনারাও সেইগুলুই সিলেক্ট করবেন।
গুগলে search করেন MS office devoloper
অথবা লিংক এ যান
Follow screenshots:
1.
2. Company name যত ছোট রাখতে পারেন । 1 টা example দিলাম।
3.
4.
5. Configurable Sandbox Select করবেন।
6. Country দিবেন Bangladesh। Username মনমতো । আর ডোমেইন name যত ছোট রাখতে পারেন। কারণ পরে লগইন করতে সুবিধা হবে ।
7. আপনার নম্বর দিয়ে ভেরিফাই করে নিন ।
8. Account হয়ে গেলে আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন।
- আপনার ড্যাশবোর্ড এর ডোমেইন নামে কোনো দরকারে আসবে না।
- Administrator এর যে mail আছে ঐটা ই আপনার লাইসেন্স mail।
- একটু যে আগে 10 সংখ্যার পাসওয়ার্ড দেয়া লাগছে ঐটা আপনার এই mail এর password।
- এই পাসওয়ার্ড change করলে 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে পারবেন ।
- আর সর্বশেষ কথা, 15 দিন এর ভিতর MS Authenticator দিয়ে 2fa এনাবল করতে হবে ।
সর্বশেষ কাজ হচ্ছে MS office এর যেকোনো 1টি পোগ্রাম ওপেন করে তাতে লগইন করা। অনেকের লগইন করতে বা লগইন এর পর প্রোডাক্ট key চাইতে পারে । সেই অবস্থায় 1বার লগইন compelete করে (অবশ্যই signin for all applications দিবেন) । অ্যাপ ক্লোজ করে আবার ওপেন করলে দেখবেন নিচের মতো Subscription product for আপনার email দেখাচ্ছে।
আপনি যদি উপরের কন্ডিশন না পড়ে থাকেন তাহলে আমিই বলে দিচ্ছি
- প্রথম অবস্থায় 90 দিন দেয়া হবে ।
- 90 দিন শেষ হলে ডিলিট প্রোফাইল এ ক্লিক করলে 1 দিন সময় নিয়ে প্রোফাইল রিসেট হবে। তখন আরো 60দিন সময় পাবেন ।
- 1 অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ 25 টি সাবডোমেইন তৈরি করতে পারবেন। অর্থাৎ 1 টা অ্যাকাউন্ট দিয়ে আলাদা আলাদা 25 টি আইডি পাস নিতে পারবেন । সবগুলার মেয়াদ mother account এর সমান হবে।
1.
আশা করি কারো সমস্যা হওয়ার কথা না ।
মন্তব্য:
- অনেকে বলবেন এটা পার্মানেন্ট না । কথা সত্য কিন্তু আপনে 1 অ্যাকাউন্ট করে প্রায় 5 মাস premium চালাতে পারবেন। তাছাড়া বেটা আপডেট তো পাচ্ছেন ই। এটা যদি না পোষায় তাহলে ভাই sorry।
- এটাও বাইপাস এর সিস্টেম আছে তবে আমি কোনো ক্র্যাক ছাড়া win11 চালানোর চেষ্টা করি ও আপডেট রাখি। যতটা সম্ভব।
- আবার অনেকে বলবেন Edu mail দিয়ে পার্মানেন্ট হয়। কিন্তু এটা বাস্তবতা না। Edu mail দিয়ে কিছু দিন চালানো যায় । তারপর payment না করলে ব্লক করে দেয়। আবার অনেক জায়গায় vpn ইস্যু আছে। মোটকথা সবাই এটা নিতে পারবে না।
- সবশেষে বলতে চাই, বাজে মন্তব্য করবেন না । সমস্যা হলে কমেন্ট বক্স আছে । কিছু mistake হতেই পারে।
- আর যদি এই সার্ভিস নেন দয়া করে সপ্তাহে 1 বার ও মাসে 5 বার লগইন কইরেন । ওয়ার্ড অ্যাপ এ নেট কানেকশন দিয়ে করলেও হবে।
ধন্যবাদ।
***** আপনারা KMS auto বা এই জাতিও ম্যালওয়্যার দিয়ে উইন্ডোজ এক্টিভ না করে normally command promt দিয়ে win অ্যাক্টিভ করার trick জানতে চাইলে কমেন্ট এ জানতে পারেন । যদিও কাজটা অনেক সহজ । যারা একটু বুঝেন তাদের হয়তো দরকার হবে না । *******
YouTube এ সার্চ করলে পাবেন । কিন্তু এখানের নিয়ম মেনে কাজ করা লাগবে