প্রিয় ট্রিকবিডি পরিবার,

আজ আমি একটি অত্যন্ত আবেগময় মুহূর্তের সম্মুখীন। আমি এই লেখার মাধ্যমে আপনাদের জানাতে চাই যে, আমি ট্রিকবিডির অথোর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আমার এই যাত্রা শুরু হয়েছিল বেশ কিছু বছর আগে, যখন আমি প্রথম ট্রিকবিডিতে যোগদান করি। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, ট্রিকবিডি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখানে আমি অনেক কিছু শিখেছি, অনেক নতুন বন্ধু বানিয়েছি এবং আমার দক্ষতাকে উন্নত করার সুযোগ পেয়েছি।

আমার এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে ব্যক্তিগত ও পেশাদার কারণে, আমি মনে করেছি যে নতুন সুযোগের জন্য কিছু জায়গা তৈরি করা প্রয়োজন। আমি বিশ্বাস করি, ট্রিকবিডির ভবিষ্যত উজ্জ্বল এবং এখানকার সমস্ত সদস্যের সঙ্গে আমি গর্বিত যে আমি তাদের সঙ্গে কাজ করেছি।

আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের দলের প্রতিটি সদস্যকে, যারা আমাকে সাহায্য করেছে এবং সমর্থন করেছে। আমাদের একসাথে করা কাজ এবং আপনারা যে সহযোগিতা প্রদান করেছেন, তা কখনোই ভুলে যাওয়ার মতো নয়।

আমি আশা করি যে, ট্রিকবিডি তার গতিশীলতা ও গুণগত মান বজায় রাখবে এবং ভবিষ্যতে আরো উচ্চতায় পৌঁছাবে। আমি সকলের জন্য সাফল্য ও শুভ কামনা জানাই।

শেষে, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আবারো একত্র হওয়ার আশায় থাকছি।

বিদায় এবং শুভকামনা!

8 thoughts on "Shareit এর মতো করে এখন কম্পিউটার ও মোবাইলের মধ্যে ফাইল আদান প্রদান করুন খুব সহজে"

  1. Tech Rakib Contributor says:
    sharite e use kori pc tey
    1. Danger Rafi Author Post Creator says:
      Share it pc version onek ager. Akhonkar update pawa jayna. Connect hote jhamela kore.
  2. Sobuj0005 Contributor says:
    এখনকার সব স্মার্টফোনের ফাইল ম্যানেজারে FTP (File Transfer Protocol) অপশন আছে, ওটা ব্যবহার করে কোনও সফটওয়্যার ছাড়াই ডাটা ট্রান্সফার করা যায়, এত ঝামেলার দরকারই নেই, কারণ সফটওয়্যার ব্যবহার করলেও আপনাকে প্রাইভেট নেটওয়ার্কে কানেক্টেড থাকতে হবেই। তাছাড়া সম্ভব না।
    1. Danger Rafi Author Post Creator says:
      জ্বি ভাই, তবে এটাও একটা পদ্ধতি।
    2. M.Rubel Author says:
      ভাই ftp তে কি net লাগেনা
  3. Rik Contributor says:
    কোনো প্রকার অ্যাপ এবং ইন্টারনেট কানেকশন ছাড়াই Near by share দিয়ে ফোন এবং পিসিতে খুব ইজিলি ফাইল আদান প্রদান করা যায়। ওইটাই বেস্ট।
    1. Danger Rafi Author Post Creator says:
      ভাই ওইটাতে পিসিতে ব্লুটূথ ডঙ্গগল লাগে। সবার কাছে তো আর ব্লুটুথ ডংগল লাগানো থাকে না।
  4. Rik Contributor says:
    হ্যাঁ তা অবশ্য ঠিক। ল্যাপটপ ইউজার হলে ঠিক আছে।

Leave a Reply