প্রথমেই বলে নিচ্ছি
আমি এই প্রথম ট্রিকবিডিতে পোস্ট করছি
তাই কোনো ভুল হলে Please Forgive Me
ট্রিকবিডিকে ওয়াডপ্রেসে দেখে সত্যই খুব ভালো লাগছে
আশা করি ট্রিক বিডি আরও এগুবো
অপরদিকে ট্রিকবিডিতে ইদানিং প্রচুর স্পাম হচ্ছে
তাই রানা ভাইকে বিশেষ অনুরোধ জানাচ্ছি আপনি যেনো এই স্পামের জন্য কঠোর কার্যক্রম গ্রহণ করেন

তো আজকের পোস্টে ফিরে যাওয়া যাক
আমি মাত্র ওয়াডপ্রেসে পা দিলাম
আশা করি যারা ওয়াডপ্রেসে নতুন তাদের জন্য আমার পোস্টটি যথেস্ট কার্য়কর হবে
তো,যাদের ওয়ার্ডপ্রেসে বানানো ওয়েব
সাইট আছে তারা নিশ্চয় খেয়াল করে থাকবেন
যে,ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্সন রিলিজ হওয়ার
পর ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে মেসেজ

দেয় নতুন ভার্সনে আপডেট করার জন্য।
মেসেজ টা অনেকটা এরকম”New version
relased.Please update now”।আপনি যতক্ষণ না
আপনার সাইট নতুন ভার্সনে আপডেট
করবেন,ততক্ষণ এই বিরক্তিকর মেসেজ
আপনাকে সহ্য করতে হবে।
তো আপনি চাইলে খুব সহজে এই সমস্যার সমাধান
করতে পারবেন।এজন্য আপনার সাইটের এডমিন
প্যানেলে প্রবেশ করুন।এরপর Appearance
থেকে Editor এ যান এবং বর্তমান থিমের
functions.php ফাইলটি editor এ ওপেন করুন
তাহলে functions.php এর সকল কোড
দেখতে পারবেন।
এবার নিচের কোডটুকু functions.php ফাইলের
সবার শেষে বসিয়ে update এ ক্লিক করুন
অর্থাত্ save করুন।

Code
add_filter
( ‘pre_site_transient_update_co
create_function( ‘ $a ‘ ,
” return null;” ) );

তাহলে ওয়ার্ডপ্রেস এর আপডেট মেসেজ আর
শো করবেনা।বুঝতে অসুবিধা হলে কমেন্ট
করুন। আর যদি কারও কোনো হেল্প লাগে
তাহলে বলতে পারেন যথেস্ট সাহায্য করার চেস্টা
করব ধন্যবাদ

Leave a Reply