আজকে আপনাদের সামনে আমি খুব ছোট আকারের একটি পোর্টেবল সফটও্যার নিয়ে হাজির হয়েছি । বেচারা ছোট হলেই কি হবে কাজে তো ছোট নি । কথায় আছে ছোট সাপের বিষ বেশি । আমার আজকের এই সফটওয়্যারটি দ্বারা আপনি আপনার পিসিকে ওয়াইফাই হটস্পটে পরিণত করতে পারবেন মাত্র ১ টি ক্লিকেই । কোন প্রকার ঝামেলা ছাড়াই । এর সাইজ মাত্র ৪০০ কিলো বাইট এবং এটি পোর্টবল । এর নেই কোন ইন্সটলের ঝামেলা । শুধু ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন । আশা করি অনেক উপকারে দেবে এই ছোট্ট সফটওয়্যারটি । সফটওয়্যারটির নাম mHotspot
এবার তাহলে ডাউনলোড করে নিন । সাইজ নিয়ে চিন্তা করতে হবে না । মাত্র ৪০০ কিলোবাইট । সাথে ডাইরেক্ট ডাউনলোড লিংক ।
ডাউনলোড করুন | 400 KB
এবার ডাউনলোড করে ফাইলটি আনজিপ করে নিন । এখানের mHotspot নামের ফোল্ডারের ভেতরে mHotspot ফাইলটি ওপেন করুন । এবার নিচের স্কিনশটের মতো আসবে ।
এখানের Hotspot Name এ আপনার হটস্টপটের নাম দিন এবং Password এ পাসওয়ার্ড দিন । এবার Start Hotspot বাটনে একটি ক্লিক করুন । বেশ চালু হয়ে গেলো আপনার পিসির ওয়াইফাই হটস্পট । এবার সবাই মিলে উপভোগ করুন ।
One thought on "আপনার পিসিকে বানিয়ে ফেলুন ওয়াইফাই হটস্পট মাত্র ১ ক্লিকেই । এর চেয়ে সহজ মনে হয় না সম্ভব। মাত্র 400KB এর পোর্টেবল সফটওয়্যার ।"