আমি এখন হতে আপনাদের ব্লগিং এর কিছু টিপস দেয়ার চেষ্টা করব। মূলত মেইন টপিক, যেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তাই এটি নিয়ে টিপস করতে গেলে এমন অনেক টিপস পাবেন যেগুলো ব্লগারেও বা অন্য প্লাটফর্মেও কাজে আসবে। পাশাপাশি এইচটিএমএল, জাভা স্ক্রিপ্ট, পিএইচপি ইত্যাদি সম্পর্কে টিপসের মাধ্যমে আপনাদের জানাব। আশাকরি সাথে থাকবেন। আর লেখা ভাল লাগলে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকে প্রথমেই একটা চালাকি টিপস শেয়া করছি আপনাদের সাথে। ভাল যদি না লাগে তাহলে সুইসাইড করব (মিথ্যা)।
আমদের অনেক সময় ব্যাকলিংকের জন্য বিভিন্ন সাইটে কমেন্ট করতে হয়। অনেক সাইট আবার লিংক শেয়ার করতে দেয় না। এই অবস্থায় কি করবেন? নিচের প্রশ্নগুলো যদি আপনার প্রশ্নের সাথে মিলে যায় তাহলে এই টিপসটি আপনার জন্যই।
- কোথাও কমেন্ট করতে গেলে লিংক দিলে ভেজাল করে তাইনা?
- নিজের সাইটের লিংক না দিলে কমেন্ট করতে মনে চায় না?
- রেংকিং বাড়ানোর জন্য ব্যাক লিংক বাড়াবেন?
এক কাজ করেন স্মাইলসের
পিছনে লিংক দিয়ে দেন।
স্মাইলে ক্লিক করলেই চলে
যাবে আপনার সাইটে। সাইটের
এডমিনের বুঝতে খাটতে হবে
যাবে
আর হয়ে গেল আপনার ব্যাক
লিংক। এভাবে লিংক
বাড়াতে থাকেন তাড়াতাড়ি
সবাই এই চালাকি জেনে
ফেলার আগে
আপনার কমেন্টের যেখানে
স্মাইল দিতে চান সেখানে
নিচের কোড টা পেস্ট করেন-
<a href="yoursite.com">:)</a>
yoursite.com এর জায়গায় আপনার
সাইটের লিংক দেন। আর : ) এর
স্থলে যেই স্মাইল দিতে চান
সেইটা দেন।
জিনিসটা অনেক মজার তাই
মজা পেলেন। আশা করি ভাল
লাগবে। এইটা কিন্তু আমার
আবিষ্কার।
আরো ভালো wordpress tips পেতে এখানে visit করুন
19 thoughts on "ব্যাক লিংক টিপস, অন্য সাইটে চালাকি করে আপনার লিংক দিন কমেন্টের মাধ্যমে"