আসসালামু আলাইকুম । ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি চঞ্চল । 

 

কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহ তায়ালা আপনাদের সবাই কে অনেক অনেক ভালো রাখছে । ইনশাল্লাহ আমিও ভালো আছি। 

 

দীর্ঘ সময় পরে আবার আজকে পোস্ট লিখতে বসলাম নতুন একটা টপিক নিয়ে । আশা করি অনেকের কাজে দেবে । আর কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

 

আজকে যে বিষয় টি আলোচনা করবো তা হলো যে কিভাবে আপনি আপনার পিসি থেকে USB এর মাধ্যমে মোবাইল এ ইন্টারনেট চালাবেন , মোবাইল এ ডাটা চালু করতে হবেনা , ওয়াইফাই ও না, যাকে বলে রিভার্স ইউএসবি টেথারিং ।

 

 অনেকেই হয়তো জানেন , কিন্তু আমি জানতাম না , ভাবলাম অনেকেই হয়তো নাও জানতে পারে , আগে জানতাম মোবাইল থেকে USB দিয়ে পিসি তে নেট চালানো যায় । 

 

তো চলুন এসব কথা না বাড়িয়ে কাজের কথায় আসি ।

 

প্রথমে নিচের ফাইল ২ ডাউনলোড করে নিন ।

 

1. First

 

2. Second

 

এবার ফাইল দুইটা এক্সট্র্যাক্ট করে নিন ।

 

 

তারপর উইন্ডোজ এর C ড্রাইভ এ একটা ac নামে নতুন ফোল্ডার তৈরি করে নিন ।

 

 

তারপর ২ টা ফোল্ডার এর সব ফাইল এই ac ফোল্ডার এ কপি করে দেন ।

 

 

এবার অ্যাড্রেস বারে cmd লিখে এন্টার চাপুন ।

 

 

এখন আসুন মোবাইল এ , 

 

মোবাইল এ Developer Option এ চলে যান , যাদের এই অপশন নেই তারা ফোন এর About অপশন এ গিয়ে build number এ ৭-৮ বার ক্লিক করুন এটা এনাবল হয়ে যাবে। 

 

 

একটু নিচে গিয়ে Usb Debugging অপশন টা অন করে দিন ।

 

 

হয়ে গেলে পিসির সাথে মোবাইল টা Usb দিয়ে কানেক্ট করে নিন । 

 

এবার আসুন পিসি তে , 

 

Cmd তে টাইপ করুন gnirehtet install . তারপর এন্টার চাপুন । 

 

 

 

তারপর Usb debugging এর পপ আপ আসবে allow করে দিবেন ।

 

 

পরবর্তীতে টাইপ করুন gnirehtet run . 

 

 

তারপর মোবাইল এ লক্ষ করুন একটা VPN অপশন আসবে Allow করে দিবেন ।

 

 

সব কাজ শেষ , এখন প্রমাণ :- 

নিচের স্ক্রিন শট দেখুন , ওয়াইফাই অফ , ডাটা অফ, YouTube চলতেসে .

 

 

 

আজকে এ পর্যন্তই , সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , আর ট্রিকবিডির সাথেই থাকবেন । আল্লাহ হাফেজ ।

 

আর কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে এখানে ক্লিক করুন :- TUNTUNI HAXOR

13 thoughts on "পিসি থেকে Usb এর মাধ্যমে মোবাইল এ ইন্টারনেট শেয়ার করুন , মোবাইল এ Data বা Wi-Fi চালু করতে হবেনা ।"

  1. Ferdous Ahmed Author says:
    ভুলেও কেউ ফাইল ডাউনলোড করবেন না।Virus total দিয়ে স্ক্যান করার পর ফাইলে ট্রোজান হর্স পাওয়া গেছে।
    1. Chanchal Islam Author Post Creator says:
      Pagol naki vai, R ami matro check korlam , gnirehted all ok, r mtk tool a decetect korse ota amr banano kono tool na

      Android er official website a ase

      , ja onekei bebohar kore, Apnar hyto etar bisoye kono dharonai nai caile cheak korte paren, nice link dilam.

      https://developer.android.com/tools/releases/platform-tools

      jkhn amra python dye sms bombing kori tkhn o seta windows defender trojan horse hisebe dhore ney, kintu onekei amra sms boming kori kono khoti hyna . Mobile er lucky pather , apk path koray bebohar hoy setaw virus dekhay, esb onk tools e emn . Asha kori bujhte parsen , R jdi haters der moto khocha dite asen taile vai r bolar kisu nai, sorry.

    2. Ferdous Ahmed Author says:
      মোবাইল আর কম্পিউটার দুইটা আলাদা ব্যাপার।মোবাইলে এসব লাকি প্যাচার,গেম গার্ডিয়ান সহ আরো অনেক এপ ব্যবহার করেছি কিন্তু কখনো কোন কিছু হ্যাক হয়নি বা ভাইরাস ঢুকেনি।কিন্তু একটা সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে পুরো পিসির সকল ডাটা হ্যাক হয়ে গিয়েছিল।এত ভোগান্তিতে পরেছিলাম যা বলার ভাষা নাই।এই ঘটনার পর থেকে আরো কোন থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি না।
  2. Nazmul Islam Author says:
    usb cable lagate hobe?
    1. Chanchal Islam Author Post Creator says:
      hm
  3. Rakibuzzaman Contributor says:
    আমিও চেক করালম, ptw.zip এটা ভাইরাস দেখাচ্ছে।
    1. Chanchal Islam Author Post Creator says:
      ha vai dekhsi to amio, trickbd te r o emn onk file ase jegulo virus detect kore, amr uporer coment ta poren bujhben asha kori r eitw dekhbe:-

      https://developer.android.com/studio/releases/platform-tools.html

      download kore scan kore dekhun, eta to android er official website

    2. Chanchal Islam Author Post Creator says:
      vai ki konodin adb use korsilen? android studio ba sms bomber use korsilen?. ba sqli dumper, tfs dork genaretor ba windows activator?
  4. JABER Author says:
    amar mbl a notification 1ta o ashe na. developer option teke usb ta on korar por o
    1. Chanchal Islam Author Post Creator says:
      Of kore abr on koren ..
  5. Liton khan Contributor says:
    Amr to kaj korlo na bujlam na ki problem. Tobe YouTube theke new posesh peyeci

Leave a Reply