আসসালামুওয়ালাইকুম


সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।

আমরা অনেকেই পিসি গেমার বা ইমুলেটর গেমার আছি ! যারা হয়তো প্রোফেশনালি গেমিং না করলেও ক্যাজুয়ালি করে থাকি ।

কিন্তু অনেকের পিসি স্লো হওয়ায় গেম প্রচুর ল্যাগ করে । যা সহ্য না করতে পেরে অনেকেই খেলাই ছেড়ে দেয় ।

আজ এই পোস্ট টি তাদের উদ্দেশ্যেই । আশাকরি কিছুটা হলেও উপকার পাবেন ।

দেখানো স্টেপস ফলো করুন


প্রথমে Settings থেকে

Gaming অপশনে যান !

এরপর Game Mode এ ক্লিক করুন !

এটাকে এনাবেল করুন !

এরপর Graphics অপশনে ক্লিক করুন

তারপর যেই গেম এ ভালো ফলাফল চান সেই গেম এ ক্লিক করুন !

এরপর এটাকে “High Performance” করে দিন !

করে দিয়ে Save করে দিন । এরপর থেকে আপনার গেম কিছুটা হলেও স্মুথ চলবে আগের থেকে !

তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ ।


টেলিগ্রাম 

ফেসবুক

ইনস্টাগ্রাম

 

3 thoughts on "(Basic) Low end পিসি তে গেম খেললে খুবই ল্যাগ হয় ? ল্যাগ থেকে কিছুটা হলেও বিরত থাকার উপায় দেখুন ! Win11"

  1. PTX Master Contributor says:
    Je game gula smoothly win10 a use jora jai oigulou win11 te problem kore
    1. Saimum Raihan Author Post Creator says:
      Humm ata thik bolechen…. Karon Windows 10 onk beshi optimized windows 11 er cheye kintu windows 11 o day by day onek imrpove korche….!! Regular Stable Updates o ashche !!

Leave a Reply