আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি
মহান আল্লাহ্ তা’আলার অশেষ রহমতে ভাল আছেন? আমিও
আলহামদুলিল্লাহ্ ভাল আছি ।

আমার এবারের চেইন টিউন ওয়ার্ডপ্রেস নিয়ে ।
এই চেইনটি মূলত নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য
এবং যারা ওয়ার্ডপ্রেস শুরু করতে চান তাঁদের জন্য ।
আমাকে ইতোমধ্যে অনেকেই ম্যাসেজ দিয়ে বলেছেন যে,
কিভাবে তাঁরা একটি ওয়েবসাইট তৈরি করবে,
এইচটিএমএল (HTML) এবং সিএসএস (CSS) না শিখে তাঁরা
ওয়েবসাইট তৈরি করতে পারবেন না কি না ইত্যাদি । আর
ওয়ার্ডপ্রেস ধারাবাহিক নিয়ে টিউটোরিয়াল লেখার
জন্যও বলেছেন । আবার অনেকে ওয়ার্ডপ্রেস দিয়ে
কিভাবে ব্লগিং করবেন তা জানতে চেয়েছেন । যাইহোক,
সকলের কথা মাথায় রেখে আজ থেকে শুরু করে দিলাম
ওয়ার্ডপ্রেস এর উপর ধারাবাহিক টিউটোরিয়াল । আর
আজ ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এর প্রথম
পর্ব । আশা করি ওয়ার্ডপ্রেস এর ধারাবাহিক
টিউটোরিয়ালটি নিয়মিত লিখবো – ইনশাল্লাহ্ ।

প্রথমেই আমরা জেনে নিবো ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস (WordPress) হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সিএমএস
(CMS) অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । এটি একটি
ওপেনসোর্স ব্লগিং সফটওয়্যার । ওয়ার্ডপ্রেস অত্যন্ত
শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । ম্যাট
মুলেনওয়েগ ২৭ শে মে, ২০০৩ সালে প্রাথমিক ভাবে
ওয়ার্ডপ্রেস প্রকাশ করেন । ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ
সংস্করণ (4.7.1) ১৮ ফেব্রুয়ারী ২০১৭ সালে রিলিজ হয় ।

ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কোনো রকম প্রোগ্রামিং জ্ঞান
ছাড়াই স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা
সম্ভব । যেহেতু, ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স কন্টেন্ট
ম্যানেজমেন্ট সিস্টেম তাই আপনি স্বাধীনভাবে
ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন । ওয়ার্ডপ্রেস ব্যবহার
করতে আপনাকে কোন প্রকার টাকা পরিশোধ করতে হবে ।
আপনি শুধু ডোমেইন এবং হোস্টিং এর টাকা পরিশোধ
করবেন । এই শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম
দ্বারা আপনি প্রায় সকল ধরনের ওয়েব সাইট বানাতে
পারেন । কেননা, ওয়ার্ডপ্রেস এ রয়েছে বিনামূল্যে

অসংখ্য থিম (Theme) এবং প্লাগিন (Plugin) । আপনি
চাইলে ওয়ার্ডপ্রেস এর জন্য থিম কিনে ব্যবহার করতে
পারেন । এমনকি, আপনি নিজেও ওয়ার্ডপ্রেস থিম এবং
প্লাগিন বানাতে পারেন । এক্ষেত্রে, আপানাকে
অ্যাডভান্স লেভেল এ যেতে হবে । তবে, আমার
ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এ কিভাবে
এইচটিএমএল টেম্পলেটকে ওয়ার্ডপ্রেস থিম (HTML to
WordPress) এ কনভার্ট করা যায় তা আলোচনা করবো ।
আপনি জেনে অবাক হবেন যে, ওয়ার্ডপ্রেস এ ৩৭,১৪৯ এর
বেশি প্লাগিন রয়েছে । এসব প্লাগিন ইতোমধ্যে
৮৯৪,১৬৩,৯৯০ এর বেশি ডাউনলোড করা হয়েছে । আর
প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেস প্লাগিন এর সংখ্যা বেড়েই চলছে
। একইসাথে, বাড়ছে এসব প্লাগিন ডাউনলোডের সংখ্যা ।
যেহেতু, ওয়ার্ডপ্রেস একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট
সিস্টেম তাই, আপনি সহজেই ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি
করা ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারবেন । এমনকি আপনি
চাইলে আপনার স্মার্টফোন দিয়ে ওয়ার্ডপ্রেস দ্বারা
তৈরিকৃত ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারবেন ।
ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ সংস্করণ (4.7.1) এ ওয়ার্ডপ্রেস
এর বেশকিছু পরিবর্তন হয়েছে এবং বেশ কিছু ফিচার যুক্ত
হয়েছে । আমার সমস্ত চেইন টিউনটি মূলত ওয়ার্ডপ্রেস এর
সর্বশেষ সংস্করণের আলোকে লেখা হবে ।

ওয়ার্ডপ্রেস পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা
তৈরিকৃত একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার ।
ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে । আগে
ওয়ার্ডপ্রেস শুধু ব্লগিং করার জন্যই ব্যবহার করা হতো ।
কিন্তু, বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সব ধরনের
ওয়েবসাইট তৈরি করা হচ্ছে । আমাদের প্রিয় ট্রিকবিডি
ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি ।

টিউটোরিয়াল এর বিষয়বস্ত

আমি ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এ প্রতিটি
বিষয় অত্যন্ত সহজভাবে লেখার করার চেষ্টা করবো ।
ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এ প্রথমে
ওয়ার্ডপ্রেস সম্পর্কে প্রাথমিক ধারনা দিবো । এরপর,
কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন তা আলোচনা করবো
। তবে, আমি সামান্য অ্যাডভান্স লেভেল এ যাবো । তাই,
কিভাবে এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেস এ কনভার্ট
করবেন তা আলোচনা করবো । তাই, আমি আমার
ওয়ার্ডপ্রেস ধারবাহিক চেইন টিউনকে দুইটি ধাপে ভাগ
করবো;

ধাপ-০১: প্রথম ধাপে আমি ওয়ার্ডপ্রেস এর বেসিক

বিষয়বস্ত আলোচনা করবো । এ ধাপে একজন লোক কোন
রকম প্রোগ্রামিং জ্ঞান ছাড়া-ই ওয়ার্ডপ্রেস দিয়ে
একটি ওয়েবসাইট বানাতে পারবেন এবং তা নিয়ন্ত্রন
করতে পারবেন । প্রথম ধাপে ৭-৮ টি টিউন এর মাধ্যমে
সম্পূর্ণ করবো – ইনশাল্লাহ্ ।

ধাপ-০২: দ্বিতীয় ধাপে আমি আলোচনা করবো কিভাবে
একটি এইচটিএমএল টেম্পলেটকে ওয়ার্ডপ্রেস এ রূপান্তর
করা যায় । এ ধাপে অবশ্যই আপনাকে এইচটিএমএল এবং
সিএসএস এর উপর মুটামুটি দক্ষ হতে হবে । যদি এইচটিএমএল
এবং সিএসএস না জানেন তাহলে আপনি জেনে খুশি হবেন
যে, আমি আজ থেকে ট্রিকবিডি এ শুরু হতে যাচ্ছে
স্ট্যাটিক ওয়েব ডিজাইনের উপর চেইন টিউন । আশা করি,
উক্ত চেইন টিউন থেকে এইচটিএমএল এবং সিএসএস শিখতে
পারবেন ।

এতক্ষণ আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানলাম এবং এর
কিছু সুবিধা সম্পর্কে আলোচনা করলাম আর ওয়ার্ডপ্রেস
ধারাবাহিক চেইন টিউনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা
করলাম । আজকের টিউটোরিয়াল এ প্র্যাকটিস করার মত
কোন কাজ দেওয়া হয়নি । তবে, আগামী টিউটোরিয়াল
থেকে নিয়মিতভাবে কাজ করে যেতে হবে ।
আজকের টিউটোরিয়াল এ আশা করি আপনাদের
ওয়ার্ডপ্রেস সম্পর্কে মুটামুটি ধারনা হয়েছে এবং
ওয়ার্ডপ্রেস ধারাবাহিক চেইন টিউন এর বিষয়বস্তু
সম্পর্কে বুঝতে পেরেছেন । যদি কোন বিষয় বুঝতে
অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টের
মাধ্যমে জানাতে পারেন । আর টিউটোরিয়ালটি যদি
আপনাদের ভাল লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না ।
ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল প্রথম পর্ব আমি
এখানেই শেষ করছি । আগামী পর্বে আমরা আলোচনা
করবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন?

11 thoughts on "ওয়ার্ডপ্রেস চেইন টিউটোরিয়াল [পর্ব-০১] :: ওয়ার্ডপ্রেস নিয়ে সাধারণ আলোচনা করলাম সবাইকে দেখার অনুরোধ রইলো।"

  1. Nikhil Roy Author says:
    Keep more bro tax
    1. MH Naeem Mahmud Contributor Post Creator says:
      ok wlccc… brooo
  2. হুম। খুব সুন্দর পোস্ট ভাই।
    1. MH Naeem Mahmud Contributor Post Creator says:
      tnxxxx brooo
    1. MH Naeem Mahmud Contributor Post Creator says:
      ধন্যবাদ।
  3. Kabbo2 Contributor says:
    WordPress r all help paya jaba kothai ami new … plzzz help
    1. MH Naeem Mahmud Contributor Post Creator says:
      নাম্বার দিছি পোষ্ট এর নিছে কল দিয়েন হেল্প করবো।
    2. Kabbo2 Contributor says:
      Apnader YouTube a video nai…??
    3. MH Naeem Mahmud Contributor Post Creator says:
      na

Leave a Reply