উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে অনেক কিছুই নতুন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য একটি ফিচার হলো ওয়াই-ফাই সেন্স। এটির মাধ্যমে ফেইসবুক ও আউটলুক থাকা বন্ধুরা পাসওয়ার্ড ছাড়াই সরাসরি শেয়ার করা ওয়াই-ফাই ব্যবহার করতে পারে। তবে এতে হিতে বিপরীত হওয়ার আশংকাও থাকে।

কেননা সুযোগ বুঝে তালিকায় থাকা বন্ধুরুপী শত্রুরা নেটওয়ার্কের ঢুকে তথ্য হাতিয়ে নিতে পারেন। ওত পেতে থাকা হ্যাকাররাও এমন সুযোগের সদ্ব্যবহার করে বারোটা বাজিয়ে দিতে পারে আপনার। এমন ঝুঁকি নিতে না চাইলে ফিচারটি বন্ধ করে রাখা যায়।
ওয়াই-ফাই শেয়ারিং বন্ধ রাখার পদ্ধতি জানাতে এ টিউটোরিয়াল।
ফিচারটি বন্ধ করতে প্রথমে ‘Settings’-এ যেতে হবে।
তারপর সেখান থেকে Network & Internet-এ যেতে হবে।

সেখান থেকে Wi-Fi অপশনটিতে ক্লিক করে Manage Wi-Fi settings-এ ক্লিক করতে হবে।

তাহলে নতুন একটি উইন্ডো চালু হবে, যেখান থেকে আউটলুক, ফেইসবুক, স্কাইপ কন্টাক্টগুলো আনচেক করে দিতে হবে।
তাহলে হটস্পটে ওয়াই-ফাই শেয়ারিং থাকলে তা কেউ আর ব্যবহার করতে পারবে না। যা আপনার নেটওয়ার্কের নিরাপত্তা বাড়িয়ে আরও বেশি নিরাপদ করে তুলবে।
টিউনটি প্রথম প্রকাশিত হয় এখানে চাইলে ঘুরে আসতে পারেন

Leave a Reply