হেলো ট্রিকবিডি বন্ধুরা!
কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভালোই আছেন। চলে এলাম আপনাদের জন্য কম্পিউটার রিলেটেড একটা দারুন পোস্ট নিয়ে। আশাকরি অনেকেরই কাজে লাগবে ইনশাআল্লাহ।

পোস্ট এর গুরুত্বপূর্ণতা:

এখন একটা পার্সোনাল কম্পিউটার ধরতে গেলে সবার বাড়িতেই আছে কারণ টেক ও প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক উন্নত। কিন্তু যাদের বাড়িতে একটা কম্পিউটার আছে তাদের অনেকেরই একটা বিষয় বিরক্ত লাগে, আর সেটা হচ্ছে মোবাইল এর প্রয়োজনীয় ডেটা ফাইল ডাটা কেবল এর মাধ্যমে কম্পিউটারে ব্যাকাপ করা।আবার কম্পিউটার থেকে মোবাইলে কোন ফাইল ট্রান্সফার করতে গেলেও ডাটা কেবল লাগে। তো এ বিষয় টা ধরতে গেলে বিরক্তকর কারণ অনেকে সময় ডাটা কেবল নড়ে যায়, যার ফলে ফাইল ট্রান্সফার থেমে যায়।

তো এই ভেজাল না করে আমরা ওয়ারলেস ভাবে শেয়ার-ইট এর মতো করে ফাইল আদন প্রদান করা যায় কিভাবে তা দেখবো।

শুরু করার আগে কিছু কথা:

এই প্রসেস এর জন্য আপনার কম্পিউটার এবং মোবাইল একই নেটওয়ার্ক এ সংযুক্ত থাকতে হবে।যেমন একই ওয়াইফাই নেটওয়ার্ক, বা ওয়াইফাই না থাকলে মোবাইল এর হটস্পট এর সাথে কম্পিউটার কে কানেক্ট করে নিবেন।

চলুন শুরু করি:

প্রথমে মোবাইলে অ্যাপ ডাউনলোড ও সেটাপ করি:

প্রথমে মোবাইলের Play Store এ যান এবং Xdrop File Transfer লিখে সার্চ করেন। এবং ইনস্টল করে ফেলুন:

এবার অ্যাপ টা ওপেন করুন:

তারপর বড়ো Arrow চিহ্ন তে ক্লিক করে এগিয়ে যানঃ

এবার নিচের পারমিশন দুইটা দিয়ে দিন:

এবার যেকোনো একটা গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলুন, কিন্তু মনে রাখবেন এই সেম গুগল একাউন্ট আপনার পিসিতেও লাগবে:

তাহলেই অ্যাপ ইন্টারফেস চলে আসবে:

চলুন এবার কম্পিউটারে অ্যাপ টা ডাউনলোড করে ফেলি:

প্রথমে Microsoft Store এ ক্লিক করুন:

এবার Xdrop – Fastest File Transfer লিখে সার্চ করেন এবং ইনস্টল করে ফেলুন:

এবার অ্যাপ টা ওপেন করুন:

তাহলেই দেখবেন অ্যাপ টা ওপেন হয়ে গেছে:

এখন আসি ডাটা ট্রান্সফার করবেন কিভাবে?

এর জন্য কম্পিউটারে অ্যাপ টা ওপেন রেখে মোবাইলেও অ্যাপ টা ওপেন করুন এবং নিচে Swip to send এ ক্লিক করুন:

তাহলেই দেখবেন আপনার কম্পিউটার ডিভাইস এখানে শো করছে, ক্লিক করে এগিয়ে যান:

আমি দুইটা মোবাইল অ্যাপ ট্রান্সফার করে দেখাচ্ছি, যেকোনো কিছু সিলেক্ট করে Next এ ক্লিক করুন:

তাহলেই দেখবেন আপনি যা সেন্ড করতে চান তা সিলেক্ট হয়ে গেছে, এখন আবার Swip to send এ ক্লিক করুন:

তাহলেই দেখবেন ফাইল ট্রান্সফার শুরু হয়ে গেছে, দেখুন অ্যাপ দুইটা কম্পিউটারে ট্রান্সফার হয়ে গেছে:

কম্পিউটারে অ্যাপ দুইটা রিসিভ এর ছবি:

তো এভাবেই আপনারা যেকোনো ফাইল কম্পিউটারে ট্রান্সফার করতে পারবেন ডাটা কেবল এর ঝামেলা ছাড়া।

চাইলে আমার পার্সোনাল ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেনঃ- এখান থেকে

হেল্প এর জন্য যোগাযোগঃ টেলিগ্রাম

আশাকরি সবাই সবকিছু বুঝে গেছেন। বুঝতে না পারলে কমেন্টস এ জানাতে পারেন।

ধন্যবাদ।

8 thoughts on "Shareit এর মতো করে এখন কম্পিউটার ও মোবাইলের মধ্যে ফাইল আদান প্রদান করুন খুব সহজে"

  1. Tech Rakib Contributor says:
    sharite e use kori pc tey
    1. Danger Rafi Author Post Creator says:
      Share it pc version onek ager. Akhonkar update pawa jayna. Connect hote jhamela kore.
  2. Sobuj0005 Contributor says:
    এখনকার সব স্মার্টফোনের ফাইল ম্যানেজারে FTP (File Transfer Protocol) অপশন আছে, ওটা ব্যবহার করে কোনও সফটওয়্যার ছাড়াই ডাটা ট্রান্সফার করা যায়, এত ঝামেলার দরকারই নেই, কারণ সফটওয়্যার ব্যবহার করলেও আপনাকে প্রাইভেট নেটওয়ার্কে কানেক্টেড থাকতে হবেই। তাছাড়া সম্ভব না।
    1. Danger Rafi Author Post Creator says:
      জ্বি ভাই, তবে এটাও একটা পদ্ধতি।
    2. M.Rubel Author says:
      ভাই ftp তে কি net লাগেনা
  3. Rik Contributor says:
    কোনো প্রকার অ্যাপ এবং ইন্টারনেট কানেকশন ছাড়াই Near by share দিয়ে ফোন এবং পিসিতে খুব ইজিলি ফাইল আদান প্রদান করা যায়। ওইটাই বেস্ট।
    1. Danger Rafi Author Post Creator says:
      ভাই ওইটাতে পিসিতে ব্লুটূথ ডঙ্গগল লাগে। সবার কাছে তো আর ব্লুটুথ ডংগল লাগানো থাকে না।
  4. Rik Contributor says:
    হ্যাঁ তা অবশ্য ঠিক। ল্যাপটপ ইউজার হলে ঠিক আছে।

Leave a Reply